প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা প্রথম শ্রেণী সমস্ত বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ (Class 1 All Subject Model Activity Task Part 8 Combined) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা করা কিছু প্রশ্ন নিয়ে এবার তোমাদের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8 (Combined), October 2021
সমস্ত বিষয় (পূর্ণমান ৩০)
প্রথম শ্রেণী
সংযোগ স্থাপনে সক্ষমতা
১) নীচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:
আজ বুধবার ছুটি। নুটু তাই খুব খুশী। সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর নুন। চড়িভাতি হবে। ঝুড়ি নিতে হবে। তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশী হবে। উষা খুশী হবে।
ক) নুটু খুব খুশী কেন?
উত্তর: আজ বুধবার, ছুটি তাই নুটু খুব খুশি ।
খ) কুলবনে যাবে কেন?
উত্তর: কুলবনে চুরইভাতি হবে তাই কুল বনে যাবে।
২) Circle the English vowel letters from the list of words :
(i) doll
Answer: 
(ii) bat
Answer: 
৩) খােপের ভেতরে ‘>’ বা ‘<’ বসাও :
(ক) ৬ ২
উত্তর: ৬ > ২
(খ) ৩ ৮
উত্তর: ৩ < ৮
সমন্বয় স্থাপনে সক্ষমতা
১) ‘ক’ ও ‘খ’ থেকে কথা মিলিয়ে লেখাে :
| ক | খ |
| বল, পাতা, জামা | পড়ি, খেলি, নড়ে |
উত্তর: বল খেলি
পাতা নড়ে
জামা পড়ি
২) Match colours with the objects:
| Object | Colour | |
| i) | carrot | brown |
| ii) | tomato | orange |
| iii) | potato | red |
Answer:
| Object | Colour | |
| i) | carrot | orange |
| ii) | tomato | red |
| iii) | potato | brown |
৩) ফাঁকা ঘরে ‘+’ বা ‘−’ বসাও:
(i) ৫ ৪ = ৯
উত্তর: ৫ + ৪ = ৯
(ii) ৯ ২ = ৭
উত্তর: ৯ – ২ = ৭
(iii) ৭ ১ = ৬
উত্তর: ৭ – ১ = ৬
সমস্যা সমাধানে সক্ষমতা
২) পাখীদের নাম লেখাে :
| কী করে | পাখীর নাম | |
| (ক) | বাড়ীর ঘুলঘুলিতে বাসা করে। ফুরুৎ করে উড়ে যায়। | |
| (খ) | ঝাড়ুদার পাখী বলে লােকে চেনে। | |
| (গ) | গাছের গুঁড়ির ভেতরে খাবার খোঁজে, ঠোট দিয়েখুঁড়িতে ঠকঠক করে ঠোকে। |
উত্তর:
| কী করে | পাখীর নাম | |
| (ক) | বাড়ীর ঘুলঘুলিতে বাসা করে। ফুরুৎ করে উড়ে যায়। | চড়ুইপাখি |
| (খ) | ঝাড়ুদার পাখী বলে লােকে চেনে। | কাক |
| (গ) | গাছের গুঁড়ির ভেতরে খাবার খোঁজে, ঠোট দিয়েখুঁড়িতে ঠকঠক করে ঠোকে। | কাঠঠোকরা |
২) Select the correct answer:
(i) Which one of these you don’t see in school ?
(a) bench
(b) chalk
(c) blackboard
(d) bed
Answer: (d) bed
(ii) Which one of these you don’t see in house ?
(a) fan
(b) table
(d) bed
Answer: (c) blackboard
৩) সমাধান করাে :
ক) একটা গাছে ৫টা পাখী বসে ছিল। একটু পরে আরও ৪টে পাখী এসে বসল। এখন মোট কয়টা পাখী গাছে বসে আছে?
উত্তর:

খ) নদীর তীরে ৭ জন লোক দাঁড়িয়েছিল। একটা নৌকা এল। নৌকোতে ৩ জন ছিল। তাহলে মোট কতজন লোক হল?
উত্তর:

মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
১) তােমার দেখা ভােরবেলার ছবি আঁকো। সেটা রং করাে। ভােরবেলার ওপর দুটি লাইন লেখাে।
উত্তর:

২)

উপরের আঁকা ছবি থেকে খুঁজে বের করাে নীচের আকার কয়টা আছে। ঐ আকারগুলি নিজের খুশী মতাে রং করাে।
উত্তর:

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8 (Combined), October 2021
স্বাস্থ্য ও শারীরশিক্ষা (পূর্ণমান ৩০)
প্রথম শ্রেণী
(ক) নীচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ/অক্ষর/সংখ্যা খুঁজে বের করাে।
১। নীচের কোন ছবিটির মধ্যে ‘ক’ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে ‘✔’ চিহ্ন দাও।
উত্তর:

২। নীচের কোন ছবিটির মধ্যে ‘A’ বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে ‘✔’ চিহ্ন দাও।
উত্তর:

৩। নীচের ০ থেকে ৯ পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নীচের ‘রাজহাঁসের ছানা’ এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে ‘✔’ চিহ্ন দাও এবং ছবিতে রং করাে।
উত্তর:

৪। নীচের ০ থেকে ৯ পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নীচের ‘পাখি’ এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে ‘✔’ চিহ্ন দাও এবং ছবিতে রং করাে।
উত্তর:

- শিক্ষার্থীরা বর্ণটির চেহারা দেখবে। কীভাবে বর্ণটি লিখতে হয় তা দেখবে। এবার বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখবে, ফাকা জায়গাটিতে নিজে নিজে বর্ণটি লিখবে।
(খ) নীচের ছকের নির্দেশমত কাজগুলি করাে।
উত্তর:

(গ) বামদিকের স্তম্ভের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও এবং মাঝের ছড়ার শূন্যস্থান পূরণ করাে :
উত্তর:
| ক্রমিক সংখ্যা | বামদিক | শূন্যস্থান পূরণ করাে | শূন্যস্থান পূরণ করাে |
| ১ | ![]() | Apple মানে আপেল, আপেল একটি ফল। | Apple |
| ২ | ![]() | Bat মানে হয় ব্যাট, ক্রিকেট খেলায় লাগে। | Bat |
| ৩ | ![]() | Cap মানে হয় টুপি, পড়বে আমার ভাই। | Cat |
| ৪ | ![]() | Doll মানে হয় পুতুল,এটি পুতুল-মেয়ে। | Doll |
| ৫ | ![]() | Football-খেলার বল, খেলায় সে তাে মাতে। | Football |
| ৬ | ![]() | Fish মানে হয় মাছ, মাছ তাে থাকে জলে। | Fish |
| ৭ | ![]() | Hat মানে তাে টুপি, মাথায় উঠে আসে। | Hat |
(ঘ) বামদিকের ছবির সঙ্গে ডানদিকের শব্দগুলি মেলাও।
উত্তর:
| ক্রমিক সংখ্যা | বামদিক | ডানদিক |
| ১ | (খ) বল | |
| ২ | (গ) কাপ | |
| ৩ | (ঙ) ডিম | |
| ৪ | (ছ) জগ | |
| ৫ | (চ) মাছ | |
| ৬ | (ঘ) চেয়ার | |
| ৭ | (ক) আম |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।






