দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখাে।

বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখাে।

বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি : বৃষ্টিপাত হলে তার বেশিরভাগ অংশই মাটির ওপর দিয়ে গড়িয়ে নদীর, মাধ্যমে সমুদ্রে চলে যায়। বৃষ্টির এই জলকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে মানুষের প্রয়ােজনীয় জলের চাহিদা অনেকটাই মেটে। দুটি পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়— 

1. ভূপৃষ্ঠের জলপ্রবাহকে আটকে রেখে : খােলা জায়গা বা মাঠের ওপর দিয়ে নালিপথে প্রবাহিত বৃষ্টির জলাধারকে কোনাে জলাধারের সঙ্গে সংযুক্ত করে সেখানে ওই জল সংরক্ষণ করা যায়। ওই জলাধারের জল কৃষিতে, শিল্পে, গৃহস্থালির কাজে, পানীয় জলের আধার হিসেবে ব্যবহার করা যায়। এতে জলের জোগান কিছুটা বাড়ে। একই সাথে ভৌমজলের স্তরও সমৃদ্ধ হয়।

2. বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রেখে : বৃষ্টির জল বাড়ির ছাদে পড়লে পাইপের মাধ্যমে তাকে সংগ্রহ করে মাটির নীচের জলাধারে বা পাতকুয়াতে জমা করা যায়। অনেকগুলি জলাধার নির্মাণ করলে ওই জলাধারের জল যেমন সারাবছরই ব্যবহার করা যেতে পারে l তেমনই এর মাধ্যমে ভূগর্ভস্থ জলভাণ্ডারকে রিচার্জ করা যায়।

চিত্র : বৃষ্টির জল সংরক্ষণ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!