প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 10 Mathematics Model Activity Task January 2022 (দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 10 (দশম শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 10 Mathematics Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 10 Mathematics Model Activity Task January 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – X (দশম শ্রেণী)
পূর্ণমান – ২০
Class 10 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1 x 3 = 3
(ক) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলাে—
(a) 2 – 3x
(b) x2 + 3/x + 5
(c) x(2x + 4) + 1
(d) 2(2 – 3x)
Ans: (c) x(2x + 4) + 1
কারন: (c) x(2x + 4) + 1
= 2x2 + 4x + 1
(খ) x2 – 3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি হলাে—
(a) 0, 1
(b) 0, 2
(c) 0, 0
(d) 1, 2
Ans: (d) 1, 2
কারন:
বামপক্ষ, L.H.S = x2 – 3x + 2
= (1)2 – 3×1 + 2
= 1 – 3 + 2
= 3 – 3
= 0
= R.H.S
∴ 1 সমীকরণটির বীজ
ডানপক্ষ, L.H.S = x2 – 3x + 2
= (2)2 – 3×2 + 2
= 4 – 6 + 2
= 6 – 6
= 0
= R.H.S
∴ 2 সমীকরণটির বীজ
(গ) px2 + qx + T = 0 সমীকরণটি (p, q, r বাস্তব) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলাে—
(a) q ≠ 0
(b) r ≠ 0
(c) p ≠ 0
(d) p যে কোনাে অখণ্ড সংখ্যা
Ans: (c) p ≠ 0
2. সত্য/মিথ্যা লেখাে : 1 x 2 = 2
(ক) a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a > b ও c > b হলে, ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে।
Ans: মিথ্যা
কারন: এক্ষেত্রে,
নিরুপক < 0 হয়
∴ b2 – 4ac < 0 হয়
অর্থাৎ, বীজদ্বয় অবাস্তব হয়।
(খ) ax2 + bx + c = 0 সমীকরণে a = 0 হলে (b, c বাস্তব), সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে।
Ans: সত্য
কারন:
ax2 + bx + c = 0
বা, 0 × x2 + bx + c = 0
বা, 0 + bx + c = 0
∴ bx + c = 0 (রৈখিক সমীকরণ)
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6
(ক) x2 + Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2 হলে, P-এর মান কত?
Ans: যেহেতু, x2 + Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2
∴ x2 + Px + 2 = 0
বা, (2)2 + P×2 + 2 = 0
বা, 4 + 2P + 2 = 0
বা, 6 + 2P = 0
বা, 2P = -6
বা, P = `\frac{-\overset3{\cancel6}}{\cancel2}`
∴ P = -3
∴ নির্ণেয় P এর মান -3
(খ) x – 4x + 5 = 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করাে।
Ans: x2 – 4x + 5 = 0 দ্বিঘাত সমীকরণটিকে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই,
a=1, b=-4, c=5
∴ নিরুপক = b2 – 4ac
= (-4)2 – 4×1×5
= 16 – 20
= -4
(গ) ax2 + bx + c = 0 (a, b, c বাস্তব, a ≠ 0) সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান এবং (ii) বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখাে।
Ans: ax2 + bx + c = 0 সমীকরণটির বীজদ্বয়
(i) বাস্তব ও সমান হবে যখন b2 – 4ac = 0 হয়।
(ii) বাস্তব ও অসমান হবে যখন b2 – 4ac > 0 হয়।
4. (ক) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করাে—দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি নির্ণয় করাে।
Ans: ধরি, দশক স্থানীয় অঙ্কটি = x
∴ একক স্থানীয় অঙ্কটি = (x+6)
∴ সংখ্যাটি = 10x + (x+6)
= 10x + x + 6
= 11x + 6
অঙ্কদ্বয়ের গুণফল = x × (x+6)
= x2 + 6x
প্রশ্নানুসারে, x2 + 6x = (11x+6) – 12
বা, x2 + 6x = 11x + 6 – 12
বা, x2 + 6x = 11x – 6
বা, x2 + 6x – 11x + 6 = 0
∴ x2 – 5x + 6 = 0
∴ নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x2 – 5x + 6 = 0
এখন x2 – 5x + 6 = 0
বা, x2 – 3x – 2x + 6 = 0
বা, x(x-3) – 2(x-3) = 0
বা, (x-3) (x-2) = 0
হয়, x – 3 = 0
∴ x = 3
অথবা, x – 2 = 0
∴ x = 2
∴ x = 3 হলে, সংখ্যাটি
= 11x + 6
= 11×3 + 6
= 33 + 6
= 39
∴ x = 2 হলে, সংখ্যাটি
= 11x + 6
= 11×2 + 6
= 22 + 6
= 28
(খ) 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে, α2 + β2 -এর মান নির্ণয় করাে।
Ans: 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণকে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a=5, b=2, c=-3
∴ α + β = `-\frac{b}{a}`
= `-\frac{2}{5}`
∴ α × β = `\frac{c}{a}`
= `\frac{-3}{5}`
প্রদত্ত রাশি = α2 + β2
= (α + β)2 – 2 × `(\frac{-3}{5})`
= `\frac4{25}` + `\frac6{5}`
= `\frac{4+30}{25}`
= `\frac{34}{25}`
= `1\frac{9}{25}`
∴ নির্ণেয় (α2 + β2) এর মান `1\frac{9}{25}`
(গ) সমাধান করাে : `\frac{x}{x+1}+\frac{x+1}{x}=2\frac{1}{12},x≠0,-1`
Ans: ধরি, `\frac{x}{x+1}` = a
∴ `\frac{x}{x+1}+\frac{x+1}{x}=2\frac{1}{12}`
বা, a + `\frac1{a}` = `\frac25{12}`
বা, `\frac{a^{2}+1}{a}` = `\frac25{12}`
বা, 12a2 + 12 = 25a
বা, 12a2 – 25a + 12 = 0
বা, 12a2 – 16a – 9a + 12 = 0
বা, 4a(3a-4) – 3(3a-4) = 0
বা, (3a-4) (4a-3) = 0
হয়, 3a – 4 = 0
বা, 3a = 4
বা, 3 × `\frac{x}{x+1}` = 4
বা, `\frac{3x}{x+1}` = 4
বা, 4x + 4 = 3x
বা, 4x – 3x = -4
∴ x = -4
অথবা, 4a – 3 = 0
বা, 4a = 3
বা, 4 × `\frac{x}{x+1}` = 3
বা, `\frac{4x}{x+1}` = 3
বা, 4x = 3x + 3
বা, 4x – 3x = 3
∴ x = 3
Read Also:
Class 10 English 2nd Language Model Activity Task January 2022
Class 10 Bengali 1st Language (বাংলা – প্রথম ভাষা) Model Activity Task January 2022
Class 10 Geography (ভূগোল) Model Activity Task January 2022
Class 10 History (ইতিহাস) Model Activity Task January 2022
Class 10 Physical Science (ভৌত বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 10 Life Science (জীবন বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 10 Mathematics (গণিত) Model Activity Task January 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
আমার খুব ভালো লেগেছে । প্রতি টি পার্ট এইভাবে সমস্ত subjects একসাথে দেবেন আর pdf download link for all subjects হলে আমরা খুব খুশি হবো ।
sorry pdf download is not available on the website. if you want to download pdf then join our Facebook/Telegram/Whatsapp group
Telegram Channel: https://t.me/wbshiksha
Facebook Group: https://www.facebook.com/groups/603482697407658
Whatsapp Group: https://www.facebook.com/groups/603482697407658
PLZ MAKE THE ANSWERS BIG . THIS IS CLASS 10 . IF WE WROTE SO SHORT AS POSTED IN THIS ARTICLE , WE WILL GET 2.5 OUT OF 5
Ok, the next answers will be big. Thanks
AKchul bisista likechane
sorry for the spelling mistake. now we corrected. Thanks