বর্ণান্ধতার কারণ সংক্ষেপে আলােচনা করাে। পিতা বর্ণন্ধ এবং মাতা বর্ণান্ধতার বাহক হলে সন্তানেরা কেমন হবে? 

প্রশ্ন: বর্ণান্ধতার কারণ সংক্ষেপে আলােচনা করাে। পিতা বর্ণন্ধ এবং মাতা বর্ণান্ধতার বাহক হলে সন্তানেরা কেমন হবে? 

উত্তর:  বর্ণন্ধতার কারণ : মানুষের চোখের রেটিনায় অবস্থিত কোন কোশ বিভিন্ন বর্ণ। শনাক্তকরণে সাহায্য করে। কোশ (Cone Cell) তিন প্রকারের হয়। যথা—লাল সংবেদী, সবুজ সংবেদী ও নীল সংবেদী যথাক্রমে লাল, সবুজ ও নীল রং শনাক্ত করতে বা চিনতে সাহায্য করে। মানুষের X ক্রোমােজোমের একটি প্রচ্ছন্ন জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনায় কোণ কোশে আয়ােডােপসিন প্রােটিনের ত্রুটি দেখা দেয় ফলে লাল, সবুজ এবং কোন কোশ ক্ষেত্রে নীলবর্ণ চিনতে বা শনাক্ত করতে পারে না। নীলবর্ণ সংবেদী রঞ্জক পদার্থের সংশ্লেষ অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়।

বর্ণান্ধ পিতার জিনােটাইপ = X C

বর্ণান্ধতার বাহক মাতার জিনােটাইপ =X C X

মেয়েদের মধ্যে 50% বর্ণান্ধ এবং 50% স্বাভাবিক বর্ণান্ধতার বাহক হবে। আবার ছেলের মধ্যে 50% স্বাভাবিক এবং 50% বর্ণান্ধ হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!