Class 10 History First Unit Test Model Question 2022 | দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 10 History First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 10 History First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ইতিহাস (History)

Class 10 (দশম শ্রেনী) পূর্ণমান – ৪০

সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


বিভাগ – ‘’ 

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : [১x১০ =১০] 

১.১ ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত –

(ক) শহরের ইতিহাসচর্চার বিষয় 

(খ) নারী ইতিহাসচর্চার বিষয়

(গ) পরিবেশের ইতিহাসচর্চার বিষয় 

(ঘ) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার বিষয় 

১.২ ঔপনিবেশিক প্রশাসনের মনােভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান –

(ক) সাময়িকপত্র

(খ) সরকারি নথি

(গ) সংবাদপত্র 

(ঘ) স্মৃতিকথা 

১.৩ ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতাে –

(ক) সাময়িকপত্র 

(খ) সরকারি নথি

(গ) সংবাদপত্র 

(ঘ) স্মৃতিকথা 

১.৩ ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতাে –

(ক) ডিরােজিওর অনুগামীদের 

(খ) রামমােহনের অনুগামীদের

(গ) রামকৃষ্ণের অনুগামীদের 

(ঘ) বিবেকানন্দের অনুগামীদের 

১.৪ প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন –

(ক) ডেভিড হেয়ার 

(খ) থমাস ব্যাবিংটন মেকলে

(গ) উইলিয়াম জোনস 

(ঘ) চার্লস মেটকাফ 

১.৫ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি –

(ক) ব্যঙ্গাত্মক নাটক 

(খ) জীবনীমূলক নাটক

(গ) ধর্মীয় নাটক 

(ঘ) জাতীয়তাবােধমূলক নাটক 

১.৬ উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলাে –

(ক) বিটন (বেথুন) স্কুল 

(খ) স্কটিশচার্চ স্কুল

(গ) হেয়ার স্কুল

(ঘ) হিন্দু স্কুল

১.৭ ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড়াে অংশ ছিলেন –

(ক) শ্রমিক 

(খ) আদিবাসী

(গ) দলিত 

(ঘ) কৃষক 

১.৮ ‘হুল’ শব্দটি দিয়ে বােঝানাে হয় –

(ক) মুন্ডা বিদ্রোহকে 

(খ) সাঁওতাল বিদ্রোহকে 

(গ) কোল বিদ্রোহকে 

(ঘ) চুয়াড় বিদ্রোহকে

১.৯ ‘দাদন’ কথার অর্থ –

(ক) অগ্রিম অর্থ নেওয়া 

(খ) পাট্টা দেওয়া

(গ) ধার শােধ করা 

(ঘ) বেগার খাটা 

১.১০ প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি –

(ক) সামন্ততান্ত্রিক বিদ্রোহ 

(খ) ধর্মীয় বিদ্রোহ 

(গ) কৃষক বিদ্রোহ

(ঘ) শ্রমিক বিদ্রোহ

বিভাগ – ‘’ 

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [১x৬ = ৬] 

২.১ একটি বাক্যে উত্তর দাও :

২১১ কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন (১৮২৯) পাশ হয়?

২.১.২ তিতুমীর কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? 

২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করাে :

২.২.১ সংগীত স্থাপত্যের ইতিহাসচর্চার অংশ।

২.২.২ হুতােম প্যাচার নকশায় উনিশ শতকের কলকাতার কথা জানা যায়। 

২.৩ নিম্নলিখিত বিবৃতিগুলির ঠিক ব্যাখ্যা নির্বাচন করাে l

২.৩.১ বিবৃতি : জওয়াহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন।

ব্যাখ্যা — ১ : এই চিঠিগুলির মাধ্যমে জওয়াহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা — ২ : এই চিঠিগুলির মাধ্যমে জওয়াহরলাল ইন্দিরাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যােগদানের প্রয়ােজনীয়তা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা — ৩ : এই চিঠিগুলির মধ্য দিয়ে জওয়াহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 

২.৩.২ বিবৃতি : সন্ন্যাসী-ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরােধ করতে চেয়েছিল।

ব্যাখ্যা — ১ : বাংলার সন্ন্যাসী-ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না।

ব্যাখ্যা — ২ : বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। 

ব্যাখ্যা — ৩ : বাংলার সন্ন্যাসী-ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল।

বিভাগ – ‘’ 

৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ৪টি)। [২x৪ =৮]

৩.১ স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদানরূপে ব্যবহার করা যেতে পারে? 

৩.২ গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? 

৩.৩ কোল বিদ্রোহের দুটি কারণ লেখাে। 

৩.৪ ব্রাত্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করাে। 

৩.৫ চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’বললে কেন ভুল বলা হবে?

বিভাগ – ‘’ 

৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ২টি) : [৪x২ =৮]

৪.১ দুটি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করাে। 

৪.২ টীকা লেখাে – উডের ডেসপ্যাচ 

৪.৩ ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল— মন্তব্যটি ব্যাখ্যা করাে।

বিভাগ – ‘’ 

৫. পনেরাে বা যােলােটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :  [৮x১ =8] 

৫.১ যানবাহন-যােগাযােগ ব্যবস্থার ইতিহাসচর্চার চরিত্র অতি সংক্ষেপে আলােচনা করাে। আধুনিক ভারতের ইতিহাসচর্চায় নারী ইতিহাসচর্চার গুরুত্ব বিশ্লেষণ করাে।  (৩+৫) 

৫.২ ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলােচনা করাে। উনিশ শতকে চুয়াড় | বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল?  (৫+৩) 

৫.৩ বাংলার নবজাগরণ’ ছিল কলকাতা শহরকেন্দ্রিক – মন্তব্যটি বিশ্লেষণ করাে।  (৮)

Read Also:

Class 10 English 1st Unit Test Question 2022

Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment