Class 10 Geography Suggestion 2022 Chapter 3 MCQ and Short Question Answer will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগােল সাজেশন ২০২২ এর তৃতীয় অধ্যায় : ভারতের অর্থনৈতিক পরিবেশ (আঞ্চলিক ভূগােল) থেকে বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর,সত্য-মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ করো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্তম্ভ মেলানো (প্রতিটি প্রশ্নের মান ১) নিয়ে আলোচনা করব। (দশম শ্রেণি ভূগােল চ্যালেঞ্জার) আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 Geography এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক ভূগােল সাজেশন ২০২২
তৃতীয় অধ্যায় : ভারতের অর্থনৈতিক পরিবেশ
বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর,সত্য-মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ করো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর,
Class 10 Geography Suggestion 2022
(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.বিশ্ব ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
A) ম্যানিলাত (ফিলিপিন্স)
B) পুনে (মুম্বাই)
C) কলকাতা (পশ্চিমবঙ্গ)
D) সুইজারল্যান্ড
Ans : A) ম্যানিলাত (ফিলিপিন্স)
2.কত সালকে রাষ্ট্রসংঘ (UNO) আন্তর্জাতিক ধান বর্ষ হিসেবে ঘােষণা করে?
A) 2001 সালকে
B) 2004 সালকে
C) 2009 সালকে
D) 2010 সালকে
Ans : B) 2004 সালকে
3.ভারতে সর্বপ্রথম কত সালে আদমশুমারি শুরু হয়?
A) 1870 সালে
B) 1872 সালে
C) 1875 সালে
D) 1772 সালে
Ans : B) 1872 সালে
4.তথ্যপ্রযুক্তির রাজধানী বা সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?
A) বেঙ্গালুরুকে
B) মুম্বাইকে
C) কলকাতাকে
D) চেন্নাইকে
Ans : A) বেঙ্গালুরুকে
5.ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কী?
A) ট্রম্বে
B) ভদোদরা
C) পটলডাঙ্গা
D) জামনগর
Ans : D) জামনগর
6.ভারতে সবুজ বিপ্লবের জনক কে ?
A) ড: এম. এস. স্বামীনাথন
B) মেধা পাটেকর
C) সুন্দরলাল বহুগুণা
D) বাবা আমতে
Ans : A) ড: এম. এস. স্বামীনাথন
7.কত সালে বর্ধমানের কুলটিতে ইস্পাত কেন্দ্র স্থাপিত হয় ?
A) 1874 সালে
B) 1784 সালে
C) 1847 সালে
D) 1747 সালে
Ans : A) 1874 সালে
8.কত সালে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পনি (TISCO) প্রতিষ্ঠিত হয় ?
A) 1709 সালে
B) 1907 সালে
C) 1970 সালে
D) 1917 সালে
Ans : B) 1907 সালে
9.কত সালে ভারত সরকার SAIL (Steel Authority of India Limited) স্থাপন করে ?
A) 1945 সালে
B) 1952 সালে
C) 1954 সালে
D) 1965 সালে
Ans : C) 1954 সালে
10.ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত?
A) ভােপালে
B) কলকাতায়
C) দুর্গাপুরে
D) ভিলাইয়ে
Ans : D) ভিলাইয়ে
11.ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ-ইস্পাত কেন্দ্রের নাম কী ?
A) বিশাখাপত্তনম
B) ভিলাই
C) জামশেদপুর
D) দুর্গাপুর
Ans : A) বিশাখাপত্তনম
12.ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ-ইস্পাত কেন্দ্রের নাম কী?
A) বার্নপুর
B) জামশেদপুর
C) ভিলাই
D) রাউরকেল্লা
Ans : B) জামশেদপুর
13.কত সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের পেট্রোরসায়ন শিল্পের সূচনা হয় ?
A) 1866 সালে
B) 1956 সালে
C) 1966 সালে
D) 1976 সালে
Ans : C) 1966 সালে
14.ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? –
A) দিল্লিতে
B) পুনেতে
C) কটকে
D) মুম্বাইয়ে
Ans : C) কটকে
15.পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
A) পুসায়
B) মালদায়
C) বর্ধমানে
D) হুগলির চুঁচুড়াতে
Ans : D) হুগলির চুঁচুড়াতে
16.ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?
A) কলকাতায়
B) পুসায় (দিল্লি)
C) মুম্বাইয়ে
D) কটকে (ওড়িশা)
Ans : B) পুসায় (দিল্লি)
17.বিশ্ব গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?
A) কটকে
B) থানেতে
C) মেক্সিকো সিটিতে
D) চিনের হােয়াং হাে প্রদেশে
Ans : C) মেক্সিকো সিটিতে
18.ভারত মিলেট উৎপাদনে পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
A) তৃতীয়
B) পঞম
C) দ্বিতীয়
D) প্রথম
Ans : D) প্রথম
(খ) সত্য অথবা মিথ্যা নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1. 2015 সালে সরকার ঘােষণা করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যােজনা।
Ans : সত্য
2.ভারতে সবচেয়ে বেশি জলসেচযুক্ত কৃষিজমি রয়েছে পাঞ্জাবে।
Ans : সত্য
3.ভারতের মােট গম উৎপাদনের প্রায় 13%, ধান উৎপাদনের প্রায় 11% কার্পাস উৎপাদনের প্রায় 7% পাঞ্জাবে উৎপাদিত হয়।
Ans : সত্য
4.ভারতের 35 শতাংশেরও বেশি আইটি কোম্পানি বেঙ্গালুরুতে অবস্থিত।
Ans : সত্য
5.ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র হলাে চেন্নাই।
Ans : সত্য
6.ভারতের প্রাচীন ঐতিহ্যময় কার্পাসবয়ন শিল্প একক বৃহত্তম শিল্প।
Ans : সত্য
7.কাপাসবয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলাে কার্পাস বা তুলাে।
Ans : সত্য
8. 1968 সালে বেসরকারি উদ্যোগে স্থাপিত হয় সর্বাধুনিক পেট্রোরসায়ন কেন্দ্র ন্যাশনাল অরগ্যানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Ans : সত্য
9.এখন পর্যন্ত (2011) ভারতে 14 বার আদমশুমারি হয়েছে।
Ans : সত্য
10.বর্তমানে ভারতে মৃত্যুহার প্রতি হাজারে 7.3 জন।
Ans : সত্য
11.ভারতে সমগ্র পৃথিবীর জনসংখ্যার 17.5 শতাংশ মানুষ বসবাস করে।
Ans : সত্য
12. 2011 সালের আদমশুমারির স্লোগান ছিল “আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ”
Ans : সত্য
13.উত্তরপ্রদেশের কানপুর পাঁচটি রেলপথ ও জাতীয় জলপথের মধ্যে অবস্থিত।
Ans : সত্য
14.হায়দরাবাদ হলাে ভারতের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র।
Ans : সত্য
15. 1790 সালে আধুনিক কালে প্রথম আদমশুমারি হয় আমেরিকায়।
Ans : সত্য
16. 1881 সাল থেকে ভারতে প্রথম প্রথাগতভাবে আদমশুমারি হয়।
Ans : সত্য
(গ) শূন্যস্থান পূরণ করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.মােটরগাড়ি নির্মাণ শিল্পকে _________ শিল্প বলে।
Ans : সংযােজনভিত্তিক
2.লৌহপিণ্ড ও স্পঞ্জ লােহা উৎপাদনে ভারত পৃথিবীতে _________ ও ইস্পাত উৎপাদনে _________ স্থান অধিকার করে।
Ans : পঞ্চম, অষ্টম
3.লৌহ-ইস্পাত শিল্পকে সকল শিল্পের _________ বলে।
Ans : মেরুদণ্ড
4. _________ শিল্প হলাে ভারতের বৃহত্তম শিল্প।
Ans : কাপাসবয়ন
5.পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর হলাে _________ l
Ans : কলকাতা
6. _________ হলাে স্থলপথের শ্রেষ্ঠতম পরিবহণ মাধ্যম।
Ans : রেলপথ
7. _________ ভারতের জীবনরেখা (lifeline of India) বলে।
Ans : ভারতীয় রেলকে
8.ভারতে _________ শতাংশ মানুষ গ্রামে _________ ও শতাংশ মানুষ শহরে বসবাস করে।
Ans : প্রায় 68.8 , প্রায় 31.2
9. _________ শিল্প হলাে ভারতের সম্ভাবনাময় শিল্প।
Ans : তথ্যপ্রযুক্তি
10. _________ ভারতের ইস্পাত নগরী বলা হয়।
Ans : জামশেদপুরকে
11.চা-কে সাধারণত _________ বলা হয়।
Ans : সােনালি পানীয়। (Golden Beverage)
12.ভারতের _________ শহরে কাপাস গবেষণা কেন্দ্র রয়েছে।
Ans : মহারাষ্ট্রের নাগপুর
13.পৃথিবীর মােট স্থলভাগের _________ শতাংশ ভারতে রয়েছে।
Ans : 2.4
14. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে মােট শহরের সংখ্যা _________ টি।
Ans : 7935
15.ভারতের বৃহত্তম _________ রেলপথ ও ক্ষুদ্রতম _________ রেলপথ।
Ans : উত্তর , দক্ষিণ-পূর্ব মধ্য
(গ) দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)
1.বিশুদ্ধ কঁচামাল কাকে বলে?
Ans : যেসকল কাচামাল শিল্পজাত করার পর উৎপন্ন দ্রব্যের ওজন এক থাকে তাকে বিশুদ্ধ কাচামাল বলে।
2.অবিশুদ্ধ কাচামাল কাকে বলে?
Ans : যেসকল কাচামাল শিল্পজাত করার পর উৎপন্ন দ্রব্যের ওজন কমে যায় তাকে অবিশুদ্ধ কাচামাল বলে।
3.ভারতের গভীরতম বন্দরের নাম কী?
Ans : পারাদ্বীপ (ওড়িশা)।
4.ভারতের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখাে।
Ans : বিশাখাপত্তনম (অপ্রদেশ)।
5.ভারতের কোন বন্দরটি হলাে একমাত্র কর্পোরেট বন্দর?
Ans : এন্নোর (তামিলনাড়ু)।
6.দক্ষিণ ভারতের গভীরতম বন্দরের নাম কী ?
Ans : চেন্নাই (তামিলনাড়ু)।
7.ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়?
Ans : 1830 সালে তামিলনাড়ুর পাের্টোনােভােতে।
8.শহরের জনসংখ্যা 1 লক্ষের বেশি হলে, তাকে কী বলে?
Ans : নগর।
9.কোনাে শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে, তাকে কী বলে?
Ans : মহানগর।
10.কোন মহানগরের জনসংখ্যা 1 কোটির বেশি হলে তাকে কী বলে?
Ans : মেগাসিটি।
11. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে মেগাসিটির সংখ্যা ক’টি?
Ans : চারটি (কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই)।
12.ভারতে প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?
Ans : 1853 সালের 16 এপ্রিল বােম্বাই থেকে থানে (33:6 কিমি)।
13.ভারতের বৃহত্তম বন্দরের নাম কী ?
Ans : মুম্বই (ভারতের প্রবেশদ্বার)।
14.ভারতের একটি করমুক্ত বন্দরের নাম লেখাে।
Ans : কাণ্ডালা (গুজরাট)।
15.ভারতের একটি আধুনিক প্রযুক্তির বন্দরের নাম লেখাে।
Ans : জওহরলাল নেহরু বন্দর বা নভসেবা বন্দর (মুম্বই)।
16.পূর্ব ভারতের বৃহত্তম বন্দরের নাম কী ?
Ans : কলকাতা-হলদিয়া (পশ্চিমবঙ্গ)।
17.ভারতের একটি নবগঠিত বন্দরের নাম লেখাে।
Ans : পাের্ট ব্লেয়ার (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)।
18.কত সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়?
Ans : 1911 সালে। (এলাহাবাদ ও নৈনির মধ্যে 10 কিমি)।
19.ভারতে মােট কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
Ans : 16টি।
20. 5 হাজারের বেশি জনসংখ্যাবিশিষ্ট আঞ্চলকে কী বলে?
Ans : শহর।
21.ভারতীয় টি’ বাের্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans : কলকাতায়।
22.ভারতীয় কফি বাের্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans : বেঙ্গালুরুতে।
23.চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?
Ans : চতুর্থ স্থান।
24.পৃথিবীতে কত রকমের চা চাষ হয়ে থাকে?
Ans : চার রকমের। (কালাে চা—ভারত, সবুজ চা-চিন ও জাপান, ইস্টক চা – রাশিয়া এবং ওলং চা– তাইওয়ান)।
25.পৃথিবীতে কত রকমের কফি উৎপন্ন হয়?
Ans : চার রকমের। (আরবীয় কফি—ব্রাজিল ও ভারত, রােবাস্টা কফি পশ্চিম আফ্রিকা, লাইবেরিয়া কফি, জামাইকা কফি)।
26.ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কী?
Ans : ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি)।
27.লৌহ-ইস্পাত উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে।
Ans : পঞম (চিন প্রথম) ।
28.বস্ত্র উৎপাদনে ও রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে?
Ans : উৎপাদনে—প্রথম এবং রপ্তানিতে দ্বিতীয়।
29.কত সালে হাওড়ার ঘুসুড়িতে (ফোর্ট গ্লাস্টার) ভারতের প্রথম কার্পাস শিল্পকেন্দ্র গড়ে ওঠে?
Ans : 1818 সালে।
30.ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
Ans : আমেদাবাদকে। (উত্তর ভারতের কানপুরকে, দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরকে)।
31.ভারতের বয়নশিল্পের রাজধানী কাকে বলে?
Ans : মুম্বইকে।
32.ভারতের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম কী?
Ans : বিশাখাপত্তনম (হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড)।
33.পৃথিবীর মােট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে?
Ans : 17:5% (চিন 19:4%)।
34. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বেশি ?
Ans : অরুণাচল প্রদেশে।
35.ভারতের প্রথম পাতালরেল কোথায় চালু হয়?
Ans : 1986 সালের 28 এপ্রিল কলকাতায় (প্রাচীনতম)।
36.ভারতের দীর্ঘতম মেট্রোরেল কোনটি?
Ans : কলকাতা।
37.ভারতের কোন বন্দর লৌহ রপ্তানিতে বিখ্যাত?
Ans : মার্মাগাঁও (গােয়া)।
38.ভারতের কোন বন্দর কফি রপ্তানিতে বিখ্যাত?
Ans : নিউ ম্যাঙ্গালাের (কর্ণাটক)।
39.ভারতের শ্রেষ্ঠ মৎস্য বন্দরের নাম কী ?
Ans : কোচি (কেরল)। একে আরব সাগরের রানি বলা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।