অন্তরাবর্তন বা বিপরিবর্তন কী? উদাহরণ সহযােগে অন্তরাবতনের বিষয়টি উল্লেখ করাে।

অন্তরাবর্তন বা বিপরিবর্তন কী? উদাহরণ সহযােগে অন্তরাবতনের বিষয়টি উল্লেখ করাে। 2+6     Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- অন্তরাবর্তন বা বিপরিবর্তন : যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত হিসেবে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, তাকেই বলে অন্তরাবর্তন বা বিপরিবর্তন (inversion)। এটিও নতুন কোনাে রীতি নয়। আবর্তন … Read more

সমবিবর্তনের উৎস কী? সমবিবর্তন কী? উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির সমবিবর্তন করাে। সমবিবর্তনের ফলে কোন্ বচন থেকে কী বচন পাওয়া যায়?

সমবিবর্তনের উৎস কী? সমবিবর্তন কী? উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির সমবিবর্তন করাে। সমবিবর্তনের ফলে কোন্ বচন থেকে কী বচন পাওয়া যায়? 2+2+2+2      Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- সমবিবর্তনের উৎস: যে সমস্ত যুক্তিগুলিতে আবর্তন (conversion) এবং বিবর্তন (obversion)উভয়েরই ক্রমিক প্রয়ােগ পরিলক্ষিত হয়, সেই সমস্ত যুক্তিকে বলা হয় মিশ্র অমাধ্যম যুক্তি। পর্যায়ক্রমিকভাবে আবর্তন ও বিবর্তনের প্রয়ােগের … Read more

নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের ভূমিকা কী?

নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের ভূমিকা কী? Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks উত্তর:- নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের ভূমিকা নিরপেক্ষ ন্যায়ের গঠনে হেতুপদের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি হল—  মাধ্যম অনুমানের মর্যাদাদানকারীরূপে হেতুপদ : নিরপেক্ষ ন্যায় অনুমানে যে তিনটি পদ স্বীকৃত হয়েছে, তাদের মধ্যে হেতুপদ হল অন্যতম। কারণ, হেতুপদের ভূমিকা ছাড়া ন্যায়-অনুমানের বিষয়টিকে কখনােই কল্পনা করা … Read more

নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা করাে।

নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা করাে। Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks উত্তর:- নিরপেক্ষ ন্যায়ের গঠন নিরপেক্ষ ন্যায়ের গঠনে নীচের বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—  নিরপেক্ষ ন্যায়ের গঠনে তিনটি নিরপেক্ষ বচন: যে-কোনাে নিরপেক্ষ ন্যায়ের গঠনে তিনটি বচনের ভূমিকা দেখা যায়। অর্থাৎ তিনটি পরম্পর সম্পৃক্ত নিরপেক্ষ বচন দ্বারাই নিরপেক্ষ ন্যায় গঠিত হয়। যে তিনটি … Read more

নিরপেক্ষ ন্যায় অনুমান কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করাে

নিরপেক্ষ ন্যায় অনুমান কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করাে। অথবা, উপযুক উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো নিরপেক্ষ ন্যায় । Class 12 | Philosophy ( নিরপেক্ষ ন্যায় ) ৮ Marks উত্তর:- নিরপেক্ষ ন্যায় অনুমান যে অবরােহমূলক মাধ্যম অনুমানের বচনগুলি সবই নিরপেক্ষরূপে গণ্য, সে অবরােহ অনুমানকেই বলা হয় নিরপেক্ষ ন্যায় (categorical syllogism) অর্থাৎ, নিরপেক্ষ ন্যায়ে দুটি পরস্পর সম্পৃক্ত নিরপেক্ষ যুক্তিবাক্য … Read more

বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কী? কয়েকটি উদাহরণ দাও। এরূপ আবর্তন কী গ্রাহ্য?

বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন কী? কয়েকটি উদাহরণ দাও। এরূপ আবর্তন কী গ্রাহ্য? 2+4+2   Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- বিপরীত সম্বন্ধভিত্তিক আর্তন: নিরপেক্ষ বচনের সরল আবর্তন ছাড়াও আরও এক বিশেষ ধরনের আবর্তন দেখা যায়। এই বিশেষ রূপটি হল বিপরীত সম্বন্ধভিত্তিক আবর্তন (inference by converse relation)। এই ধরনের আবর্তনের প্রবক্তা হলেন প্রখ্যাত তর্কবিদ কিনস্ (Keynes)। এ … Read more

আবর্তন কাকে বলে? প্রমাণ করাে যে 0 বচনের আবর্তন আদৌ সম্ভব নয়।

আবর্তন কাকে বলে? প্রমাণ করাে যে, 0 বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। 2+6    Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- আবর্তন : যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিয়ের স্থানপরিবর্তন। ঘটিয়ে এবং অর্থটিকে এক রেখে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় আবর্তন (conversion)।  আবর্তনের ক্ষেত্রে মােট দুটি নিরপেক্ষ বচন … Read more

কোন্ কোন্ ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব?

কোন্ কোন্ ক্ষেত্রে A বচনের সরল আবর্তন সম্ভব? অথবা, A বচনের সরল আবর্তনের ক্ষেত্রগুলি কী কী? উদাহরণসহ আলােচনা করাে।   Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- A বচনের সরল আবর্তনের বিভিন্ন ক্ষেত্র: সাধারণভাবে A বচনের সরল আবর্তন করা না গেলেও তিনটি বিশেষ ক্ষেত্রে A বচনের সরল আবর্তন করা সম্ভব। অর্থাৎ, এই তিনটি বিশেষ ক্ষেত্রে A … Read more

সরল আবর্তন ও অসরল অবির্তন কাকে বলে?

সরল আবর্তন ও অসরল অবির্তন কাকে বলে? 4+4    Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- সরল অবির্তন : যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনের চারটি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয় এবং আবর্তনীয় তথা যুক্তিবাক্য ও আবর্তিত তথা সিদ্ধান্তের মধ্যে পরিমাপেরও কোনাে ভেদ থাকে না, সেই আবির্তন প্রক্রিয়াকেই বলা হয় সরল আবর্তন (simple conversion)। অর্থাৎ, এই ধরনের আবর্তনে … Read more

নিরপেক্ষ বচনগুলির আবর্তন উদাহরণ-সহ উল্লেখ করাে। 

নিরপেক্ষ বচনগুলির আবর্তন উদাহরণ-সহ উল্লেখ করাে।   Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks উত্তর:- উদাহরণ সছ নিরপেক্ষ বচনসমুহের আবর্তন : আমরা জানি যে, নিরপেক্ষ বচন হল চারটি— (A), (E), (I) এবং (0)। এই সমস্ত বচনকে আবর্তন করলে সিদ্ধান্তে কীরূপ বচন পাওয়া যায়—তা একে একে উদাহরণসহ আলােচনা করা হল—  (A) বচনের আবর্তন: সাধারণভাবে (A) বচনের আবর্তনের ফলে … Read more