Class 10 Class 10 Geography বৃষ্টিচ্ছায় অঞল বলতে কী বােঝ? উদাহরণ দাও।

বৃষ্টিচ্ছায় অঞল বলতে কী বােঝ? উদাহরণ দাও।

বৃষ্টিচ্ছায় অঞল বলতে কী বােঝ? উদাহরণ দাও। Class 10 | Geography | 3 Marks

উত্তর: সংজ্ঞা: পর্বতের যে ঢালে আর্দ্র বায়ু বাধাপ্রাপ্ত হয় সেই ঢালে অর্থাৎ প্রতিবাত ঢালে বৃষ্টিপাত বেশি হয়। কিন্তু পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাত ঢালে পৌঁছােয়, তখন সেই বায়ুর মধ্যেকার জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। এ ছাড়া, পর্বত অতিক্রম করে ওই বায়ু পর্বতের ঢাল বেয়ে নীচে নামে বলে তার উষ্ণতা ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা উভয়ই বৃদ্ধি পায়। এর ফলে অনুবাত ঢালে বৃষ্টিপাত বেশ কম হয়। এই অল্প বৃষ্টিপাতযুক্ত বা প্রায় বৃষ্টিহীন এলাকাকে বৃষ্টিচ্ছায় অঞল বলে।

উদাহরণ: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাটের পশ্চিমঢালে এসে প্রচুর শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। কিন্তু পশ্চিমঘাটের পূর্বালে অবস্থিত অঞ্চলসমূহে অর্থাৎ দাক্ষিণাত্যের অভ্যন্তরভাগে বৃষ্টিপাত খুব কম হওয়ায় ওই অঞল বৃষ্টিচ্ছায় অঞল নামে পরিচিত। একইভাবে, মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণঢালে দক্ষিণ-পশ্চিম মেীসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা প্রতিহত হয় বলে চেরাপুঞ্জি এবং এর নিকটবর্তী মৌসিনরামেপ্রচুর বৃষ্টিপাত (1187 সেমি) হয়। কিন্তু ওই পাহাড়ের বিপরীত ঢালে বা উত্তরটালে অবস্থিত শিলংয়ে বৃষ্টিপাত (217 সেমি) খুবই কম হয়, অর্থাৎ এটি একটি বৃষ্টিচ্ছায় অঞল ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment