বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা : বৃষ্টির জল সংরক্ষণের অনেকগুলি সুবিধা রয়েছে —
1. পানীয় জলের উৎস: বৃষ্টির জল পরিশ্রুত করে পানীয় জল হিসেবে গ্রহণ করা যায়।
2. ভৌমজলের সঞ্চয়: বৃষ্টির জল চুইয়ে চুইয়ে ভূ-অভ্যন্তরে প্রবেশ করে। এতে ভৌমজলের সঞ্চয় বাড়ে।
3. কৃষি, শিল্প, গৃহস্থালির কাজে ব্যবহার: সংরক্ষণ করা বৃষ্টির জল কৃষিতে, শিল্পে, গৃহস্থালির নানা কাজে সারাবছর ব্যবহার করা যায়।
4. স্বল্প ভগৰ্ভস্থ জলের সমস্যার সমাধান: যেসব অঙুলে জল কম পাওয়া যায় সেখানে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে জলের সমস্যার সমাধান হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।