Class 10 Physical Science MCQ Adaptation Package Is The New Multiple Choice Question Task Given by Banglar Shiksha Portal and NAS (National Academic Survey). In This Article We Will Discuss Class 10 Physical Science MCQ Adaptation Package With Answers. We Can Call This Task In Bengali As Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন).
Class 10 Physical Science MCQ Adaptation Package
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন হল বাংলার শিক্ষা পোর্টাল এর MCQ (Multi Choice Question) Adaptation Package যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন উত্তরসহ আলোচনা করা হয়েছে ।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি
ইতিহাস
দশম শ্রেণি
Class 10 Physical Science MCQ Adaptation Package Solutions
১. কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ?
( ক ) নাইট্রোজেন
( খ ) অক্সিজেন
( গ ) নাইট্রাস অক্সাইড
( ঘ ) হাইড্রোজেন
উত্তর: ( গ ) নাইট্রাস অক্সাইড
২. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –
( ক ) 3 g / mol
( খ ) 6 g / mol
( গ ) 32 g / mol
( ঘ ) 48 g / mol
উত্তর: ( ঘ ) 48 g / mol
৩. কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে –
( ক ) সদ্ ও অবশীর্ষ
( খ ) অসদ্ ও অবশীর্ষ
( গ ) সদ্ ও সমশীর্ষ
( ঘ ) অসদ্ ও সমশীর্ষ
উত্তর: ( খ ) অসদ্ ও অবশীর্ষ
৪. কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যা হ হলে তার বক্তৃতা ব্যাসার্ধ হবে –
( ক ) fcm
( খ ) 2fcm
( গ ) f/2 cm
( ঘ ) f/4 cm
উত্তর: ( খ ) 2fcm
৫. বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে । লাল , নীল , সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো –
( ক ) লাল
( খ ) নীল
( গ ) হলুদ
( ঘ ) বেগুনি
উত্তর: ( ঘ ) বেগুনি
৬ . A , B ও C তিনটি জলীয় দ্রবণের pH যথাক্রমে 3 , 9 ও 6। এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো –
( ক ) A < B < C
( খ ) B < C < A
( গ ) C < B < A
( ঘ ) A < C < B
উত্তর: ( খ ) B < C < A
৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –
( ক )
( খ )
( গ )
( ঘ ) WmK
উত্তর: ( গ )
৮ . ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
( ক ) তিনগুণ হবে
( খ ) নয়গুণ হবে
( গ ) ছয়গুণ হবে
( ঘ ) বারোগুণ হবে
উত্তর: ( খ ) নয়গুণ হবে
৯. 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো –
( ক ) 16 ওহম
( খ ) ৪ ওহম
( গ ) 3 ওহম
( ঘ ) 2 ওহম
উত্তর: ( গ ) 3 ওহম
১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –
( ক ) ইলেকট্রন
( খ ) শুধু ক্যাটায়ন
( গ ) শুধু অ্যানায়ন
( ঘ ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
উত্তর: ( ঘ ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
Read Also:
Class 10 English MCQ Adaptation Package 2021
Class 10 History (ইতিহাস) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Bengali (বাংলা) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Geography (ভূগোল) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Life Science (জীবনবিজ্ঞান ) বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Mathematics (গণিত) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 3 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 8 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই ?
( ক ) NaCl
( খ ) NaH
( গ ) LiH
( ঘ ) LiCl
উত্তর: ( গ ) LiH
১২. গ্যাস ধ্রুবকের SI একক হলো
( ক ) J mol K
( খ )
( গ )
( ঘ )
উত্তর: ( ঘ )
১৩. উয়তা বাড়লে কোনো অর্ধপরিবাহীর রোধাঙ্ক –
( ক ) বেড়ে যায়
( খ ) কমে যায়
( গ ) অপরিবর্তিত থাকে
( ঘ ) প্রথমে বাড়ে তারপরে কমে যায়
উত্তর: ( খ ) কমে যায়
১৪. ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে –
( ক ) তর্জনী প্রবাহের দিক , বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
( খ ) মধ্যমা প্রবাহের দিক , তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
( গ ) মধ্যমা প্রবাহের দিক , বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
( ঘ ) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক , মধ্যমা চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
উত্তর: ( খ ) মধ্যমা প্রবাহের দিক , তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো –
( ক ) কোনো পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক
( খ ) কোনো পর্যায়ে নোেবল গ্যাসটির প্রথম আয়
নীভবন শক্তির মান সর্বাধিক
( গ ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণধর্ম সর্বাধিক
( ঘ ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়
উত্তর: ( গ ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণধর্ম সর্বাধিক
১৬. 24g কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP- তে তার আয়তন হবে –
( ক ) 2.24 L
( খ ) 22.4L
( গ ) 33.6 L
( ঘ ) 44.8 L
উত্তর: ( ঘ ) 44.8 L
১৭. CH · CH ( OH ) CH , যৌগটির IUPAC নাম হলো – –
( ক ) Propan – 1 – ol
( খ ) Propan – 2 – ol
( গ ) Propanone
( ঘ ) Propanoic acid
উত্তর: ( খ ) Propan – 2 – ol
১৮. যে যৌগটি ব্রোমিন – কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো
( ক )
( খ )
( গ )
( ঘ )
উত্তর: ( ক )
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।