চিত্র সহযােগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। অথবা, ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় আছে? এগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলােচনা করােও। Class 10 | Geography | 5 Marks
উত্তর: পৃথিবীর বায়ুচাপ বলয়
পথিবীতে মােট সাতটি বায়ুচাপ বলয় আছে। এদের মধ্যে 3টি নিম্নচাপ বলয় ও 4টি উচ্চচাপ বলয়। এই বায়ুচাপ বলয়গুলি হল—
এই সাতটি বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত আলােচনা করা হল—
1. নিরক্ষীয় নিম্নচাপ বলয়
অবস্থান: নিরক্ষরেখার উভয়দিকে 5° অক্ষাংশের মধ্যে অবস্থিত।
অপর নাম: নিরক্ষীয় শান্তবলয়।
সৃষ্টির কারণ: [i] সূর্যরশ্মির লম্বকিরণ : এই অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে বায়ু সারাবছরই উষ্ণ ও হালকা হয়। [ii]বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি: এখানে জলভাগের পরিমাণ । বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে বায়ু। হালকা হয়। [iii] পৃথিবীর আবর্তনের গতিবেগ: পৃথিবীর আবর্তন গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হয় বলে বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
2-3. কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়
অবস্থান: নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয়দিকে প্রায় 25° থেকে 35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত।
অপর নাম: উপক্ৰান্তীয় শান্তবলয়।
সৃষ্টির কারণ: [i] নিরক্ষীয় অঞলের বায়ু: নিরক্ষীয় অঞলের উয় ও আর্দ্র বায়ু ওপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে 25° থেকে 35° অক্ষরেখা বরাবর নীচের দিকে নেমে আসে বলে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। [ii] মেরু অঞ্চলের বায়ু: পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষীয় অঞলের দিকে প্রবাহিত হয়, তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে।
4 – 5. সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়
অবস্থান: দুই মেরুপ্রদেশের নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ 60° থেকে 90° অক্ষাংশের মধ্যে অবস্থিত।
সৃষ্টির কারণ: [i] পৃথিবীর আবর্তনের গতিবেগ: পৃথিবীর আবর্তন বেগ দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে অপেক্ষাকৃত বেশি। এজন্য এই অঞ্চলের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়। ফলে বায়ুর ঘনত্ব হ্রাস। পায়। [ii] বায়ুর উষ্ণতা বৃদ্ধি: দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল। ও ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছালে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তনে বেড়ে যায়। এজন্য দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব ও চাপ কম হয়।
6. – 7. সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয় :
অবস্থান: উত্তরমেরু ও দক্ষিণমেরু সংলগ্ন এলাকায় অবস্থিত। সৃষ্টির কারণ: [i] প্রবল ঠান্ডা : প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞলের বায়ু শীতল ও ভারী হয়। [ii] বায়ুতে জলীয় বাষ্পের অভাব: বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। [iii] বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি : পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঙ্কুলের নিম্নচাপ বলয় থেকে ঊধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks, it was very useful 😊
Thank you for this article. 🤩🤩🤩💫💫💫💥💥💥💥💥💥💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Angkoler