প্রশ্ন: বৃদ্ধির সংজ্ঞা দাও। বিকাশের সঙ্গে এর সম্পর্ক কী? বৃদ্ধির বিভিন্ন দশাগুলি আলােচনা করাে। Life Science (জীবন বিজ্ঞান)
** Note: বৃদ্ধির সংজ্ঞা প্রশ্নটি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান (HS Education) এর মধ্যেও রয়েছে। তার উত্তরের জন্য এখানে ক্লিক করুন।
উত্তর:
বৃদ্ধির সংজ্ঞা : যে পদ্ধতিতে নির্দিষ্ট শর্তের উপস্থিতিতে জীবদেহের বা কোশের আকার, আয়তন বা শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলে। জীবদেহে অপচিতি বিপাকের তুলােনাই উপচিতি বিকাপ বেশী হলে বৃদ্ধি সম্পন্ন হয়।
বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক : জীবদেহে বৃদ্ধির যে পর্যায়ে একটি কোশ থেকে অসংখ্য কোশ সৃষ্টির মাধ্যমে বহুকোশী জীবদেহ গঠিত হয় তাকে বিকাশ বলে। বিকাশের জন্য বৃদ্ধি দরকার হয় কিন্তু বৃদ্ধির জন্য বিকাশের দরকার হয় না।
বৃদ্ধির বিভিন্ন পর্যায় : বৃদ্ধির তিনটি দশা দেখা যায়—যথা কোশ বিভাজন দশা কোশীয় আকার বৃদ্ধি দশা এবং কোশ বিভেদন দশা।
1) কোশ বিভাজন দশা : বৃদ্ধির এই দশায় জীবদেহের কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য কোশ সৃষ্টি করে। ফলে জীবদেহের আকার ও আয়তন বাড়ে।
2) কোশের আকার বৃদ্ধি : এই দশায় কোশের প্রােটোপ্লাজন জল গ্রহণ করে, সজীব বস্তুুর সংশ্লেষ করে কোশে জমা রাখে ফলে কোশের আকার বাড়ে।
3) কোশীয় বিভেদন দশা : এই পর্যায়ে কোশগুচ্ছ বিশেষ বিশেষ কাজের সঙ্গে জড়িত হয় এবং জীবদেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠন করে একটি সম্পূর্ণ জীবদেহের বৃদ্ধি ঘটায়।
Read Also
বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির শর্তগুলি উল্লেখ করো | বৃদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো
বিকাশের সংজ্ঞা দাও l বিকাশের বৈশিষ্ট্য আলােচনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।