Class 12 Class 12 Education ব্যাহত দৃষ্টিসম্পন্নদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখাে।

ব্যাহত দৃষ্টিসম্পন্নদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখাে। 

ব্যাহত দৃষ্টিসম্পন্নদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখাে।     Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুর শিক্ষার উদ্দেশ্য :  ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি হল— 

[1] অভিজ্ঞতা অর্জনে সহায়তা : শ্রবণ, স্পর্শ প্রভৃতি পদ্ধতি অবলম্বন করে দৃষ্টিহীনদের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করা হয়। এগুলি দৃষ্টিহীনদের সুপ্ত প্রতিভার বিকাশে সাহায্য করে। 

[2] হীনম্মন্যতা দূরীকরণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি : দৃষ্টিহীন শিশুরা চোখে দেখতে না পাওয়ার জন্য সবসময় হীনম্মন্যতায় ভুগতে থাকে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল এদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তােলা, হীনম্মন্যতা দূর করা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করা। 

[3] ইতিবাচক মনােভাব সৃষ্টি : দৃষ্টিহীনদের শিক্ষার আর একটি উদ্দেশ্য হল তাদের সমাজসচেতন করে তােলা। উপযুক্ত শিক্ষাগ্রহণ করলে তারাও যে দেশের উৎপাদনশীলতায় অংশ নিতে পারবে, এ বিষয়ে তাদের মধ্যে ইতিবাচক মনােভাব সৃষ্টি করা দরকার। 

[4] বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার : চোখ ছাড়া অন্যান্য ইন্দ্রিয়কে দৃষ্টিহীনরা যাতে সাবলীলভাবে ব্যবহার করতে পারে, সে বিষয়ে জ্ঞান বা তথ্য পরিবেশন করাও এই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য | দৃষ্টিহীন শিশুরা তাদের অন্য ইন্দ্রিয়গুলিকে যত বেশি ব্যবহার করবে, তারা তত বেশি সক্রিয়তা লাভ করবে এবং নিজেদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করতে সক্ষম হবে। 

[5] বিশেষ মানসিক ক্ষমতার প্রয়ােগ : দৃষ্টিহীন শিশুরা বিশেষ মানসিক ক্ষমতা বা প্রবণতা অনুযায়ী শিক্ষালাভ করে ভবিষ্যৎ জীবনে যাতে রুজিরােজগার করতে পারে, সে বিষয়ে তাদের সহযােগিতা করা এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য।

[6] সংগতিবিধান ও প্রশিক্ষণ দান : দৃষ্টিহীন শিশুরা যাতে সামাজিক পরিবেশের সঙ্গে সংগতিবিধান করতে পারে, সে বিষয়ে তাদের বিভিন্ন ধরনের কৌশল শেখানাে এই শিক্ষার একটি উদ্দেশ্য। দৈনন্দিন জীবনের প্রয়ােজনীয় কাজগুলির জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে তারা নিজেরাই যাতে সেগুলি যথাযথভাবে করতে পারে, সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়াও এই শিক্ষার উদ্দেশ্য। একেবারে ছােটোবেলা থেকে এইসব কৌশল শেখালে তারা স্বাভাবিক শিশুদের মতাে রােজকার কাজে পটু হয়ে উঠতে পারে। 

[7] বৃত্তিমুখী প্রশিক্ষণ দান : দৃষ্টিহীন শিশুদের শিক্ষার আর-একটি উদ্দেশ্য হল, তাদের বৃত্তিমুখী প্রশিক্ষণ দেওয়া, যা তাদের রুজিরােজগারে সাহায্য করে। ফলে তারা কিছুটা স্বাবলম্বী হয়ে ওঠার সুযােগ পায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!