দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতে উৎপন্ন ফসলের শ্রেণিবিভাগ করাে।

ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতে উৎপন্ন ফসলের শ্রেণিবিভাগ করাে।

ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতে উৎপন্ন ফসলের শ্রেণিবিভাগ করাে। Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 3 Marks

উত্তর:-

ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতে উৎপন্ন ফসলের শ্রেণিবিভাগ: ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতে উৎপন্ন ফসলগুলিকে চার ভাগে ভাগ করা হয়, যথা— 

1) খাদ্য ফসল: দানাশস্যজাতীয় ফসল, যা সরাসরি বা প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, সেইসব ফসলকে খাদ্য ফসল বলে। উদাহরণ: ধান, গম, যব, ভুট্টা, ডাল ইত্যাদি। ভারতে এই জাতীয় ফসল বেশি চাষ করা হয়। 

2) তন্তু ফসল: যেসব ফসল থেকে আঁশ বার করা হয় এবং তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারের উপযােগী করা হয়, সেইসব ফসলকে তন্তু ফসল বলে। উদাহরণ: পাট, কার্পাস, শন ইত্যাদি। পাট থেকে আঁশ বার করে দড়ি ও মােটা সুতাে তৈরি করা হয়। কার্পাসের আঁশ থেকে সুতাে তৈরি হয়। 

3) বাগিচা ফসল: প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে বাগিচা বা বাগানের মধ্যে যেসব ফসলের চাষ করা হয়, সেইসব ফসলকে বাগিচা ফসল বলে। উদাহরণ: চা, কফি, রবার, আম, আনারস, আপেল, কমলালেবু, আঙ্গুর, জাফরান ইত্যাদি।

4) অন্যান্য ফসল: পানীয় ফসল হিসেবে চা ও কফি, তৈলবীজ হিসেবে বাদাম, নারকেল, তিল, তিসি, সরষে, সূর্যমুখী, বাণিজ্যিক ফসল হিসেবে আখ, তামাক, ওষুধ (সিঙ্কোনা), বিভিন্ন প্রকার ফুল ইত্যাদি চাষ হয়। এই সমস্ত ফসলকে একত্রে অর্থকরী ফসলও বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!