বৃক্ষরােপণে ভারতের সাধারণ মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে কেন?

বৃক্ষরােপণে ভারতের সাধারণ মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:বৃক্ষরােপণে ভারতের সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার কারণ: ভারতের সাধারণ মানুষকে বর্তমানে বৃক্ষরােপণে উৎসাহ দেওয়া হচ্ছে।

কারণ

1. বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে।

2. বনভূমির অভাবে বন্যা, অনাবৃষ্টি, মৃত্তিকা ক্ষয় প্রভৃতি নানা ধরনের প্রাকৃতিক সমস্যা সৃষ্টি হয়। এইসব সমস্যা সমাধানে বনভূমির ভূমিকা সবচেয়ে বেশি।

3. বনভূমির মাধ্যমে প্রত্যক্ষ ও পরােক্ষভাবে অগণিত মানুষের জীবিকার সংস্থান হয়। 

4. কাষ্ঠ ও কাগজ শিল্পের কাঁচামালের জোগান-সহ নানা প্রকার মূল্যবান বনজ দ্রব্য উৎপাদনের জন্য সাধারণ মানুষকে বনভূমির ওপর নির্ভর করতে হয়। 

5. ভারতে বনভূমির পরিমাণ কম। দেশের মােট ভৌগােলিক ক্ষেত্রমানের শতকরা 24.39 ভাগ স্থানে বনভূমি আছে। অথচ, পরিবেশ বিজ্ঞানীদের মতে, দেশের অন্তত এক-তৃতীয়াংশ স্থানে বনভূমি থাকা প্রয়ােজন। অন্যথায় পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে আমাদের দেশটি সম্পূর্ণভাবে মরুভূমিতে পরিণত হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment