জনুক্রম বলতে কী বােঝায় ? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলােচনা করাে।

প্রশ্ন: জনুক্রম বলতে কী বােঝায় ? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলােচনা করাে। উত্তর:  জনুক্রম : জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার বা অযৌন ও যৌন জনন দশার বা স্পােরােফাইট ও গ্যামেটোফাইট দশার চক্রাবর্ত আবর্তনকে জনুক্রম বলে। উদাহরণ : মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদে, প্যারামেসিয়াম, মনােসিস্ট ইত্যাদি প্রাণীতে জনুক্রম দেখা যায়। গ্যামেটে হ্যাপ্লয়েড (n) সংখ্যক ক্রোমােজোম থাকে। নিষেকের … Read more

বিভিন্ন প্রকার অঙ্গজ জনন পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে। 

প্রশ্ন: বিভিন্ন প্রকার অঙ্গজ জনন পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে।  উত্তর:  অঙ্গজ জনন দু’রকমের হয় – 1. প্রাকৃতিক ও 2. কৃত্রিম  প্রাকৃতিক অঙ্গজ জনন : মূল : মিষ্টি আলুর রসালাে মুলে অস্থানিক মুকুল উৎপন্ন হয় যা পরে নতুন উদ্ভিদ উৎপন্ন করে।  উদাহরণ : মিষ্টি আলু। কাণ্ড : কচুরিপানার কাণ্ড মাটির সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় এবং নতুন … Read more

অযৌন জনন কাকে বলে ? অযৌন জননের পদ্ধতিগুলি সংক্ষেপে আলােচনা করাে।

প্রশ্ন: অযৌন জনন কাকে বলে ? অযৌন জননের পদ্ধতিগুলি সংক্ষেপে আলােচনা করাে। উত্তর:  অযৌন জনন : যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু তৈরির মাধ্যমে বা দেহকোশ বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে। অযৌন জননের পদ্ধতিগুলি হলাে : বিভাজন : এই পদ্ধতিতে এককোশী জীব বিভাজিত হয়ে দুটি বা অনেকগুলি অপত্য উৎপন্ন … Read more

মিয়ােসিস কোশ বিভাজন কাকে বলে ? এটি কোথায় সম্পন্ন হয় ? এর তাৎপর্য উল্লেখ করাে। 

প্রশ্ন: মিয়ােসিস কোশ বিভাজন কাকে বলে ? এটি কোথায় সম্পন্ন হয় ? এর তাৎপর্য উল্লেখ করাে।  উত্তর:  যে কোশ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর দুই বার (প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন) বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমােজোমযুক্ত চারটি অপত্য কোশ উৎপন্ন করে তাকে মিয়ােসিস কোশ বিভাজন বলে। স্থান : মিয়ােসিস কোশ বিভাজন … Read more

কোশচক্রের দশাগুলির নাম লেখাে। মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য লেখাে এবং চিত্র অঙ্কন করাে।

প্রশ্ন: কোশচক্রের দশাগুলির নাম লেখাে। মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য লেখাে এবং চিত্র অঙ্কন করাে। উত্তর:  অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য : 1. এটি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের তৃতীয় দশা।  2. এই দশায় ক্রোমােজোমগুলি বিভক্ত হয়ে দুটি ক্রোমােটিড গঠন করে এবং নতুন সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে অপত্য ক্রোমােজোম গঠন করে।  3. ক্রোমােজোমগুলির অর্ধেক উত্তর মেরু ও … Read more

মাইটোসিস কাকে বলে ?মাইটোসিস কোশ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখাে।

প্রশ্ন: মাইটোসিস কাকে বলে ?মাইটোসিস কোশ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখাে। উত্তর:  যে ধারাবাহিক পদ্ধতির সাহায্যে কোনাে দেহ মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমােজোমযুক্ত দুটি অপত্য কোশ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। প্রফেজ দশার বৈশিষ্ট্য : 1. নিউক্লিও জালিকা থেকে উৎপন্ন ক্রোমাটিন সূত্রগুলি জল ত্যাগ … Read more

অ্যামাইটোসিস কাকে বলে ? অ্যামাইটোসিস কোশ বিভাজনের বৈশিষ্ট্য ও তাৎপর্য উল্লেখ করাে। 

প্রশ্ন: অ্যামাইটোসিস কাকে বলে ? অ্যামাইটোসিস কোশ বিভাজনের বৈশিষ্ট্য ও তাৎপর্য উল্লেখ করাে।  উত্তর:  অ্যামাইটোসিস : যে পদ্ধতিতে মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত [ নিউক্লিওপৰ্দা অবলুপ্তি ও বেমতন্তুু গঠন ছাড়া ] হয়ে দুটি অপত্য কোশ উৎপন্ন করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। স্থান : অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে দেখা যায়। বৈশিষ্ট্য … Read more

DNA কী ? এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করাে। এর কাজ কী ? 

প্রশ্ন: DNA কী ? এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করাে। এর কাজ কী ?  উত্তর:  DNA : ডিঅক্সিরাইবােজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল, পরিব্যক্তি ঘটাতে সক্ষম যে নিউক্লিক অ্যাসিডটি জীবের বংশগত বৈশিষ্ট্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে ডিঅক্সিরাইবাে নিউক্লিক অ্যাসিড বা DNA বলে। রাসায়নিক উপাদান : DNA-এর রাসায়নিক উপাদানগুলি হলাে :  নাইট্রোজেনের বেস : এটি দুই প্রকারের। যথা 1. … Read more

মাইটোসিস ও মিয়ােসিস কোশ বিভাজনের পার্থক্য লেখাে। 

প্রশ্ন: মাইটোসিস ও মিয়ােসিস কোশ বিভাজনের পার্থক্য লেখাে।  উত্তর:  মাইটোসিস মিয়য়াসিস  এটি দেহকোশে সম্পন্ন হয়। এটি জননকোশে সম্পন্ন হয়। কোশটি এক বার বিভাজিত হয়। কোশ পরপর দুই বার বিভাজিত হয়। এইপ্রকার কোশ বিভাজনে 2টি অপত্য কোশ উৎপন্ন হয়। এইপ্রকার কোশ বিভাজনে চারটি অপত্য কোশ উৎপন্ন হয়। একে সমবিভাজন বলে। একে হ্রাস বিভাজন বলে। জীবের বৃদ্ধি … Read more

DNA এবং RNA-এর তিনটি পার্থক্য লেখাে। 

প্রশ্ন: DNA এবং RNA-এর তিনটি পার্থক্য লেখাে।  উত্তর:  DNA RNA  DNA-তে ডিঅক্সিরাইবােজশর্করা থাকে। RNA-তে রাইবােজ শর্করা থাকে। এটি সাধারণত দ্বিতন্ত্রী হয়। এটি সাধারণত একতন্ত্রী হয়। এতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন নামে নাইটোজেনের বেস থাকে। এতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল নামে নাইট্রোজেনের বেস থাকে।  DNA-বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। RNA-প্রােটিন সংশ্লেষ করে।