ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বােঝ | ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখাে

ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বােঝ | ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখাে। 2+6   Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

Ans:

ব্যাপক অর্থে শিক্ষা : ব্যাপক অর্থে শিক্ষা বলতে এমন এক জীবনব্যাপী ছেদহীন ক্রমবিকাশের প্রক্রিয়াকে বােঝায় যা নিত্যনতুন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে এবং সমাজের বহুমুখী দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এস এস ম্যাকেঞ্জির মতে, ব্যাপক অর্থে শিক্ষা হল এমন এক প্রক্রিয়া যা দ্বারা ব্যক্তিত্বের বিকাশ সাধন। ঘটে এবং এক ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক বজায় রাখতে সমর্থ হয়।

ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য : 

[1] জীবনব্যাপী প্রক্রিয়া : ব্যাপক অর্থে শিক্ষা হল জীবনব্যাপী ছেদহীন প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকেই এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু এই শিক্ষা চলতে থাকে। এই কারণেই বলা হয় যতদিন বাঁচি, ততদিন শিখি। 

[2] সর্বাঙ্গীণ বিকাশ সাধনের প্রক্রিয়া : ব্যাপক অর্থে শিক্ষা হল ব্যক্তির দেহ, মন ও আত্মার অর্থাৎ সর্বাঙ্গীণ বিকাশের প্রক্রিয়া।

[3] শিশুকেন্দ্রিক প্রক্রিয়া : ব্যাপক অর্থে শিক্ষায় শিশু বা শিক্ষার্থীর চাহিদা, আবেগ, রুচি, পছন্দ-অপছন্দ, গ্রহণ ক্ষমতা প্রভৃতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকের ইচ্ছা বা নিয়মমাফিক বাধ্যকতা এক্ষেত্রে গুরুত্ব পায় না। 

[4] বাস্তব অভিজ্ঞতাভিত্তিক প্রক্রিয়া : ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে কেবলমাত্র তথ্য বা জ্ঞান আহরণকেই বােঝানাে হয় না। বাস্তব জীবনের সমস্যা সমাধানের মধ্য দিয়ে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন বােঝায়। এক্ষেত্রে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতাকে বাস্তবে প্রয়ােগ করার ব্যবস্থাও থাকে। 

[5] বহুমুখী প্রক্রিয়া : ব্যাপক অর্থে শিক্ষার্থী, শিক্ষক,পাঠক্রম ইত্যাদি ছাড়াও সমাজ, সম্প্রদায়, পরিবেশ প্রভৃতিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর সার্বিক বিকাশের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানের গুরুত্বকে স্বীকার করা হয়। ব্যাপক অর্থে তাই শিক্ষা একটি বহুমুখী প্রক্রিয়া।

[6] সামাজিক প্রক্রিয়া : শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তি যেমন সমাজ পরিবেশের নানান উপাদানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সামাজিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলে, তেমনি প্রতিযােগিতা, সহযােগিতা, সামাজিকীকরণ ইত্যাদির মতাে সদাপ্রবহমান সামাজিক বিষয়গুলি শিক্ষার মধ্য দিয়ে অর্জিত হয়। 

[7] আচরণ পরিবর্তনের প্রক্রিয়া : ব্যাপক অর্থে শিক্ষা হল ব্যক্তির আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। সদা পরিবর্তনশীল বিশ্বে আচরণ পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি তার অস্তিত্বকে টিকিয়ে রাখে।

[8] মূল্যবােধের বিকাশ ও জীবনাদর্শের শিক্ষা : ব্যাপক অর্থে শিক্ষায় শিশুর বা ব্যক্তির মধ্যে মূল্যবােধের বিকাশ ঘটে। উন্নত জীবনাদর্শ উপলব্বির শিক্ষা বা প্রশিক্ষণ পায়। জীবনদর্শনের শিক্ষা ব্যক্তিকে চরিত্রবান, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বিশেষভাবে সাহায্য করে। উপরােক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায়—ব্যাপক অর্থে শিক্ষা হল পূর্বঅভিজ্ঞতার সঙ্গে নতুন নতুন অভিজ্ঞতার সংযােজন ও পুনর্গঠন, সহজাত শক্তি সম্ভাবনার পরিবর্তন, পরিমার্জন এবং উৎকর্ষ সাধন, সর্বোপরি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়ে চরিত্রবান সুনাগরিক গঠন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বােঝ | ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখাে”

Leave a Comment