Class 1 Ability To Communicate Model Activity Task Part 2 February 2022 Answer | প্রথম শ্রেণি সংযােগ স্থাপনে সক্ষমতা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 1 Ability To Communicate Model Activity Task Part 2 (প্রথম শ্রেণি সংযােগ স্থাপনে সক্ষমতা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

Class 1 Ability To Communicate Model Activity Task Part 2 February 2022

Class 1 Ability To Communicate Model Activity Task Part 2 এ মোট ১০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2, February 2022

Ability To Communicate (পূর্ণমান – ১০)

প্রথম শ্রেণি


Class 1 Ability To Communicate Model Activity Task Part 2 February 2022 Solution

সংযােগ স্থাপনে সক্ষমতা

১। নীচের পাঠটি পড়াে ও কয়েকটি কথায় লেখাে : ১x২=২ 

রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি। জবা ফুল তােলে। বেল ফুল তােলে। বেল ফুল সাদা। 

(ক) কার পরনে লাল শাল? 

উত্তর – রামের পরনে লাল শাল।

(খ) পাঠটিতে সাদা ও লাল ফুলের নাম কী কী?

উত্তর – সাদা – বেল ফুল

লাল – জবা ফুল

সমন্বয় সাধনে সক্ষমতা

২। দাগ দিয়ে মেলাও :  ১x৩=৩

সমস্যা সমাধানে সক্ষমতা 

৩। ছবি দেখে ফাঁকা জায়গায় কথা লেখাে :

(খ) ফাঁকা জায়গায় সংখ্যা লেখাে :

মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা 

৪। নীচের ছবিটি রঙ করাে ও ব্যাঙের কটি পা লেখাে :

উত্তর – তোমরা দেখে দেখে ব্যাঙের ছবি টা রঙ করবে। তারপর লিখবে ব্যাঙের চার টি পা।

Read Also:

Class 1 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 1 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 2 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment