বয়ঃসন্ধিকাল বলতে কী বােঝায় ? বয়ঃসন্ধিকালে পুরুষ ও স্ত্রীদেহে কী কী পরিবর্তন ঘটে ?

প্রশ্ন: বয়ঃসন্ধিকাল বলতে কী বােঝায় ? বয়ঃসন্ধিকালে পুরুষ ও স্ত্রীদেহে কী কী পরিবর্তন ঘটে ? 

উত্তর:  12-20 বছর সময় পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। এই সময়ে ছেলে ও মেয়েদের গৌন যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, ছেলেদের পেশীবহুল দেহ গঠিত হয়, মেয়েদের নরম ও মসৃর ত্বক সৃষ্টি হয়, যৌন হরমােন ক্ষরণ হয়, বগলে বা পিউবিক অঞ্চলে লােমের সৃষ্টি হয়। এই সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে।

বয়ঃসন্ধিকালে পুরুষ দেহে পরিবর্তন : 

1) পুরুষদেহের উচ্চতা এবং ওজন বাড়ে 

2) পেশি বহুল দেহ গঠিত হয়, কণ্ঠস্বর ভারী হয়।

3) বক্ষদেশে ও বগলে এবং পিউবিক অঞলে লােমের আর্বিভাব হয়। 

4) জনন অঙ্গের পরিণতি প্রাপ্তি ঘটে। 

5) টেস্টোস্টেরণ হরমােনের ক্ষরণ বৃদ্ধি পায়। 

বয়ঃসন্ধিকালে স্ত্রী দেহে পরিবর্তন : 

1) স্ত্রীদেহের উচ্চতা ও ওজনের বৃদ্ধি ঘটে। 

2) ত্বকের নিচে মেদ বা চাবি জমা হওয়ায় ত্বক নরম ও মসৃণ হয়। 

3) স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে এবং নারীসুলভ আচরণের প্রকাশ পায়। 

4) বগলে, পিউবিক অঞলে লােমের আবির্ভাব হয়। 5) স্ত্রী জনন অঙ্গের পরিণতিপ্রাপ্তি ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment