উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ ও রাতের বেলা খুবই কম উত্তাপ থাকে কেন?

উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ ও রাতের বেলা খুবই কম উত্তাপ থাকে কেন? Class 10 | Geography | 3 Marks উত্তর: উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ ও রাতের বেলা খুবই কম উত্তাপ থাকার কারণ : সাধারণভাবে বলা যায়, আকাশে মেঘের আবরণ না থাকলে দিনের বেলা সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত … Read more

ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?

ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? Class 10 | Geography | 3 Marks উত্তর: ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ : ট্রপােস্ফিয়ারে অর্থাৎবায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণুতাহ্রাস পায়। একে বলে তাপমাত্রার স্বাভাবিকহ্রাসহার তাপমাত্রা হাসের এই হার হল প্রতি 1000 মিটারে প্রায় 6.4 °সে। ট্রপােস্ফিয়ারে। এইভাবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার … Read more

ওজোনস্তরের সংকোচন কীভাবে হচ্ছে?

ওজোনস্তরের সংকোচন কীভাবে হচ্ছে? Class 10 | Geography | 3 Marks ওজোনস্তর সংকোচনের পদ্ধতি: ওজোনস্তর সংকোচনের জন্য প্রধানত মানুষের কার্যাবলি দায়ী। ক্লোরােফ্লুরােকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরােফর্ম, হ্যালন প্রভৃতি গ্যাস ক্রমাগত স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজোনস্তরের ক্ষতি করে চলেছে। এগুলি থেকে নির্গত ক্লোরিন ও ব্রোমিনের অণুগুলি বহু বছর ধরে হাজার হাজার ওজোনের অণু ধ্বংস করতে সক্ষম হয়েছে। ওজোন … Read more

জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে এবং কেন?

জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে এবং কেন? Class 10 | Geography | 3 Marks উত্তর: জেট বিমানগুলির চলাচল ও তার কারণ : জেট বিমানগুলি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে। এর কারণগুলি হল—  ১। শান্ত অবস্থা: বায়ুমণ্ডলের এই স্তরে অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা ছাড়া জলীয় বাষ্প নেই বললেই চলে। তাই এই … Read more

ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখাে।

ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখাে। Class 10 | Geography | 3 Marks ওজোনস্তর ধ্বংসের ফলাফল : বর্তমানে বায়ুমণ্ডলে CFC, হ্যালন, নাইট্রোজেন অক্সাইড, সালফেট কণা প্রভৃতির বৃদ্ধির জন্য ওজোনস্তর ক্রমেই ধ্বংস হচ্ছে। এর ক্ষতিকর ফলাফলগুলি হল ১। বিশ্ব উষ্ণায়ন: ওজোনস্তর ধ্বংসের জন্যই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ে এবং তাই পৃথিবীর উয়তা ক্রমশ বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের … Read more

বায়ুমণ্ডলের ওজোনস্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে মনে হয়?

বায়ুমণ্ডলের ওজোনস্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে মনে হয়? Class 10 | Geography | 3 Marks উত্তর: ওজোনস্তর পৃথিবীর ছাতা : বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনস্তর থাকে বলেই সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে সে বাধা দেয় বা শােষণ করে নেয়। এজন্য এই ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছােতে পারে না। অর্থাৎ ওজোনস্তর পৃথিবীকে ছাতার মতাে সুরক্ষা … Read more

বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না – এর কারণ কী?

বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না – এর কারণ কী? Class 10 | Geography | 3 Marks উত্তর: বায়ুমণ্ডল ও পৃথিবীতে প্রাণের সৃষ্টি: বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হত না। এর কারণগুলি হল— ১।  বায়ুমণ্ডল না থাকলে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিনের বেলায় প্রায় 70 °সে এবং রাতের বেলা -145 °সে হত। এইরকম তাপমাত্রায় … Read more

বায়ুর সাধারণ ধর্মগুলি কী?

বায়ুর সাধারণ ধর্মগুলি কী? Class 10 | Geography | 3 Marks উত্তর: বায়ুর সাধারণ ধর্ম: বায়ুর কতকগুলি সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে— 1) বায়ুর উষ্ণতা কমে গেলে বায়ু ঘন এবং ভারী হয় । 2) উষ্ণতা যত বাড়ে বায়ু ততই আয়তনে প্রসারিত ও হালকা হয়।  3) উষ্ণ বায়ু হালকা বলে ওপরে উঠে যায় আর শীতল বায়ু … Read more

বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব নির্ণয় করাে।

বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব নির্ণয় করাে। Class 10 | Geography | 3 Marks উত্তর: বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব: বায়ুমণ্ডলের একটি উল্লেখযােগ্য উপাদান ধূলিকণা। এর গুরুত্বগুলি হল—  1) মেঘ ও কুয়াশার সৃষ্টিতে: বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করেই জলীয় বাষ্প জলবিন্দুতে পরিণত হয় বা মেঘ ও কুয়াশার সৃষ্টি হয়। 2) সৌরতাপ বণ্টনে: বায়ুতে ভাসমান ধূলিকণাসমূহ সূর্যরশ্মি দ্বারা সরাসরি উত্তপ্ত … Read more

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলােচনা করাে।

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলােচনা করাে। Class 10 | Geography | 3 Marks উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই সামান্য (0.03%) হলেও এর গুরুত্ব সীমাহীন। এই গুরুত্বগুলি হল— 1) খাদ্য উৎপাদনে: কার্বন ডাইঅক্সাইড ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। আর প্রাণীজগৎ খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরােক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। … Read more