Class 10 Class 10 Geography বৃষ্টিপাত পরিমাপ কীভাবে করা হয়?

বৃষ্টিপাত পরিমাপ কীভাবে করা হয়?

বৃষ্টিপাত পরিমাপ কীভাবে করা হয়? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বৃষ্টিপাত পরিমাপের পদ্ধতি: বৃষ্টিপাত যে যন্ত্রের সাহায্যে পরিমাপ। করা হয়, তার নাম বৃষ্টিমাপক যন্ত্র বা রেনগজ। এই যন্ত্রটিতে 5 ইঞি ব্যাসযুক্ত একটি বােতল থাকে। এই বােতলের মধ্যে একটি 5ইঞ্চি ব্যাসের কুপি বা ফানেল এমনভাবে বসানাে থাকে যাতে কুপির মধ্যে পড়া বৃষ্টির জল একটুও নষ্ট না হয়ে ভিতরের বােতলে গিয়ে জমা হয়। বাইরের জলের ছিটে যাতে ভিতরে না পড়ে, তাই যন্ত্রটি ভূমি থেকে প্রায় 1 ফুট ওপরে রাখা হয়। 24 ঘণ্টা বা নির্দিষ্ট সময় পরে বােতলে যে পরিমাণ বৃষ্টির জল জমে, তা একটি নির্দিষ্ট দাগযুক্ত পরিমাপক চোঙের মধ্যে। ঢেলে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। পরিমাপের একক: সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার ও ইঞি এককে বৃষ্টিপাত পরিমাপ করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment