Class 10 Bengali First Unit Test Model Question 2022 | দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 10 Bengali First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 10 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022

বাংলা (Bengali)

Class 10 (নবম শ্রেনী) পূর্ণমান – ৪০

সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ আমাদের বাঁয়ে – 

(ক) ধস 

খ) গিরিখাদ 

(গ) বাঁধ

(ঘ) শব।

উত্তর: খ) গিরিখাদ 

১.২ মামার বাড়িতে বিয়ে উপলক্ষ্যে এসেছে –

 (ক) ছােটোমাসি 

(খ) মেজোকাকু

(গ) স্বপন

(ঘ) তপন

উত্তর: (ঘ) তপন

১.৩ দস্যু পায়ের কাটা-মারা _______তলায়”

(ক) জুতাের 

(খ) কাদার। 

(গ) লােহার হাতকড়ি

(ঘ) বর্বরের।

উত্তর: (ক) জুতাের 

১.৪ আমার জন্ম কোথায় হলে ভালাে হূর্তো?

(ক) ভারতে।

(খ) মিশরে 

(গ) বাংলাদেশে

(ঘ) ইংল্যান্ডে।

উত্তর: (খ) মিশরে 

অথবা, 

আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল –

(ক) পার্কার 

(খ) শেফার্ড 

(গ) রিজার্ভার

(ঘ) সােয়ান

উত্তর:(গ) রিজার্ভার

১.৫ ______ধুয়ে দিল আমার পায়ের দাগ।

(ক) রক্তে

(খ) জলে।

(গ) বৃষ্টিতে

(ঘ) তেলে।

উত্তর:(গ) বৃষ্টিতে

১.৬ ‘র’ বা ‘এর’ বিভক্তি হয় সাধারণত –

ক) সম্বােধন পদে 

(খ) কর্তৃকারকে 

(গ) সম্বন্ধ পদে

(ঘ) অধিকরণ কারকে

উত্তর: ক) সম্বােধন পদে 

১.৭ অধিকরণ কারক কয় প্রকার? 

(ক) দুই

(খ) তিন

(গ) পাঁচ

(ঘ) ছয়।।

উত্তর: (খ) তিন

২। কমবেশি ২০টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ ‘আমাদের শিশুদের শব’ – কবি এ ধরনের কথা কেন বলেছেন? 

২.২ “তবে তপনেরই বা লেখক হতে বাধা কী?” – তপনের এরকম মনে হওয়ার কারণ কী? 

২.৩ “সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়” – সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় কী ঘটছিল? 

২.৪ ভালাে করে কালি তৈরি করা প্রসঙ্গে প্রাচীনেরা কী বলতেন? 

২.৫ তারপর যুদ্ধ এল’ – যুদ্ধের স্বরূপ বর্ণনা করাে। 

২.৬ “মাথার চুল খাড়া হয়ে উঠল” – এর কারণ কী ছিল? 

২.৭ কলমকে কীসের চেয়েও শক্তিধর বলা হয়? 

২.৮ কবির অপেক্ষায় কে, কোথায় দাঁড়িয়ে ছিল? 

২.৯ অধিকরণ কারক কয় প্রকার ও কী কী? 

২.১০ অক্ষুন্ন কর্ম কাকে বলে? একটি উদাহরণ দাও। 

২.১১ সম্বােধন পদ কাকে বলে

৩। প্রসঙ্গ নির্দেশসহ যে-কোনাে একটি প্রশ্নের কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখাে :

৩.১ “তপন বিহুল দৃষ্টিতে তাকায়।” – তপন কে? সে বিহুল দৃষ্টিতে তাকাল কেন?

৩.২ “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।” – কী চূর্ণ হয়ে গেল? কী কী জ্বলে গেল আগুনে?

৪। নীচের প্রশ্নগুলির কমবেশি ১৫০ শব্দের মধ্যে উত্তর লেখাে :(যে-কোনাে একটি)

৪.১ ‘আয় আরাে বেঁধে বেঁধে থাকি’ কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে? 

৪.২ “এল ওরা লােহার হাতকড়ি নিয়ে,” –‘ওরা’কারা? তারা লােহার হাতকড়ি নিয়ে এল কেন? তাদের অত্যাচারের বীভৎসতাব তুলে ধরাে। 

৫। নীচের প্রশ্নগুলির উত্তর কমবেশি ১৫০ শব্দে নিজের ভাষায় লেখাে : (যে-কোনাে একটি)

৫.১ হারিয়ে যাওয়া কালি কলম’ রচনায় লেখকের শৈশবে কলম ও কালি তৈরির বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করাে।

৫.২ আধুনিক কালের কলম ব্যবহারের সঙ্গে পুরানাে যুগের কলম ব্যবহারের মূলগত পার্থক্য কী, তা হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে লেখাে। 

৬। নীচের প্রশ্নগুলির উত্তর কমবেশি ১৫০ শব্দে নিজের ভাষায় লেখাে : (যে-কোনাে একটি) 

৬.১ “খাওয়ায় আমার লোেভ নেই। ডায়েটিং করি।” – কার উক্তি? তার ডায়েটিং-এর পরিচয় দাও।

৬.২ “… অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসল।” – কে খেতে বসল ? খাবার আয়ােজন কী? বক্তার মুখ গম্ভীর কেন?

৭। চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে

A real friend is he who remains true to us as long as he lives. He will share our sorrows as well as our joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even his life for the sake of his friend! A friendship may last throughout the life if it is between equals.

Read Also:

Class 10 English 1st Unit Test Question 2022

Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment