চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো

চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ: হাসপাতাল, নার্সিংহােম ও প্যাথােলজিক্যাল ল্যাবরেটরি থেকে যে বর্জ্য উৎপাদিত হয়, সেইসব বর্জ্যকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে। এইসব বর্জ্যগুলি ঠিকমতাে বা নিয়মানুযায়ী অপসারিত না হলে এর থেকে নানা ধরনের রােগব্যাধি ছড়িয়ে পড়তে পারে। 

প্রকারভেদ: চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে দু-ভাগে ভাগ করা যায়— 1) সংক্রামক বর্জ্য ও 2) অসংক্রামক বর্জ্য। 

1) সংক্রামক বর্জ্য: মােট চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের প্রায় 10-12 শতাংশ বর্জ্য হল সংক্রামক বর্জ্য। এর মধ্যে উল্লেখযােগ্য হল— [i] ব্যবহৃত সূচ, সিরিঞ্জ, ছুরি, কাচি, ব্লেড, ক্যাথিটার প্রভৃতি, [ii] প্যাথােলজিক্যাল বা অপারেশন সংক্রান্ত আবর্জনা, [iii] তুলাে, গজ, বিভিন্ন ধরনের কাপড়, ব্যান্ডেজ, মানব অঙ্গের বিচ্ছিন্ন অংশ, [iv] চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ প্রভৃতি। 

2) অসংক্রামক বর্জ্য: চিকিৎসা সংক্রান্ত আবর্জনার প্রায় 90 শতাংশই এই জাতীয় বর্জ্য। এগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—[i] প্লাস্টিক, খাবারের প্লাস্টিক থালা, ওষুধের মােড়ক, [ii] রােগীদের না খাওয়া খাবার, [iii] অফিসের আবর্জনা, কাগজ, শুকনাে ফুল, ফল ইত্যাদি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment