এই আর্টিকেলে আমরা CBPBU 2nd Semester Environmental Studies (AECC) Question Paper With Answer নিয়ে এসেছি। এখানে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 2nd Semester 2022 Environmental Studies (AECC) Exam এর প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে এসেছি।
Cooch Behar Panchanan Barma University
2nd Semester Exam 2022
Environmental Studies (AECC) | Full Marks 30
CBPBU 2nd Semester 2022 Environmental Studies (AECC) Question Paper
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 1 x 30 = 30
1. ভারতে জাতীয় বননীতি দ্বারা প্রস্তাবিত সমভূমিতে বন এলাকার শতকরা হার হল –
(A) ৬৭%
(B) ৩৩%
(C) ৩০%
(D) ১০%
উত্তর: (B) ৩৩%
2. জলে উচ্চ-কলিফর্ম সংখ্যার উপস্থিতি নির্দেশ করে –
(A) জৈব অক্সিজেনের চাহিদা হ্রাস
(B) মানুষের বর্জ্য দ্বারা দূষণ
(C) ফসফরাস দূষণ
(D) হাইড্রোকার্বন দূষণ
উত্তর: (B) মানুষের বর্জ্য দ্বারা দূষণ
3. IUCN (প্রাকৃতিক সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন এবং প্রাকৃতিক সম্পদ)-এর সদর দপ্তর অবস্থিত –
(A) Morges, Switzerland
(B) Paris, France
(C) Vienna, Austria
(D) New York, USA
উত্তর: (A) Morges, Switzerland
4. ইকো সিস্টেমের সংজ্ঞা হল –
(A) জীব সক্রিয় উপাদানগুলির একটি বাসস্থান
(B) জীবজন্তু যে পরিবেশে বাস করে, তাদের সঙ্গে পরিবেশের পারস্পরিক মিথোস্ক্রিয়া
(C) পৃথিবীর অংশ এবং পৃথিবীপৃষ্ঠের বায়ুমণ্ডল যা প্রাণীর জীবনধারণে বাধা দেয়
(D) জীববিজ্ঞানের একটি সম্প্রদায় যেখানে একে অপরের সঙ্গে পারস্পরিক মিথােস্ক্রিয়ায় আবদ্ধ
উত্তর: (B) জীবজন্তু যে পরিবেশে বাস করে, তাদের সঙ্গে পরিবেশের পারস্পরিক মিথোস্ক্রিয়া
5. জীববৈচিত্র্য হল –
(A) বিষুবরেখার অভিমুখে বৃদ্ধি পায়
(B) বিষুবরেখার অভিমুখে হ্রাস পায়
(C) গ্রহের সর্বাংশে সর্বদা একই থাকে
(D) অক্ষাংশের পরিবর্তনে কোনাে পরিবর্তন হয় না
উত্তর: (A) বিষুবরেখার অভিমুখে বৃদ্ধি পায়
6. স্থানীয় প্রজাতি হচ্ছে –
(A) বিরল প্রজাতি
(B) একটি নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির স্থানান্তর
(C) সর্বজনীন বিন্যাস
(D) চরম বিপন্ন প্রজাতি
উত্তর: (B) একটি নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির স্থানান্তর
7. একটি উচ্চ জৈবিক অক্সিজেনের চাহিদা (BOD) নির্দেশ করে।
(A) বিশুদ্ধ জল
(B) মাইক্রোবায়াল ক্রিয়ার অনুপস্থিতি
(C) মাইক্রোবায়াল দূষণের নিম্নস্তর
(D) মাইক্রোবায়াল দূষণের উচ্চস্তর
উত্তর: (D) মাইক্রোবায়াল দূষণের উচ্চস্তর
8. কোন্ দিনটি ‘বিশ্ব AIDS দিবস’ হিসেবে পালিত হয় ?
(A) ৩০শে নভেম্বর
(B) ১লা ডিসেম্বর
(C) ২রা ডিসেম্বর
(D) ৩রা ডিসেম্বর
উত্তর: (B) ১লা ডিসেম্বর
9. চিপকো আন্দোলন প্রথম যার দ্বারা সংগঠিত হয় –
(A) ইংলার
(B) সুন্দরলাল বহুগুণা
(C) মেধা পাটকর
(D) এনারা কেউ নয়
উত্তর: (B) সুন্দরলাল বহুগুণা
10. যে স্থানে কোন প্রজাতি জৈবিকভাবে অভিযােজিত হয়, তাকে বলা হয় –
(A) নীচ
(B) হ্যাবিটাট
(C) সাক্সেশন
(D) কমিউনিটি
উত্তর: (B) হ্যাবিটাট
11. Ramsar Convention -এর সঙ্গে সম্পর্কযুক্ত সংরক্ষণ হল
(A) মরুভূমি
(B) জলাভূমি
(C) কৃষিক্ষেত্র
(D) বনভূমি
উত্তর: (B) জলাভূমি
12. ‘বিশ্ব জল দিবস পালিত হয় –
(A) ২২শে মে
(B) ৫ই জুন
(C) ২২শে মার্চ
(D) ১১ই মে
উত্তর: (C) ২২শে মার্চ
13. একটি Biodegradable পলিমারের উদাহরণ হল –
(A) পলিইথিলিন
(B) পলিপ্রােপিলিন
(C) পলিল্যাকটিক অ্যাসিড
(D) পলিএস্টার
উত্তর: (C) পলিল্যাকটিক অ্যাসিড
14. কোন্ শক্তি সাদা কয়লা নামে পরিচিত?
(A) তাপবিদ্যুৎ
(B) জলবিদ্যুৎ
(C) পারমাণবিক বিদ্যুৎ
(D) জৈব গ্যাস
উত্তর: (B) জলবিদ্যুৎ
15. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল –
(A) সালফার
(B) ফসফরাস
(C) মিথেন
(D) হাইড্রোজেন
উত্তর: (C) মিথেন
16. মুখ্য বায়ুদূষক হল –
(A) CO2
(B) CO
(C) N2
(D) SO2
উত্তর: (B) CO
17. ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন দেশ ?
(A) রাশিয়া
(B) USA
(C) জাপান
(D) জার্মানী
উত্তর: (B) USA
18. জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় –
(A) বায়ােগ্রাফি
(B) ডেমােগ্রাফি
(C) ক্যালিগ্রাফি
(D) সাইকোগ্রাফি
উত্তর: (B) ডেমােগ্রাফি
19. নীচের কোনটি সার হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় না ?
(A) ইউট্রোফিকেশন
(B) মেথহিমােগ্লোবিনেমিয়া
(C) মৃত্তিকার আম্নিকীকরণ ও লবণাক্তকরণ
(D) কোনটাই নয়
উত্তর: (B) মেথহিমােগ্লোবিনেমিয়া
20. MAB-এর পুরাে কথাটি –
(A) Man and Biosphere
(B) Man, Antibiotics and Bacteria
(C) Man and Biotic Community
(D) Mayer, Anderson and Bisby
উত্তর: (A) Man and Biosphere
21. এর মধ্যে কোনটি Ex-situ সংরক্ষণের অন্তর্গত?
(A) চিড়িয়াখানা
(B) বােটানিক্যাল গার্ডেন
(C) জার্মপ্লাজম ব্যাঙ্ক
(D) এদের মধ্যে সবকটি
উত্তর: (D) এদের মধ্যে সবকটি
22. Algal Bloom-এর ফল হল –
(A) বিশ্ব উষ্ণায়ন
(B) লবণীকরণ
(C) ইউট্রোফিকেশন
(D) বায়ােম্যাগনিফিকেশন
উত্তর: (C) ইউট্রোফিকেশন
23. ওজোন স্তরে গহ্বরের জন্য কোন্ দূষক পদার্থটি দায়ী?
(A) CO2
(B) SO2
(C) CO
(D) CFC
উত্তর: (D) CFC
24. বায়ুদূষণের সূচক হল –
(A) লাইকেন
(B) অ্যালগি
(C) সাইকাস্
(D) ব্রায়ােফাইটা
উত্তর: (A) লাইকেন
25. WWF -এর পুরাে কথাটি হল –
(A) World Wide Flora
(C) World Wild-Life Fund
(B) World Water Fauna
(D) World Wild-Live Forum
উত্তর: (C) World Wild-Life Fund
26. নীচের কোনটি বাদে বাকিগুলি প্রাথমিক দূষক ?
(A) অ্যামোনিয়া
(B) PAN
(C) SO2
(D) H2S
উত্তর: (B) PAN
27. সর্বাপেক্ষা স্থিতিশীল বাস্তুতন্ত্র হল –
(A) অরণ্য
(B) পর্বত
(C) মহাসাগর
(D) মরুভূমি
উত্তর: (C) মহাসাগর
28. কোনটি গ্রীন হাউস গ্যাসের সাথে যুক্ত নয় ?
(A) O2
(B) CFC
(C) NH3
(D) CO2
উত্তর: (C) NH3
29. ‘Red Data Book’ (রেড ডাটা বুক) সম্পর্কে তথ্য দেয়, সেগুলি হল –
(A) লুপ্ত
(B) বিপন্ন
(C) বিপদজ্জনক
(D) বিরল
উত্তর: (D) বিরল
30. পরিবেশ সংরক্ষণ আইন (Environment Protection Act) ভারতবর্ষে শুরু হয়েছিল –
(A) ১৯৭৪
(B) ১৯৮৬
(C) ১৯৮০
(D) ১৯৭২
উত্তর: (B) ১৯৮৬
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।