Class 10 Mathematics Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon 2021 | বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন গণিত দশম শ্রেণি

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন) হল NAS (National Academic Survey) প্রদত্ত বাংলার শিক্ষা পোর্টাল এর MCQ (Multiple Choice Question) যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ দশম শ্রেণীর গণিত বিষয়ের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ Adaptation Package) উত্তরসহ আলোচনা করা হয়েছে ।

Class 10 Mathematics Bahuvikalpa Vittik Prashna

Class 10 Mathematics Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon (MCQ Adaption Package) Is The New Activity Task Given by Banglar Shiksha Portal for NAS (National Academic Survey). In This Article We Will Discuss About Class 10 Math Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon with Questions and Answers.

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি উত্তরসহ

গণিত

দশম শ্রেণি


ঠিক উত্তর নির্বাচন করাে : 

(1) x³ + 4x² + 4x – 3 কে x – 1 দ্বারা ভাগ করলে, ভাগশেষ কত হবে? 

(A) 5 

(B) – 5

(C) 6

(D) – 6

উত্তর: (C) 6

(2) x² + 2x – 8 রাশিটির শূন্য কি কি হবে? 

(A) 4, 2 

(B) – 4, – 2

(C) – 4, 2 

(D) 4, – 2

উত্তর: (C) – 4, 2 

(3) 2x + 3y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে

(A) x = 1, y = 1 

(B) x = – 3, y = 2 

(C) x = 3, y = 0 

(D) x = 0, y = 2

উত্তর: (B) x = – 3, y = 2 

(4) 1296 কে কিভাবে লেখা যায়? 

(A) 2⁴3³

(B) 2³4³

(C) 2⁴3⁴

(D) 2³3³

উত্তর: (C) 2⁴3⁴

(5) যদি 0, 1, 1 একটি বহুপদরাশির তিনটি শূন্য হয় তাহলে বহুপদরাশিটি হইবে | 

(A) x² – x

(B) x³ – x

(C) x³ – x²

(D) x³ + x

উত্তর: (B) x³ – x

(6) x² – 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কি হবে?

(A) বাস্তব 

(B) বাস্তব ও অভিন্ন 

(C) অবাস্তব

(D) বাস্তব ও সমান

উত্তর: (B) বাস্তব ও অভিন্ন

(7) 1/x – 1/x(x-3) = 0 সমীকরণের সমাধান কি হবে? 

(A) 1, – 3

(B) 0

(C) 4

(D) 4, 4

উত্তর: (C) 4

(8) যদি 3x² + 5x + 2 = 0 সমীকরণের দুটি বীজ α এবং β হয়, তাহলে 1/α – 1/β এর মান কত?

উত্তর:  (A)

(9) ax + b = 0 (a এবং b ধ্রুবক এবং a ≠ 0, b ≠ 0) সমীকরণে লেখচিত্র হইবে

(A) x-অক্ষের সমান্তরাল

(B) y-অক্ষের সমান্তরাল

(C) মূলবিন্দুগামী 

(D) মূলবিন্দুগামী নয়

উত্তর: (B) y-অক্ষের সমান্তরাল

(10) যদি (x, –7) এবং (3, –3) এর মধ্যকার দূরত্ব 5 একক হয়, তাহলে x-এর মান হবে

(A) 0 অথবা 6 

(B) 2 অথবা 3 

(C) – 6 অথবা 0 

(D) 5 অথবা 1 

উত্তর: (A) 0 অথবা 6

Read Also:

Class 10 English MCQ Adaptation Package 2021

Class 10 History (ইতিহাস) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 10 Bengali (বাংলা) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 10 Geography (ভূগোল) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 10 Life Science (জীবনবিজ্ঞান ) বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 3 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

Class 8 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

(11) r এর কোন্ মানের জন্যে rx – 3y – 1 = 0 এবং (4 – r)x – y + 1 = 0 সমীকরণ দুটি কোনাে সমাধান থাকবে না? 

(A) 3 

(B) 4

(C) 2

(D) – 2

উত্তর: (A) 3 

(12) একটি পােস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার গুণ। তাহলে সূর্যের উন্নতি কোণ

(A) 60° 

(B) 30° 

(C) 45° 

(D) কোনােটিই নয় 

উত্তর: (B) 30° 

(13) 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4, মানগুলির সংখ্যাগুরুমান কত? 

(A) 2 

(B) 3

(C) 4 

(D) 8 

উত্তর: (C) 4 

(14) একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি. এবং উচ্চতা 10 সেমি। চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরী করা যাবে?

(A) 430 টি 

(B) 440 টি 

(C) 450 টি 

(D) 460 টি 

উত্তর: (C) 450 টি 

(15) বহিঃস্থ P বিন্দু থেকে 0 কেন্দ্রীয় বৃত্তের উপর PR এবং PS দুটি স্পর্শক। যদি PR = 8 সেমি এবং ∠RPS = 60° তাহলে RS এর দৈর্ঘ্য 

(A) 9 সেমি 

(B) ৪ সেমি 

(C) 10 সেমি 

(D) 4 সেমি 

উত্তর: (B) ৪ সেমি

(16) px + qy = r (q ≠ 0) সমীকরণের y-অক্ষের উপরে ছেদবিন্দু

উত্তর: (A)

(17) একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি

(A) লম্ব 

(B) সমান্তরাল 

(C) ছেদ করবে

(D) কোনােটিই নয়

উত্তর: (B) সমান্তরাল

(18) 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়

(A) 2 

(B) 1.5 

(C) 1 

(D) 0.5

উত্তর: (D) 0.5

(19) সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তিাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গােলকের আয়তনের অনুপাত

(A) 1:3:4 

(B) 4:3:1 

(C) 3:1:4 

(D) 1:4:3 

উত্তর: (D) 1:4:3 

(20) যদি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একক এবং তির্যক উচ্চতা 21 একক হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে

(A) πr (l + r) বর্গ একক

(B) 3πrl বর্গ একক

(C) 2πrl বর্গ একক

(D)

উত্তর: (A) πr (l + r) বর্গ একক

(21) 2x + y = 4 এবং 3x – 2y = –1 সমীকরন দুটির সমাধান কি হবে?

(A) x = 1, y = 1 

(B) x = 2, y = 1

(C) x = 1, y = 2 

(D) কোনােটিই নয়

উত্তর: (C) x = 1, y = 2 

(22) (4, 3) এবং (5, –4) বিন্দুগামী সংযােজক রেখাকে x-অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? 

(A) 2:1 

(B) 3:4

(C) 1:2

(D) 3:1

উত্তর: (B) 3:4

(23) 3 এবং – 1/3 বীজবিশিষ্ট সমীকরনটি হল

(A) 3x² – 8x – 3 = 0 

(B) 3x² + 8x + 3 = 0 

(C) 2x² – 7x + 2 = 0 

(D) কোনােটাই নয় 

উত্তর: (A) 3x² – 8x – 3 = 0  

(24) r ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগােলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে?

(A) 4π r³ ঘনএকক 

(B) 3π r³ ঘনএকক 

(C) πr³/4 ঘনএকক 

(D) πr³/3 ঘনএকক 

উত্তর: (D) πr³/3 ঘনএকক

(25) একটি নদীর এক পাড়ে একটি তালগাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। যদি খুটিটিকে নদীর পাড় বরাবর মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তালগাছটির সঙ্গে 60° কোন করেছে। তাহলে নদীটি চওড়া হবে 

(A) 20 মিটার

(B) 21 মিটার

(C) 22 মিটার

(D) 24 মিটার 

উত্তর: (B) 21 মিটার

(26) O কেন্দ্রীয় বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু। OP যােগ করা হল। এবার P বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত?

(A) 0 কেন্দ্রীয় OP ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত টানা।

(B) OP কে সমদ্বিখণ্ডিত করা উচিত। 

(C) OP কে সমত্রিখণ্ডিত করা উচিত। 

(D) কোনােটিই নয়।

উত্তর: (B) OP কে সমদ্বিখণ্ডিত করা উচিত। 

(27) ΔABC ত্রিভুজের AB = 9 সেমি, BC = 6 সেমি এবং CA = 7.5 সেমি। ΔABC এবং ΔDEF সদৃশকোণী ত্রিভুজ যেখানে BC এবং EF অনুরূপ বাহু এবং EF = 8 সেমি, তাহলে ΔDEF এর পরিসীমা হবে। 

(A) 225 সেমি 

(B) 25 সেমি

(C) 27 সেমি 

(D) 30 সেমি 

উত্তর: (C) 27 সেমি 

(28) তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত তিনটির কেন্দ্র এর যােগ করলে কি হবে? 

(A) সমকোণী ত্রিভুজ

(B) সমবাহু ত্রিভুজ 

(C) সমদ্বিবাহু ত্রিভুজ

(D) সদৃশকোণী ত্রিভুজ 

উত্তর: (B) সমবাহু ত্রিভুজ 

(29) যদি (1 + m²) x² + 2 mcx + c² – a² = 0 সমীকরণটির দুটি বীজ সমান হয় তাহলে 

(A) a² = c² (1 + m²)

(B) m² = a² (1+ c²) 

(C) c² = a² (1+m²)

(D) am=cm 

উত্তর: (C) c² = a² (1+m²)

(30) কোনাে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে?

(A) কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন।

(B) বাহুগুলি সমদ্বিখণ্ডক অঙ্কন। 

(C) বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। 

(D) বহিঃস্থ কোনগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন।

উত্তর: (A) কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন।

(31) ΔABC ত্রিভুজের, ∠ABC = 90° এবং BD ⊥ AC যদি AB = 5.7 সেমি, BD = 3.8 সেমি। BC এর দৈর্ঘ্য কত হবে?

(A) 7.8 সেমি 

(B) 8.7 সেমি 

(C) ৪ সেমি 

(D) 8.1 সেমি 

উত্তর: (D) 8.1 সেমি 

(32) নীচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হলাে :

(x) চলরাশি(f) পরিসংখ্যান
57
126
168
204
235

যৌগিক গড় কত?

(A) 43/3

(B) 17/5

(C) 34/3

(D) 71/5

উত্তর: (A) 43/3

(33) ax⁴ + bx³ + cx² + dx + c বহুপদী সংখ্যামালার x² – 1 উৎপাদক হলে

(A) a + c + e = b + d

(B) a + b + e = c + d 

(C) a + b + c = d + e

(D) b + c + d = a + e

উত্তর: (A) a + c + e = b + d

(34) AB সরলরেখাংশের উপর P একটি বিন্দু এবং AP = PB; A ও B বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে (3, –4) এবং (–5, 2); P বিন্দুর স্থানাঙ্ক হবে 

(A) (1, 1) 

(B) (1,0)

(C) (0, 1)

(D) (–1,–1) 

উত্তর: (D) (–1,–1) 

(35) একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গএকক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে 

(A) 2D² = S. 

(B) D² = S

(C) 2S² = D

(D) S² = D

উত্তর: (A) 2D² = S.

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!