চিত্র সহযােগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও।

চিত্র সহযােগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। অথবা, ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় আছে? এগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলােচনা করােও। Class 10 | Geography | 5 Marks

উত্তর: পৃথিবীর বায়ুচাপ বলয়

পথিবীতে মােট সাতটি বায়ুচাপ বলয় আছে। এদের মধ্যে 3টি নিম্নচাপ বলয় ও 4টি উচ্চচাপ বলয়। এই বায়ুচাপ বলয়গুলি হল—

এই সাতটি বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত আলােচনা করা হল— 

1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়

অবস্থান: নিরক্ষরেখার উভয়দিকে 5° অক্ষাংশের মধ্যে অবস্থিত। 

অপর নাম: নিরক্ষীয় শান্তবলয়। 

সৃষ্টির কারণ: [i] সূর্যরশ্মির লম্বকিরণ : এই অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে বায়ু সারাবছরই উষ্ণ ও হালকা হয়। [ii]বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি: এখানে জলভাগের পরিমাণ । বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে বায়ু। হালকা হয়। [iii] পৃথিবীর আবর্তনের গতিবেগ: পৃথিবীর আবর্তন গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হয় বলে বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

2-3. কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়

অবস্থান: নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয়দিকে প্রায় 25° থেকে 35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। 

অপর নাম: উপক্ৰান্তীয় শান্তবলয়। 

সৃষ্টির কারণ: [i] নিরক্ষীয় অঞলের বায়ু: নিরক্ষীয় অঞলের উয় ও আর্দ্র বায়ু ওপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে 25° থেকে 35° অক্ষরেখা বরাবর নীচের দিকে নেমে আসে বলে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। [ii] মেরু অঞ্চলের বায়ু: পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষীয় অঞলের দিকে প্রবাহিত হয়, তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে। 

4 – 5. সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়

অবস্থান: দুই মেরুপ্রদেশের নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ 60° থেকে 90° অক্ষাংশের মধ্যে অবস্থিত।

সৃষ্টির কারণ: [i] পৃথিবীর আবর্তনের গতিবেগ: পৃথিবীর আবর্তন বেগ দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে অপেক্ষাকৃত বেশি। এজন্য এই অঞ্চলের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়। ফলে বায়ুর ঘনত্ব হ্রাস। পায়। [ii] বায়ুর উষ্ণতা বৃদ্ধি: দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল। ও ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছালে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তনে বেড়ে যায়। এজন্য দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব ও চাপ কম হয়। 

6. – 7. সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয় :

অবস্থান: উত্তরমেরু ও দক্ষিণমেরু সংলগ্ন এলাকায় অবস্থিত। সৃষ্টির কারণ: [i] প্রবল ঠান্ডা : প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞলের বায়ু শীতল ও ভারী হয়। [ii] বায়ুতে জলীয় বাষ্পের অভাব: বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। [iii] বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি : পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঙ্কুলের নিম্নচাপ বলয় থেকে ঊধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “চিত্র সহযােগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও।”

  1. Thank you for this article. 🤩🤩🤩💫💫💫💥💥💥💥💥💥💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    Reply

Leave a Comment