Class 10 Geography Suggestion 2022 Chapter 2 MCQ SAQ Short Question And Answer will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগােল সাজেশন ২০২২ এর দ্বিতীয় অধ্যায় : আঞ্চলিক ভূগােল ভারত ( ৫ ) ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর,সত্য-মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ করো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্তম্ভ মেলানো (প্রতিটি প্রশ্নের মান ১) নিয়ে আলোচনা করব। ( দশম শ্রেণি ভূগােল চ্যালেঞ্জার ) আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 Geography এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক ভূগােল সাজেশন ২০২২
দ্বিতীয় অধ্যায়
ভারতের প্রাকৃতিক পরিবেশ
বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর,সত্য-মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ করো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্তম্ভ মেলানো
Class 10 Geography Suggestion 2022
(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.ভারতের বৃহত্তম মালভূমিটি হলাে—
A) লাক মালভূমি
B) তিব্বত মালভূমি
C) সিয়াচেন মালভূমি
D) দাক্ষিণাত্য মালভূমি
Ans : D) দাক্ষিণাত্য মালভূমি
2.ভারতের দক্ষিণতম পর্বতটি হলাে—
A) ধবলগিরি পর্বত
B) নাঙ্গা পর্বত
C) পালনি পর্বত
D) আনাইমুদি
Ans : C) পালনি পর্বত
3.হিমালয়ের সর্বদক্ষিণে পশ্চিম থেকে পূর্বে সারি বেঁধে যে পর্বতগুলাের সৃষ্টি হয়েছে, তাদের কী বলে?
A) শিবালিক পর্বত
B) নাঙ্গা পর্বত
C) হিমাদ্রি হিমালয়
D) টেথিস হিমালয়
Ans : A) শিবালিক পর্বত
4.ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কী?
A) ইন্দিরা টানেল
B) রাজীব টানেল
C) জওহর টানেল
D) অটল টানেল
Ans : C) জওহর টানেল
5.শিবালিক ও হিমাচলের মধ্যে কী অবস্থিত?
A) তাল
B) গুহা
C) দুন উপত্যকা
D) গিরিপথ
Ans : C) দুন উপত্যকা
6.দুন উপত্যকায় হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদগুলিকে কী বলে?
A) দুন
B) ধান্দ
C) প্লায়া
D) তাল
Ans : D) তাল
7.গাঙ্গেয় সমভূমি কয়টি অঞ্চলে বিভক্ত ?
A) 3 টি ভাগে
B) 5 টি ভাগে
C) 7 টি ভাগে
D) 9 টি ভাগে
Ans : A) 3 টি ভাগে
8.ভারতের বৃহত্তম মিষ্টিজলের হ্রদের নাম কী ?
A) ডাল ও উলার হ্রদ
B) পুলিকট হ্রদ
C) সম্বর হ্রদ
D) প্যাংগং হ্রদ
Ans : A) ডাল ও উলার হ্রদ
9.ভারতের বৃহত্তম ও দীর্ঘতম খালের নাম কী ?
A) পাঁচভদ্র হ্রদ
B) সম্বর হ্রদ
C) লােকটাক হ্রদ
D) সাে-মােরারি হ্রদ
Ans : B) সম্বর হ্রদ
10.ভারতের উচ্চতম হ্রদের নাম কী ?
A) পুলিকট হদ
B) সম্বর হ্রদ
C) প্যাংগং হ্রদ
D) ডাল হ্রদ
Ans : C) প্যাংগং হ্রদ
11.ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী?
A) গােদাবরী দ্বীপের খাল
B) মেদিনীপুর খাল
C) নিম্নগঙ্গা খাল
D) ইন্দিরা গান্ধি খাল
Ans : D) ইন্দিরা গান্ধি খাল
12.সরস্বতী নদীর শুষ্ক খাতকে কী বলে?
A) খান্দ
B) খগগর
C) বলসন
D) রােহি
Ans : B) খগগর
13.পৃথিবীর মােট জলরাশির কত শতাংশ সমুদ্রে রয়েছে ?
A) 90%
B) 92%
C) 97.5%
D) 99.5%
Ans : C) 97.5%
14.ভারতের দীর্ঘতম ও জাতীয় নদীর নাম কী?
A) যমুনা
B) গােদাবরী
C) ব্রক্ষ্মপুত্র।
D) গঙ্গা (2510 কিমি)
Ans : D) গঙ্গা (2510 কিমি)
15.কারাকোরামের উত্তরে ভারত ও চিন সীমান্তে কোন পবর্ত রয়েছে?
A) আগিল পর্বত
B) বিন্ধ্য পর্বত
C) আরাবল্লি পর্বত
D) নাঙ্গা পর্বত
Ans : A) আগিল পর্বত
16.সিন্ধুনদ ও শিয়ক নদীর মাঝে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
A) নাঙ্গা পর্বত
B) লাড়াক পর্বতশ্রেণি
C) বিন্ধ্য পর্বত
D) আরাবল্লি পর্বতশ্রেণি
Ans : B) লাড়াক পর্বতশ্রেণি
17.ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
A) সিয়াচেন
B) জম্মু
C) লাডাক
D) আকসাই
Ans : C) লাডাক
18.লাক পর্বতশ্রেণির প্রধান গিরিপথ হলাে—
A) ডাফলা
B) মিশমি
C) শিবালিক
D) খারদুংলা
Ans : D) খারদুংলা
19.হিমালয় শব্দের অর্থ হলাে—
A) বরফের বাসস্থান
B) সর্বোচ্চ শৃঙ্গ
C) পর্বত
D) উচ্চভূমি
Ans : A) বরফের বাসস্থান
20.পূর্ব-পশ্চিমে হিমালয় পর্বত কত কিমি দীর্ঘ ?
A) 2000 কিমি
B) 2500 কিমি
C) 3000 কিমি
D) 4000 কিমি
Ans : B) 2500 কিমি
21.হিমালয় পর্বতমালার মােট ক্ষেত্রফল হলাে—
A) 4 লক্ষ বর্গ কিমি
B) 5 লক্ষ বর্গ কিমি
C) 6 লক্ষ বর্গ কিমি
D) 7 লক্ষ বর্গ কিমি
Ans : D) 7 লক্ষ বর্গ কিমি
(খ) সত্য অথবা মিথ্যা নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.ধুয়াধর জলপ্রপাত মার্বেল পাথর সমৃদ্ধ।
Ans : সত্য
2.পশ্চিম সাতপুরা অংশের স্থানীয় নাম রাজপিপলা পাহাড়।
Ans : সত্য
3.মধ্য সাতপুরা অংশটি মহাদেব ও গাউইলগড় পাহাড় নামে পরিচিত।
Ans : সত্য
4.পূর্ব সাতপুরা অংশটি মহাকাল উচ্চভূমি নামে পরিচিত নয়।
Ans : সত্য
5.নীলগিরির দক্ষিণ-পশ্চিমাংশকে কুণ্ডা বলে। |
Ans : মিথ্যা
6.পৃথিবীর 34টি জীববৈচিত্র্য তপ্তভূমির (Hotspot) অন্যতম পশ্চিমঘাট।
Ans : সত্য
7.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় 120 কিমি প্রশস্ত 10° চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন।
Ans : সত্য
8.লাক্ষাদ্বীপে প্রায় 36টি দ্বীপ রয়েছে।
Ans : সত্য
9.হিমালয় থকে উৎপন্ন নদীগুলি বরফগলা জলে পুষ্ট বলে। সারাবছর জল থাকে।
Ans : সত্য
10.পাঞ্জাব গম বলয় ও পশ্চিমবঙ্গ ধান বলয় ভারতের শ্রেষ্ঠ কৃষিবলয় l
Ans : সত্য
11.ভারত উত্তর-দক্ষিণে 3214 কিমি এবং পূর্ব-পশ্চিমে 2933 কিমি বিস্তৃত।
Ans : সত্য
12.ভারত পৃথিবীর সপ্তম ও এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ।
Ans : সত্য
13.ভারত-চিনের সীমারেখা ম্যাকমােহন রেখা দ্বারা পৃথক হয়েছে।
Ans : সত্য
14.মান্নার উপসাগর ও পক প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে।
Ans : সত্য
15.উত্তর-পশ্চিম সীমান্তে আফগানিস্তান 40 কিমি ডুরান্ড লাইন এবং 3310 কিমি রেডক্লিফ লাইন দ্বারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে।
Ans : সত্য
16.1956 সালের 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি অঙ্গরাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে।
Ans : সত্য
17.কাঞ্চনজঙ্ঘা (8598 মি.) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
Ans : সত্য
18.আরাবল্লি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ হলাে গুরুশিখর (1722 মি.)।
Ans : সত্য
(গ) শূন্যস্থান পূরণ করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে _________ হিমালয় অবস্থিত।
Ans : কুমায়ুন
2.কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদগুলি _________ নামে পরিচিত।
Ans : তাল
3.কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় উচ্চতম _________ l
Ans : পর্বতশৃঙ্গা
4.পশ্চিমবঙ্গের _________ হলাে সর্বোচ্চ শৃঙ্গ।
.Ans : সান্দাকফু (3630 মি.)
5.অরুণাচল হিমালয়ের _________ হলাে প্রধান শৃঙ্গ।
Ans : নামচাবারােয়া (7756 মি.)
6.তিব্বত মালভূমির চেমায়ুং দুং হিমবাহ থেকে _________ নদ উৎপন্ন হয়েছে।
Ans : ব্ৰত্মপুত্র
7.দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে _________ নদী হলাে দীর্ঘতম ও বৃহত্তম।
Ans : নর্মদা
8.মহাদেও পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে _________ নদী উৎপন্ন হয়েছে।
Ans : তাপি
9.হিমালয় _________ জাতীয় পর্বত।
Ans : ভঙ্গিল
10.হিমালয় যেখানে অবস্থিত আজ থেকে বহু কোটি বছর পূর্বে সেখানে _________ ছিল।
Ans : টেথিস সাগর
11.টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে _________ ছিল।
Ans : আঙ্গরাল্যান্ড গন্ডােয়ানল্যান্ড
12. _________ হলাে দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী।
Ans : গােদাবরী
13.গােদাবরী নদীর মােট দৈর্ঘ্য হলাে _________ l
Ans : 1456 কিমি
14.ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের _________ নদের ওপর দামােদর উপত্যকা পরিকল্পনা অবস্থিত।
Ans : দামােদর
15.বিহারের কোশি নদীর ওপর _________ পরিকল্পনা অবস্থিত।
Ans : কোশি
16.গুজরাটের নর্মদা নদীর ওপর _________ প্রকল্প অবস্থিত।
Ans : সর্দার সরােবর
17.মহারাষ্ট্রের কায়না নদীর ওপর _________ পরিকল্পনা অবস্থিত।
Ans : কায়না।
18.মাইথন ও তিলাইয়া বাঁধ _________ নদীর ওপর অবস্থিত।
Ans : বরাকর
19.কোনার বাঁধ _________ নদীর ওপর অবস্থিত।
Ans : কোনার
20.ভারতের মােট আয়তন পৃথিবীর মােট ভূমিভাগের _________ শতাংশ।
Ans : 2.4
21. 2014 সালের ১ জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে _________ রাজ্য গঠিত হয়।
Ans : তেলেঙ্গানা।
22. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলাে _________।
Ans : জাস্কর পর্বতশ্রেণির লিওপারগেল
23.বানিহালে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ _________ টানেল নির্মাণ করা হয়েছে।
Ans : জওহর
24.কোলাহহাই পর্বতশৃঙ্গের পূর্বে হিন্দুদের তীর্থস্থান _________ গুহা অবস্থিত।
Ans : অমরনাথ।
25. _________ হলাে ভারতের বৃহত্তম মিষ্টিজলের হ্রদ।
Ans : কাশ্মীরের ডাল, উলার হদ।
26.কাশ্মীর উপত্যকার উর্বর মৃত্তিকায় _________ চাষ হয়।
Ans : জাফরান
(গ) দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)
1.ওড়িশার মহানদীর ওপর কোন পরিকল্পনা অবস্থিত?
Ans : হিরাকুঁদ পরিকল্পনা (ভারতের দীর্ঘতম বাঁধ)।
2.পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানার যৌথ উদ্যোগে কোন পরিকল্পনা গড়ে উঠেছে?
Ans : ভাকরা-নাঙ্গল পরিকল্পনা (ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনা)।
3.উত্তরপ্রদেশের শােন নদীর উপর কোন পরিকল্পনা গড়ে উঠেছে?
Ans : রিহান্দ পরিকল্পনা।
4.অন্ত্রপ্রদেশের কৃয়া নদীর উপর কোন পরিকল্পনা গড়ে উঠেছে?
Ans : নাগার্জুন সাগর পরিকল্পনা।
5.ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কী ?
Ans : মেঘালয়ের মৌসিনরাম (বার্ষিক বৃষ্টির পরিমাণ 1350 সেমি)।
6.গ্রীষ্মকালে পাঞ্জাব, হরিয়ানাতে যে ধূলিঝড় প্রবাহিত হয় তাকে কী বলে?
Ans : আঁধি।
7.কর্ণাটকে আম্রবৃষ্টিতে কফি চাষের সুবিধা হয় বলে একে কী বলে?
Ans : Cherry blossom.
8.চিপকো আন্দোলন (1973)-এর নেতৃত্ব কে দেন?
Ans : সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভাট।
9.নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন?
Ans : মেধা পাটকর, বাবা আমতে ও অরুন্ধতী রায়।
10.অ্যাপিকো আন্দোলন (1983) কোন রাজ্যে সংঘটিত হয়?
Ans : কর্ণাটকে (সিরসি অঞ্চলে)।
11.উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে উত্তর থেকে দক্ষিণে কয়টি ভাগে ভাগ করা হয়?
Ans : চারটি ভাগে (শিবালিক, হিমাচল, হিমাদ্রি ও টেথিস)।
12.পিরপাঞ্জাল, ধাউলাধর, নাগচিব্বা ও মুসসারি পর্বতশ্রেণি কোথায় অবস্থিত?
Ans : শিবালিক ও হিমাদ্রি হিমালয়ের মাঝে।
13.কাশ্মীর উপত্যকা, কুলু ও কাংড়া উপত্যকা কোথায় অবস্থিত?
Ans : পিরাপাঞ্জাল ও জাস্কাল পর্বতের মাঝে।
14.দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালাকে পশ্চিম থেকে পূর্বদিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
Ans : তিনটি ভাগে (পশ্চিম, মধ্য ও পূর্ব হিমালয়)।
15.পশ্চিমে শতদ্রু নদী ও পূর্বে কালীগণ্ডকী নদীর মাঝে কোন হিমালয় অবস্থিত?
Ans : উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়।
16.লুনি নদীর উত্তরাংশে বালুময় ক্ষুদ্র মরু অংশকে কী বলে?
Ans : থালি।
17.দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?
Ans : কাবেরী নদীর ব-দ্বীপকে।
18.শিবালিক পর্বতমালা থেকে আগত ছােটো ছােটো নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় কী বলে?
Ans : চোস।
19.ভারতের শীতলতম স্থানের নাম কী ?
Ans : লাডাখের দ্ৰাস ( – 40°C)।
20.ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়?
Ans : নয়াদিল্লি (মৌসম ভবন)।
21.ক্যাকটাস উদ্ভিদ কাকে বলে?
Ans : মরু অঞলে বৃষ্টিপাতের অভাবজনিত কারণে উদ্ভিদের পাতা কাটায় রূপান্তরিত হয় বলে এই উদ্ভিদকে ক্যাকটাস উদ্ভিদ বলে।
22.শােলা (Shola) কী ?
Ans : কেরল, তামিলনাড়ু, কর্ণাটক রাজ্যে উপক্ৰান্তীয় চিরহরিৎ পার্বত্য অরণ্যের সৃষ্টি হয়েছে বলে একে দক্ষিণ ভারতের শােলা (Shola) বলে।
23.পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কী?
Ans : ভারত।
24.অবস্থান অনুসারে ভারত কোথায় অবস্থিত?
Ans : গােলার্ধে এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত।
25.ভারতের মােট ক্ষেত্রফল কত?
Ans : 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিমি।
26.ভারতের পশ্চিমতম স্থান কোনটি?
Ans : গুজরাটের গুহার মেটার।
27.ভারতের পূর্বৰ্তম স্থান কোনটি?
Ans : অরুণাচল প্রদেশের কিবিথু।
28.ভারতের পূর্ব সীমা থেকে পশ্চিম সীমা পর্যন্ত সময়ের পার্থক্য কত?
Ans : 1 ঘন্টা 56 মিনিট।
29.ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি?
Ans : তামিলনাড়ুর কন্যাকুমারী।
30.ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে রয়েছে?
Ans : উত্তরপ্রদেশ (আটটি রাজ্যকে স্পর্শ করেছে)।
31.শিবালিকের পাদদেশে নদীবাহিত নুড়ি, কাকর, বালি, পলি দ্বারা গঠিত অংশকে কী বলা হয় ?
Ans : ভাবর।
32.মালাবার উপকূলীয় সমভূমি অঞলের হ্রদগুলিকে কী বলা হয়?
Ans : কয়াল।|
33.ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের বা লেগুনের নাম কী ?
Ans : ওড়িশার চিল্কা।
34.ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?
Ans : ভেম্বনাদ।
35.ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মৎস্য আহরণ ক্ষেত্রের নাম কী ?
Ans : ওড়িশার চিল্কা উপহ্রদ।
36.কূপ ও নলকূপের মাধ্যমে সেচকাজ সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে ?
Ans : উত্তরপ্রদেশে।
37.পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কাকে?
Ans : দামােদর নদকে।
38.কোন ঋতুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল বলা হয়?
Ans : বর্ষা ঋতুকে।
39.পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কী ?
Ans : মেঘালয়ের মৌসিনরাম।
40.কোন ঋতুকে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল বলা হয়?
Ans : শরৎ ঋতুকে।
41.মরু অঞ্চলে কী ধরনের মৃত্তিকা লক্ষ করা যায়?
Ans : সিরােজেম জাতীয় মরু মৃত্তিকা।
42.পার্বত্য অঞ্চলে কী ধরনের মৃত্তিকা লক্ষ করা যায় ?
Ans : হিউমাসযুক্ত পডসল মৃত্তিকা।
43.বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কত?
Ans : 29টি অঙ্গরাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল।
44.সর্বাধিক আন্তর্জাতিক সীমা স্পর্শ করেছে কোন কোন রাজ্য?
Ans : তিনটি রাজ্য (পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর)।
45.জাতীয় রাজধানী অল’ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে কোন অলকে?
Ans : নতুন দিল্লিকে।
46.Seven Sisters of India কাকে বলা হয়?
Ans : অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম এই 7টি রাজ্যকে বলা হয় Seven Sisters of India.
47.দক্ষিণে বঙ্গোপসাগর থেকে উত্তরে হিমালয় পর্যন্ত প্রসারিত একমাত্র রাজ্যের নাম কী?
Ans : পশ্চিমবঙ্গ।
48.আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী ?
Ans : রাজস্থান।
49.কর্কটক্রান্তিরেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত?
Ans : গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য।
50.আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
Ans : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
51.আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Ans : লাক্ষাদ্বীপ।
52.পামির মালভূমি ও সিন্ধুনদের মধ্যবর্তী অংশে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
Ans : কারাকোরাম পর্বতশ্রেণি।
55.হিমালয় পর্বতমালা কতদূর পর্যন্ত বিস্তৃত?
Ans : পশ্চিমে জম্মু-কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারওয়া (7756 কিমি) পর্যন্ত বিস্তৃত।
56.শিবালিক পর্বত জম্মুতে জম্মু পাহাড়’, অরুণাচল প্রদেশে ডাফলা’, মিরি আবর, মিশমি, কিন্তু উত্তরাখণ্ডে কী নামে পরিচিত?
Ans : ধ্যাং পর্বতশ্রেণি।
57.ভারতের স্থলভাগের সর্বনিম্ন স্থানের নাম কী ?
Ans : কেরালার কুট্টানাড়ু।
58.শিবালিকের উত্তরে প্রায় 2000-5000 মিটার উচ্চতা বিশিষ্ট পশ্চিম থেকে পূর্বে যে পর্বতশ্রেণিটি রয়েছে তাকে কী বলে?
Ans : হিমাচল।
59.হিমাচল হিমালয়ের উত্তর-পশ্চিম থেকে পূর্বে যে পর্বতশ্রেণিটি বিস্তৃত রয়েছে, তাকে কী বলে?
Ans : হিমাদ্রি হিমালয়।
60.কাশ্মীরে 100-200 মিটার উচ্চ হ্রদের চারপাশে যে ধাপযুক্ত উর্বর পলিস্তরের সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কী বলে?
Ans : ওর ক্যারেওয়া।
61.ভারতের উত্তরতম ও দক্ষিণতম বিন্দুর নাম কী ?
Ans : জম্মু ও কাশ্মীরের ইন্দিরা কল (উত্তরতম) এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট (দক্ষিণতম) বিন্দু।
62.পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্য বাংলাদেশ সীমান্তকে স্পর্শ করেছে?
Ans : অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য।
63.নেপাল ও ভুটানকে ভারতের কোন কোন রাজ্য স্পর্শ করেছে?
Ans : উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ প্রভৃতি রাজ্য।
64. 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কার ওপর ভিত্তি করে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়?
Ans : ভাষার ভিত্তিতে।
65. 2000 সালে ভারতে কয়টি রাজ্য গঠিত হয়?
Ans : তিনটি। (1 নভেম্বর—মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, 7 নভেম্বর—উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।)
66. 2 জনু 2014 কোন রাজ্য ভেঙে ভারতের নবীনতম রাজ্য গঠিত হয়?
Ans : অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য। (রাজধানী-হায়দরাবাদ)।
67.আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
Ans : গােয়া।
68.ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans : পাঁচটি ভাগে (উত্তরের পার্বত্য অঞল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞল উপকূলীয় সমভূমি অঞল ও দ্বীপপুঞ্জ)।
69.মাউন্ট এভারেস্টকে নেপালি ও তিব্বতীয় ভাষায় কী বলা হয়?
Ans : সাগরমাথা (নেপালিরা) ও চোমােলুংমা (তিব্বতীয়রা)।
70.ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে মরু সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
Ans : পাঁচ ভাগে (বাগর, রােহি, ক্ষুদ্র মরু, হামাদা, মরুস্থলী)
71.ভারতের বৃহত্তম উপকূলের নাম কী?
Ans : গুজরাট উপকূল।
72.কচ্ছরণ শব্দের অর্থ কী?
Ans : কচ্ছ’ শব্দের অর্থ জলময় দেশ এবং ‘রণ’ শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি।
73.গির ও গিরনার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
Ans : গােরক্ষনাথ (1197 মিটার)।
74.ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?
Ans : ভেম্বানাদ কয়াল।
75.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুটি আগ্নেয়গিরির নাম করাে।
Ans : ব্যারন (সুপ্ত) ও নরকোণ্ডম (মৃত)।
76.আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans : স্যাডল পিক (738 মিটার)।
77.কৃয়া নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
Ans : পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে।
78.কৃয়া নদীর মােট দৈর্ঘ্য কত?
Ans : 1400 কিমি।
79.ভারতের কত শতাংশ জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয়?
Ans : প্রায় 26 শতাংশ।
80.কুপ ও নলকুপের মাধ্যমে কত শতাংশ জমিতে জলসেচ করা হয়ে থাকে?
Ans : প্রায় 53 শতাংশ।
81.জলাশয় সেচের মাধ্যমে ভারতের মােট কত শতাংশ জমিতে জলসেচ হয়?
Ans : প্রায় 9 শতাংশ।
82.ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয়?
Ans : প্রিয়ান (অর্থ চলমান)।
83.উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলের দক্ষিণে অবস্থিত মালভূমি অঞ্চলকে কী বলা
হয় ?
Ans : দাক্ষিণাত্যের মালভূমি।
84.চম্বল অঞলের এবড়ােখেবড়াে ভূমি কী নামে পরিচিত?
Ans : বিহড় নামে পরিচিত।
85.বানাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans : মুলানগিরি (1923 মিটার)।
86.পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কী?
Ans : আগস্ত্যকুটম (2044 মিটার)।
87.কৃয়া নদীর মােহনা থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত দক্ষিণাংশের উপকূলকে কী বলে?
Ans : করমণ্ডল উপকূল।
88.তামিলনাড়ু উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে?
Ans : থেড়িস।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।