ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন-এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 

প্রশ্ন – ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন-এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 Marks/Class 10

উত্তর:

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন-এর (বাংলা নাম ব্রিটিশ ভারতবর্ষীয় সভা) প্রতিষ্ঠাকাল ১৮৫১ খ্রিস্টাব্দের ২৯ অক্টোবর। ইতিপূর্বে গঠিত জমিদার সভা (১৮৩৮ খ্রি.) এবং “বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি (১৮৪৩ খ্রি.) ১৮৫১ খ্রিস্টাব্দে মিিলত হয় এবং এই দুই সংস্থার সমন্বয়ে গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসােসিয়েশন। সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব এবং সম্পাদক মহিষ দেবেন্দ্রনাথ ঠাকুর।

উদ্দেশ্য : এই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসিত ভারতের উন্নতিসাধন এবং তার জন্য বিভিন্ন আন্দোলন পরিচালনা।

কার্যকলাপ : প্রতিষ্ঠার কিছুদিন পরেই —
প্রথমত, এই অ্যাসােসিয়েশন ভারতের শাসনসংস্কারমূলক একটি স্মারকলিপি ব্রিটিশ পার্লামেন্টে পাঠায়, যার বক্তব্য ছিল ব্রিটিশ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ হবেন ভারতীয়।
দ্বিতীয়ত, অ্যাসােসিয়েশন শিক্ষা, স্বাস্থ্য, রাজস্ব, পুলিশ, আইনকানুন প্রভৃতি বিষয়ে সরকারের সমালােচনাও করে।
তৃতীয়ত, এই সভা জাতীয় স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন প্রস্তাবও দেয়। ১৮৭০ খ্রিস্টাব্দে অ্যাসােসিয়েশন শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণে বাধা দেয়। ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কাজে এই সভা সক্রিয় সহযােগিতা করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment