Dear students, Class 10 Physical Science First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা দশম শ্রেণী প্রথম ইউনিট ভৌত বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 10 Physical Science First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
ভৌত বিজ্ঞান (Physical Science)
Class 10 (দশম শ্রেনী) পূর্ণমান – ৪০
সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট
Group – A
1.1 নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়
(a) N2O
(b) Co2
(c) CH,4
(d) 02
1.2 STP -তে 22.4 L কার্বন মনােক্সাইডের ভর
(a) 14g
(b) 32g
(c) 28g
(d) 44g
1.3 কোনাে রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে
(a) দুই মাধ্যমের সংকট কোণ
(b) 90°
(c) 180°
(d) 0°
1.4 X-ray, y-ray ও UV-ray-কে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাযথ ক্রম হবে
(a) X-ray<UV-ray< y-ray
(b) UV-ray <X – ray < y -ray
(c) X-ray > UV-ray > y-ray
(d) UV-ray > X- ray > y-ray
1.5 কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে
(a) সদ্ ও সমশীর্ষ
(b) অসদ ও সমশীর্ষ
(c) সদ্ ও অবশীর্ষ
(d) অসদ ও অবশীর্ষ
1.6 হ্যালােজেন মৌলদের গ্রুপ সংখ্যা হল
(a) 15
(b) 16
(c) 17
(d) 18
1.7 নীচের কোন যৌগটি আয়নীয় নয়?
(a) NaCl
(b) NaH
(c) CaCl2
(d) H2O
Group – B
(বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) একটি শব্দে/বাক্যে উত্তর দাও।
2.1 এমন একটি গ্যাসের নাম (অথবা ফমূলা) লেখাে যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন ধ্বংসের কারণ। 2.2 কোর্ট বায়ােডিগ্রেডেবল পলিমার – PVC, সেলুলােজ, পলিথিন ?
2.3 PV= w/m= RT সমীকরণে (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে) ‘M’ রাশির একক কী?
2.4 দুটি বস্তুর উয়তার পার্থক্য 5°C কেলভিন স্কেলে উয়তার পার্থক্য কত?
2.5 অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়ােগ উল্লেখ করাে।
অথবা উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়ােগ উল্লেখ করাে।
2.6 মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?
অথবা একটি উভ-উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলােক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে?
শূন্যস্থান পূরণ করাে :
2.7 আলােক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি______পায়।
2.8 একটি আয়নীয় যৌগের ফমূলা, যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনােটির ক্ষেত্রেই ৪ টি ইলেকট্রন নেই,হলাে _____ l
2.9 পর্যায় সারণিতে ক্ষার ধাতুদের গ্রুপে উপর থেকে নীচে নামলে আয়নাইজেশন এনার্জির মান ক্রমশ _____ পায়।
Group – C
(বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
3.1 গ্রিনহাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করাে।
3.2 মাত্ৰীয় বিশ্লেষণ (dimensional analysis) থেকে ‘R’-এর একক কী হওয়া উচিত তা দেখাও।
অথবা বয়েল, চার্লস ও অ্যাভােগাড্রোর সূত্র থেকে দেখাও PV= nRT.
3.3 কাচের স্ল্যাবে আলাে আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন?
অথবা দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?
3.4 কোনাে পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে মৌলদের আয়নাইজেশন শক্তি সাধারণত বৃদ্ধি পায় কেন?
3.5 কঠিন NaCl-এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na’ ও Cl- আয়ন থাকলেও তার তড়িৎপরিবাহিতা খুব কম কেন?
অথবা আয়নীয় যৌগের ক্ষেত্রে ‘আণবিক ওজন’ কথাটির চেয়ে ‘সংকেত ওজন’ কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন?
3.6 HCl ও NH3 অণুর লুইস ডট ডায়াগ্রাম আঁকো।
Group – D
(বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)।
4.1 STP -তে একটি গ্যাসের 112 mL আয়তনের ভর 0.22 g গ্যাসটির ঐ নমুনায় কতগুলি অণু আছে? গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত?
অথবা প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? কোনাে গ্যাসের মধ্যে অণুগুলির গতির একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করাে।
4.2 কীভাবে উত্তল লেন্সের সাহায্যে কোনাে বস্তুর সদ্ বিম্ব গঠন করা যায় ছবি এঁকে দেখাও।
অথবা কীভাবে উত্তল লেন্সকে বিবর্ধক কাচরূপে ব্যবহার করা যায় চিত্র এঁকে দেখাও।
4.3 কোনাে উত্তল লেন্সের আলােক কেন্দ্র বলতে কী বােঝায় ছবি এঁকে বােঝাও। কোনাে লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 30 cm ও প্রতিবিম্ব দূরত্ব 60 cm হলে রৈখিক বিবর্ধনের মান কত?
4.4 গ্রুপ 1-ভুক্ত মৌলদের নাম ‘ক্ষার ধাতু’ হল কেন? একটি ইউরেনিয়াম-উত্তর মৌলের চিহ্ন লেখাে।
অথবা মােজুলের পরীক্ষার সিদ্বান্ত কী ছিল? সন্ধিগত ধাতু বলতে কী বােঝায় একটি উদাহরণসহ লেখ।
Read Also:
Class 10 English 1st Unit Test Question 2022
Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 10 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 10 History (ইতিহাস) 1st Unit Test Question 2022
Class 10 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022
Class 10 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022
Class 10 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
🙏🙏🙏