প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়? 

প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়?     Class 10 | Geography | 3 Marks উত্তর:- অবস্থান : নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞয়কার্যের ফলে প্লাবনভূমির (flood plain) সৃষ্টি হয়।  সৃষ্টির কারণ : নদীতে হঠাৎ জলপ্রবাহের পরিমাণ বেড়ে গেলে বন্যা বা প্লাবন দেখা দেয়। এ সময় দুই তীর বা কূল ছাপিয়ে সেই জল অনেক দূর পর্যন্ত প্লাবিত করে। নদীর জলের … Read more

অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয়? 

অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয়?  Class 10 | Geography | 3 Marks উত্তর:- অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরির পর্যায়সমূহ : মধ্যগতির শেষের দিকে এবং নিম্নগতিতে নদীর প্রবাহপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের (ox-bow lake) সৃষ্টি হয়। এই হ্রদ সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি হল— 1. এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য কোনাে বাধা পেলেই নদী এঁকেবেঁকে প্রবাহিত হয়। নদীর আঁকাবাঁকা গতিপথকে … Read more

নদীর উচ্চগতিতে V-আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন? 

নদীর উচ্চগতিতে V-আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন?    Class 10 | Geography | 3 Marks উত্তর:- নদীর উচ্চগতিতে Vআকৃতির উপত্যকা সৃষ্টির কারণ : পার্বত্য অঞ্চলের প্রবাহপথকে নদীর উচ্চগতি বলা হয়। এই অংশে নদীর গতিপথে ‘v’-আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ—  1. ভূমির ঢাল : পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি বলে নদী প্রবল বেগে নীচের দিকে নামে। প্রবল স্রোতের সঙ্গে … Read more

বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করাে। 

বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করাে।   Class 10 | Geography | 3 Marks উত্তর:- বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ : বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য প্রয়ােজনীয় অনুকূল পরিবেশগুলি হল—  1. অবক্ষেপণের হার বেশি : মােহানায় নদীর অবক্ষেপণের হার অপসারণ হারের তুলনায় বেশি হওয়া প্রয়ােজন।  2. সুদীর্ঘ নদী ও বেশি উপনদী : নদীর জলের সঙ্গে যাতে বেশি পরিমাণে পলি আসে, … Read more

বদ্বীপের শ্রেণিবিভাগ করাে। 

বদ্বীপের শ্রেণিবিভাগ করাে।    Class 10 | Geography | 3 Marks উত্তর:- বদ্বীপের শ্রেণিবিভাগ : আকৃতি অনুসারে বদ্বীপ প্রধানত চার প্রকারের, যথা — 1. ধনুকাকৃতি বদ্বীপ : যখন মােহানায় খুব বেশি পরিমাণ নদীবাহিত পলি সতি হয় এবং দুর্বল সমুদ্রস্রোত সেগুলি অপসারণ করতে পারে না, তখন নদীবাহিত পদার্থগুলি সেখানে পাখার মতাে ছড়িয়ে সঞ্চিত হয়। এভাবে সাগরের দিকে উত্তল প্রান্তবিশিষ্ট … Read more

নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়? অথবা, নদীর মােহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করাে। 

নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়? অথবা, নদীর মােহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করাে।   Class 10 | Geography | 3 Marks উত্তর:- নদীর নিম্নগতিতে বদ্বীপ সৃষ্টির পদ্ধতি : নিম্নগতিতে নদী যতই মােহানার কাছে চলে আসে, ভূমির ঢাল ততই কমে যায় বলে নদীর স্রোতের বেগ এবং বহনক্ষমতা উল্লেখযােগ্যভাবে হ্রাস পায়। এর ফলে তখন নদীর অবক্ষেপণ খুব বেড়ে … Read more

পার্বত্য অঞলে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে কেন? 

পার্বত্য অঞলে নদীর ক্ষয়কার্যই প্রাধান্য লাভ করে কেন?    Class 10 | Geography | 3 Marks উত্তর:- পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্য প্রাধান্য লাভের কারণ : পার্বত্য প্রবাহে নদী প্রধানত ক্ষয় করে, কারণ—  1. ভূমিঢ়াল : পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি। এজন্য নদী প্রবল বেগে নীচের দিকে নেমে আসে। 2. প্রবল জলস্রোত : প্রবল জলস্রোতের মাধ্যমে নদী তার … Read more

জলপ্রপাতের শ্রেণিবিভাগ করাে।

জলপ্রপাতের শ্রেণিবিভাগ করাে।   Class 10 | Geography | 3 Marks উত্তর:- জলপ্রপাতের শ্রেণিবিভাগ : ভূবিজ্ঞানীরা নদীখাতে জলের পরিমাণ ও ভূমির ঢাল অনুসারে জলপ্রপাতকে তিনটি শ্রেণিতে ভাগ করেন। এগুলি হল— 1. র‍্যাপিড, 2. কাসকেড, 3. ক্যাটারাক্ট। 1. র‍্যাপিড : জলপ্রপাতের ঢাল কম হলে তাকে র‍্যাপিড বলা হয়। এই ধরনের জলপ্রপাতের উচ্চতা মাত্র কয়েক মিটার হয়। উদাহরণ : ছােটোনাগপুরের … Read more

নদীর গতিপথে কীভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়? 

নদীর গতিপথে কীভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়?    Class 10 | Geography | 3 Marks উত্তর:- ধারণা : নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনাে উচ্চ স্থান থেকে নীচের দিকে লাফিয়ে পড়ে, তখন তাকে জলপ্রপাত বলে। সৃষ্টির পদ্ধতি : নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর ওপর-নীচে আড়াআড়িভাবে বা অনুভূমিকভাবে অবস্থান করলে, প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে … Read more

কী কী অবস্থায় নদী সঞ্চয় করে?

কী কী অবস্থায় নদী সঞ্চয় করে?   Class 10 | Geography | 3 Marks উত্তর:- নদীতে সঞ্চয়ের বিভিন্ন অবস্থা : প্রধানত চারটি অবস্থায় নদী সঞ্জয় করে। এগুলি হল—   1. জলের পরিমাণ কমে যাওয়া : নদীতে জলের পরিমাণ কমে গেলে নদী সঞ্চয় করে। নদীতে জলের পরিমাণ কমে যায় কয়েকটি বিশেষ অবস্থায়; যেমন—[i] কম বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে নদী প্রবেশ … Read more