Class 12 Class 12 Education ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখাে।

ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখাে।

ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখাে।     Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যা : ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে নানাধরনের সমস্যা দেখা যায় | কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা সংক্ষেপে আলােচনা করা হল —

[1] কেন্দ্রীয় জনিত সমস্যা : ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুরা স্বাভাবিক শিশুদের মতো লিখতে, পড়তে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে না। ফলে তাদের সামগ্রিক ধারণা গঠনের ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। এই ত্রুটির মূল কারণ হল দৃষ্টিশক্তির অভাব। 

[2] শিক্ষাজনিত সমস্যা: ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুরা স্বাভাবিক শিশুদের মতাে নির্দিষ্ট বয়সে বিদ্যালয়ে ভরতি হয় না। বেশি বয়সে বিদ্যালয়ে আসার ফলে তারা এমনিতেই একই বয়সি স্বাভাবিক শিশুদের তুলনায় পিছিয়ে থাকে। এর ফলে তাদের মধ্যে এক ধরনের হীনম্মন্যতা দেখা দেয়, যা তাদের শিক্ষাগ্রহণে বাধা সৃষ্টি করে l 

[3] সামগ্রিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে সমস্যা : চোখ হল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। এটিকে জ্ঞানের সবচেয়ে মূল্যবান প্রবেশদ্বার বলা হয়। তাই ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুরা কোনাে বিষয়ে সামগ্রিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। 

[4] নিরাপত্তামূলক সমস্যা : ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন ছেলে-মেয়েরা তুলনামূলকভাবে অনেক বেশি আবেগপ্রবণ হয়। আবেগজনিত কারণে অনেক সময় তারা ঠিকমতাে নিজেদের চারপাশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে না। অন্যের করুণা, বিদ্রুপ, তাচ্ছিল্য প্রভৃতি তাদের মধ্যে হীনম্মন্যতাবােধের জন্ম দেয়, যেটি তাদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে বাধার সৃষ্টি করে। এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!