Class 10 Life Science MCQ Adaptation Package (Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon) Is The New Task Given by Banglar Shiksha Portal for NAS (National Achievement Survey). In This Article We Will Discuss About Class 10 Life Science MCQ Adaptation Package With Answers.
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ Adaptation Package) হল বাংলার শিক্ষা পোর্টাল এর New Task যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন উত্তরসহ আলোচনা করা হয়েছে ।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি
জীবন বিজ্ঞান
দশম শ্রেণি
Class 10 Life Science MCQ Adaptation Package Solution
১. নীচের বক্তব্যগুলি পড়াে।
(i) মায়ােপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়।
(i) উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়ােপিয়ার ত্রুটি দূর হয়।
(i) হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।
(iv) অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক?
দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক?
(ক) (i) ও (ii)
(খ) (i) ও (i)
(গ) (iii) ও (iv)
(ঘ) (i) ও (ii)
উত্তর: (ঘ) (i) ও (ii)
২. প্রতিবর্ত পথের সঠিক ক্ৰম কোনটি?
(ক) কারক → আজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → গ্রাহক
(খ) গ্রাহক → আভয়াবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → কারক
(গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ুকোশ → কারক
(ঘ) কারক — সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ুকোশ → গ্রাহক
উত্তর: (গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ুকোশ → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ুকোশ → কারক
3. নীচের বক্তব্য দুটি পড়াে এবং সঠিক বিকল্পটি বেছে নাও।
বক্তব্য ১ : জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়।
বক্তব্য ২: জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্ত খাদ্য ও বাসস্থান সীমিত।
(ক) বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভুল
(খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল
(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা নয়
(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা
উত্তর: (ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা
৪. সঠিক জোড়টি খুঁজে বার করাে —
(ক) হাইড্রা – কোরকোদগম
(খ) স্পাইরােগাইরা – রেণু উৎপাদন
(গ) প্ল্যানেরিয়া – দ্বিবিভাজন
(ঘ) অ্যামিবা – পুনরুৎপাদন
উত্তর: (ক) হাইড্রা – কোরকোদগম
৫. নীচের বক্তব্যগুলি পড়াে।
• এই হরমােন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ-উৎপাদ ও রক্তচাপ বাড়ায়।
• এই হরমােন শ্বাসকার্যের হার বাড়ায়।
• এই হরমােন BMR বৃদ্ধি করে।
উপরের কাজগুলি কোন হরমােনের সঙ্গে সম্পর্কিত?
(ক) ইনসুলিন
(খ) অ্যাড্রিনালিন
(গ) ইস্ট্রোজেন
(ঘ) থাইরক্সিন
উত্তর: (খ) অ্যাড্রিনালিন
৬. সঠিক জোড়টি খুঁজে নাও –
(ক) দ্বিপত্র কপাটিকা – ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযােগস্থল
(খ) ত্রিপত্র কপাটিকা – বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযােগস্থল
(গ) অ্যাওর্টিক কপাটিকা – নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযােগস্থল
(ঘ) পালমােনারি কপাটিকা – ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযােগস্থল
উত্তর: (ঘ) পালমােনারি কপাটিকা – ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযােগস্থল
৭. অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রােটিনভঙ্গক উৎসেচক কোনটি?
(ক) ট্রিপসিন
(খ) পেপসিন
(গ) ইরেপসিন
(ঘ) অ্যামাইলেজ
উত্তর: (ক) ট্রিপসিন
৮. নীচে উদ্ভিদ হরমােনের কিছু কাজ দেওয়া আছে।
(i) অগ্রন্থ প্রকটতা ঘটানাে ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা।
(i) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা।
(i) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানাে।
(iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানাে। এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনের কাজ?
(ক) (i) ও (iii)
(খ) (i) ও (ii)
(গ) (ii) ও (iv)
(ঘ) (i) ও (ii)
উত্তর: (গ) (ii) ও (iv)
৯. একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটরগাহের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটরগাছের সংকরায়ণ ঘটানাে হলাে। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটরগাছের স্বপরাগযােগ ঘটানাে হলে দ্বিতীয় অপত্য জনুতে –
(ক) অর্ধেক মটরগাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটরগাহ সবুজ বীজযুক্ত হবে
(খ) সব মটরগাহ সবুজ বীজযুক্ত হবে
(গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
(ঘ) সব মটরগাছ হলুদ বীজযুক্ত হবে
উত্তর: (গ) ৩/৪ ভাগ মটরগাছ হলুদ বীজযুক্ত আর ১/৪ ভাগ মটরগাছ সবুজ বীজযুক্ত হবে
১০, প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ম কোনটি?
(ক) নাসার → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস — ট্রাকিয়া – ব্রংকিওল → ব্রংকাই → ফুসফুস
(খ) নাসার → মুখবিবর → ফ্যারিংস — ল্যারিংস — ট্রাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস
(গ) নাসার → মুখবিবর → ফ্যারিংস → ল্যারিংস → ব্রংকিওল → ট্র্যাকিয়া → ব্রংকাই → ফুসফুস
(ঘ) নাসার → মুখবিবর → ল্যারিংস → ফ্যারিংস → ব্রংকাই → ট্র্যাকিয়া – ব্রংকিওল → ফুসফুস
উত্তর: (খ) নাসার → মুখবিবর → ফ্যারিংস — ল্যারিংস — ট্রাকিয়া → ব্রংকাই → ব্রংকিওল → ফুসফুস
Read Also:
Class 10 English MCQ Adaptation Package 2021
Class 10 History (ইতিহাস) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Bengali (বাংলা) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Geography (ভূগোল) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Mathematics (গণিত) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 3 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 8 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
১১. সঠিক খাদ্যশৃঙ্খলটি খুঁজে নাও –
(ক) ঘাস — ঘাসফড়িং → বাজপাখি → ব্যাঙ |
(খ) দানাশস্য → সাপ → ইদুর → বাজপাখি
(গ) উদ্ভিদ → টিকটিকি → শুয়ােপােকা → বাজপাখি
(ঘ) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্ল্যাংকটন → মাই → বক
উত্তর: (ঘ) ফাইটোপ্ল্যাংকটন → জুপ্ল্যাংকটন → মাই → বক
১২. নীচের বক্তব্যগুলি পড়াে।
(i) স্কুলে ফাক শ্রেণিকক্ষে আলাে ও পাখার সুইচ বন্ধ করে রাখা।
(ii) গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরােনাের আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া।
(iii) অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানাে।
(iv) দিনের বেলা রাস্তার আলাে অতি অবশ্যই বন্ধ করে রাখা। প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও –
(ক) (i), (ii) ও (iii)
(খ) (ii), (iii) ও (iv)
(গ) (i), (iii) ও (iv)
(ঘ) (i), (ii) ও (iv)
উত্তর: (গ) (i), (iii) ও (iv)
১৩. অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় ?
(ক) সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তির সাক্ষা বহন করে।
(খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলাে সমসংস্থ অঙ্গের উদাহরণ।
(গ) মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ।
(ঘ) সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে।
উত্তর: (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলাে সমসংস্থ অঙ্গের উদাহরণ।
১৪. ডিম্বাশয় : ফল ::——— : বীজ
দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে নীচের কোন শব্দটি বসবে?
(ক) দলমণ্ডল
(খ) পরাগধানী
(গ) ডিম্বক
(ঘ) বৃতি
উত্তর: (গ) ডিম্বক
১৫. উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সূর্যের আলাের দিকে বৃদ্ধি পায়। এটি হলাে –
(ক) আলােক অনুকূলবর্তী চলন
(খ) অভিকর্য অনুকূলবর্তী চলন
(গ) আলােক প্রতিকূলবর্তী চলন
(ঘ) জল অনুকূলবর্তী চলন।
উত্তর: (ক) আলােক অনুকূলবর্তী চলন
১৬. ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও।
(ক) A- (iv), B – (ii), C- (i), D-(iii)
(খ) A – (i), B- (ii), C- (iv), D- (ii)
(গ) A – (iii), B – (iv), C- (ii), D- (i)
(ঘ) A – (ii), B – (iv), C- (i), D- (iii)
উত্তর: (ঘ) A – (ii), B – (iv), C- (i), D- (iii)
১৭. মানব হৃৎপিণ্ডে উপস্থিত ‘স্বাভাবিক পেসমেকার’ – টি হলাে –
(ক) AV নােড
(খ) SA নােড
(গ) পারকিনজি তন্তু
(ঘ) হিজের বান্ডিল।
উত্তর: (খ) SA নােড
১৮. নীচের বক্তব্যগুলি পড়াে।।
(i) প্রাত্যহিক জীবনে প্রয়ােজনের অতিরিক্ত জল ব্যবহার না করা।
(i) বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা রূপায়ণ করা।
(i) অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল ব্যবহার করা।
(iv) বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা।
এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে?
(ক) (i), (iii) ও (iv)
(খ) (i), (ii) ও (iii)
(গ) (ii), (iii) ও (iv)
(ঘ) (i), (ii) ও (iv)
উত্তর: (ঘ) (i), (ii) ও (iv)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।