কম্পিউটার সহযােগী নির্দেশনা (CAI) কী ? এর উপযােগিতা উল্লেখ করাে । Class 12 | Education (শিক্ষায় প্রযুক্তির ভূমিকা) | 4 Marks
উত্তর:-
কম্পিউটার সহযােগী নির্দেশনা (CAI)
কম্পিউটার সহযােগী নির্দেশনা হল শিক্ষার্থীকেন্দ্রিক নির্দেশমূলক শিখন কৌশল। শিক্ষার্থী নিজের চাহিদামতাে সময় নিয়ে এই ধরনের শিখনে অংশ নিতে পারে। এক্ষেত্রে শিক্ষাবিজ্ঞানের তত্ত্ব অনুসরণ করে কম্পিউটার। শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়ে থাকে। শিক্ষার্থী নিজস্ব প্রতিক্রিয়া অনুযায়ী দ্রুত ফিডব্যাক লাভ করে এবং বিষয়বস্তু আয়ত্ত করে।
কম্পিউটার সহযােগী নির্দেশনার উপযােগিতা
[1] এই ধরনের শিখনে প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজের অগ্রগতির হার অনুযায়ী শিক্ষাগ্রহণ করতে পারে। [2] ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দ্রুত ফিডব্যাক লাভ করা যায়।
[3] প্রােগ্রামড লার্নিং-এর তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি শিখনবস্তুকে ছােটো ছােটো এককে ভেঙে দেওয়ার ফলে শিক্ষার্থীদের পাঠগ্রহণে সুবিধা হয়।
[4] পাঠগ্রহণ করতে করতেই শিক্ষার্থী নিজের অগ্রগতি সম্বন্ধে নিজেই পরীক্ষা করে জানতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।