প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 10 Physical Science Model Activity Task January 2022 Part 1 (দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ সালে তোমরা যারা নতুন Class 10 (দশম শ্রেণি) -তে উঠলে তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 10 Physical Science Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 10 Physical Science January 2022 NEW Model Activity Task এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 9, January 2022
Physical Science (ভৌতবিজ্ঞান)
দশম শ্রেণী (Class – X)
পূর্ণমান – ২০
Class 10 Physical Science Model Activity Task January 2022 Solution
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩
১.১ নীচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলাে—
(ক) N2
(খ) O2
(গ) N2 O
(ঘ) H2
উত্তর : (গ) N2 O
১.২ যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলাে—
(ক) CH4
(খ) N2O
(গ) CO2
(ঘ) CFC
উত্তর : (গ) CO2
১.৩ যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলাে—
(ক) N2
(খ) N2 O
(গ) NO
(ঘ) NO2
উত্তর : (ক) N2
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করাে : ১x৫=৫
২.১ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে।
উত্তর : মিথ্যা l
২.২ ফসিল ফুয়েল পােড়াবার ফলে সৃষ্ট CO, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ।
উত্তর : সত্য l
২.৩ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়।
উত্তর : সত্য l
২.৪ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম।
উত্তর : মিথ্যা l
২.৫ কম শক্তির অতিবেগুনি রশ্মি শােষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়।
উত্তর : মিথ্যা l
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬
৩.১ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করাে।
উত্তর : গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব:
(i) এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 – 40c এর মতাে বৃদ্ধি পাবে ও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে l
(ii) উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তুপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে l সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে l
৩.২ ‘গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হত না’ – যুক্তিসহ সমর্থন করাে।
উত্তর : গ্রিনহাউস এফেক্ট-এর উপযােগিতা :
যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকত তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়াত প্রায় -30°C । এই উষ্ণতায় জীবকূলের বেঁচে থাকা অসম্ভব হত এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লােপ পেত।
৩.৩ ওজোনস্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করাে।
উত্তর : ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব:
(1) মানুষের ওপর প্রভাব : চামড়ার ক্যান্সার, মেলানােমা, চোখে ছানি পড়া ইত্যাদি রােগ হতে পারে l
(2) উদ্ভিদের ওপর প্রভাব : সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে ফলে শস্যের উৎপাদন কমে যাবে।
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : ৩x২=৬
৪.১ কাচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলাে ব্যাখ্যা করাে।
উত্তর : সূর্য থেকে আসা দৃশ্যমান আলােকরশ্মির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলােহিত রশ্মি (Infrared) সাপেক্ষে কাচ তাপস্বচ্ছ (Diatherminous) বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি সহজেই কাচের দেয়াল ও ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যেকার মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে। ঘরের ভিতরে থাকা মাটি ও উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণ করে সেগুলি বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন হয়। এই বিকিরণ সাপেক্ষে কাচ তাপ অস্বচ্ছ (Adiatherminous) হওয়ায় সেগুলি কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাচ এই রশ্মির কিছু অংশ শােষণ করে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভিতরকার মাটিতে প্রতিফলিত করে। ফলে, কাচের ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে।
৪.২ ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখাে। ওজোনস্তরে ‘ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করাে।
উত্তর : ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলাে ক্লোরােফ্লুরােকার্বন (CFC) l
স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়ােজন এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ (যেমন CFC, NO ইত্যাদি) ব্যবহারের ফলে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়ােজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাই হলাে ওজোনস্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ।
Read Also:
Class 10 English 2nd Language Model Activity Task January 2022
Class 10 Bengali 1st Language (বাংলা – প্রথম ভাষা) Model Activity Task January 2022
Class 10 Geography (ভূগোল) Model Activity Task January 2022
Class 10 History (ইতিহাস) Model Activity Task January 2022
Class 10 Physical Science (ভৌত বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 10 Life Science (জীবন বিজ্ঞান) Model Activity Task January 2022
Class 10 Mathematics (গণিত) Model Activity Task January 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Sir sorry but
3-এর 3.2 answer টা -30°c হবে plz ওটা সংশোধন করে দিন…
Thanks for all answers it’s really helpful for us🙂
thank you bhul ta songshodhan kore debar jonno.
thank you
thank you