ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা সংক্ষেপে লেখাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks
উত্তর:-
ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকারের পদক্ষেপ: প্রয়ােজনের তুলনায় অতি নগণ্য হলেও আমাদের দেশে সরকারের পক্ষ থেকে দৃষ্টিহীন ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন—
[1] বৃত্তির ব্যবস্থা : দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশােনার জন্য কেন্দ্রীয় সরকার বৃত্তিদানের ব্যবস্থা করেছে।
[2] সরকারি অনুদান; দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যে অর্থ ব্যয় করবে তার 75% অর্থ সরকারি অনুদান হিসেবে মঞ্জুর করার নীতি গ্রহণ করা হয়েছে।
[3] গ্রন্থাগার স্থাপন : দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশােনার জন্য প্রয়ােজনীয় শিক্ষা উপকরণ এবং ব্রেইল সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে জাতীয় গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। বিভিন্ন দৃষ্টিহীন বিদ্যালয়ে ব্রেইল সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।
[4] ভারতী ব্রেইল : আমাদের দেশের দৃষ্টিহীন ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাষায় ‘ভারতী ব্রেইল’ রচনা করার ব্যবস্থাও করেছে। এর জন্য বিশেষ গবেষণা সংস্থার সাহায্য নেওয়া হয়েছে।
[5] শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র : দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশােনার জন্য বর্তমানে ভারতে তিনটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করলে ব্লাইন্ড স্কুলে শিক্ষাদানের কাজ করা যায়। ওই তিনটি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে একটি দিল্লিতে, একটি মুম্বাইতে এবং আর-একটি পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে অবস্থিত।
[6] কর্মে নিয়ােগের ব্যবস্থা: দৃষ্টিহীন মানুষদের মধ্যে যারা বিশেষ শিক্ষণপ্রাপ্ত, তাদের শারীরিক প্রতিবন্ধীনিয়ােগ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন কাজে নিয়ােগের ব্যবস্থা করা হয়েছে |এর জন্য Employment Bureau তৈরি করা হয়েছে | চাকরিতে 2% প্রতিবন্ধীকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
[7] সাধারণ বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা: এ ছাড়া সমন্বয়িত শিক্ষার মাধ্যমে দৃষ্টিহীন ছেলেমেয়েরা যাতে সাধারণ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করতে পারে, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।
[8] প্রতিবন্ধী দিবস পালন: আমাদের দেশে প্রতি বছর 15 মার্চ দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।