প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Computer Application Model Question Paper 2024 With Answer নিয়ে এসেছি। 13.09.24 তারিখ থেকে তোমাদের Class 11 এর 1st Semester পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য Model Question Paper দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমরা এখানে Class 11 1st Semester Computer Application Model Question With Answer দিয়ে দিলাম।
Higher Secondary Model Questions
Modern Computer Application (COMA)
Class – XI (একাদশ শ্রেনী)
1st Semester
Full Marks 1×35=35 | Time – 1 Hour 15 Minutes
Class 11 Computer Application Model Question Paper 2024
A. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহুবিকল্পভিত্তিক / MCQ ) : 1×10=10
1.গাণিতিক ও যুক্তিমূলক কাজগুলি সম্পাদন করার দ্বায়িত্ব কে পালন করে?
(a) CU
(b) CPU
(c) ALU
(d) এদের কোনোটিই নয়।
Ans : (c) ALU
2.নীচের কোনটি Impact printer-এর উদাহরণ?
(a) Dot Matrix
(b) Inkjet
(c) Thermal
(d) Laser Printer
Ans : (a) Dot Matrix
3. PARAM 2000 কোন্ দেশের তৈরি সুপারকম্পিউটার?
(a) Japan
(b) India
(c) America
(d) England
Ans : (b) India
4.নিম্নলিখিতগুলির মধ্যে কোটি System software-এর উদাহরণ?
(a) Compiler
(b) DOS
(c) Windows
(d) এদের সবকটি।
Ans : (d) এদের সবকটি।
5. যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্যাবলি সম্পাদন করে, তাদের বলা হয়-
(a) System Software
(b) Application Software
(c) Utility Software
(d) এদের কোনোটিই নয়।
Ans : (b) Application Software
6. কোন্ ধরনের অপারেটিং সিস্টেমে একাধিক CPU ব্যবহৃত হয়?
(a) Single Use
(b) Multi Use
(c) Multiprogramming
(d) Multiprocessing
Ans : (d) Multiprocessing
7. একটি CUl based অপারেটিং সিস্টেমের উদাহরণ হল-
(a) DOS
(b) Windows
(c) Linux
(d) এদের সবকটি।
Ans : (a) DOS
8.নাম্বার সিস্টেমে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি weighted code-এর উদাহরণ?
(a) BCD
(b) Binary
(c) 8421 code
(d) এদের সবকটি।
Ans : (d) এদের সবকটি।
9. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি non-weighted code-এর উদাহরণ নয়?
(a) Grey code
(b) Excess – 3 code
(c) BCD code
(d) এদের সবকটি।
Ans : (c) BCD code
10. নাম্বার সিস্টেমে একটি 7-bit যুক্ত encoding scheme হল-
(a) ASCII
(b) ISCII
(c) UNICODE
(d) BCD
Ans: (a) ASCII
B. শূন্যস্থান পূরণ করো (বহুবিকল্পভিত্তিক) : 1×5=5
1. নাম্বার সিস্টেমে (1000)2 এর 2’s complement হল ___________________ |
(a) 1001
(b) 0111
(c) 1010
(d) 1000
Ans : (d) 1000
2. বুলিয়ান বীজগণিতে (A+ Ā) -এর মান হল ___________________ |
(a) 0
(b) 1
(c) A
(d) Ā
Ans : (b) 1
3. ___________________ এবং NOR হল universal gate-এর উদাহরণ।
(a) NAND
(b) OR
(c) XNOR
(d) XOR
Ans : (a) NAND
4. De Morgan-এর প্রথম সূত্রটি হল ___________________ |
Ans :
5. বুলিয়ান expression-কে Simplify করার জন্য ___________________ ব্যবহৃত হয়।
(a) G-Map
(b) K-Map
(c) D-Map
(d) Bar Chart
Ans : (b) K-Map
C. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও (Column Matching) : 1×4=4
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
A. কম্পিউটার language ব্যবহার করে লেখা একগুচ্ছ নির্দেশের নাম- | i. Program |
B. সরাসরি কম্পিউটার বোধ্য একমাত্র programming language হল- | ii. Algorithm |
C. সহজ-সরল ভাষায় লেখা ক্রমিক নির্দেশগুলিকে বলা হয়- | iii. Pseudocode |
D. Algorithm-কে ধাপে ধাপে বর্ণনা করার পদ্ধতিকে বলে হয়- | iv. Machine Language |
সম্ভাব্য উত্তর :
(a) A-i, B-ii, C-iii, D-iv
(b) A-iv, B-ii, C-iii, D-i
(c) A-ii, B-iii, C-iv, D-i
(d) A-i, B-iv, C-ii, D-iii
Ans : (d) A-i, B-iv, C-ii, D-iii
D. নিম্নলিখিত কাজগুলিকে তাদের ক্রম অনুসারে সঠিকভাবে সাজাও (Rearrange) : 1×4=4
1. Analysing the problem
2. Coding
3. Developing an algorithm
4. Debugging
5. Testing/Executing
সঠিক সজ্জাক্রম (উত্তর) : —————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————–
Ans : 1. Analysing the problem
3. Developing an algorithm
2. Coding
5. Testing/Executing
4. Debugging
E. সমস্যা সংক্রান্ত প্রশ্নাবলি (Case Based Problem) [বহুবিকল্পভিত্তিক] : 1×2=2
1.“স্প্রেডশিট প্রোগ্রামে কোনো একটি বিষয়ে 30 বা তার বেশি পেলে Pass না হলে Fail কথাটি প্রদর্শন করার জন্য রূপম একটি Cell-এ =IF(D2>=30, “Fail”, “Pass”) ফাংশনটি টাইপ করে Enter চাপার পর দেখল যাদের Pass করার কথা তারা সবাই Fail করে গেছে এবং যাদের Fail করার কথা তারা সবাই Pass করে গেছে।“ ফাংশনটি সঠিকভাবে লেখার জন্য তাকে নীচের কোন্ অপশনটি বেছে নিতে হবে?
(a) = IF(D2<=30, “Fail”, “Pass”)
(b) =IF(D2>=30, “Pass”, “Fail”)
(c) = IF ( D2>= 30, Fail, Pass)
(d) =IF(D2>=30, “Fail” : “Pass”)
Ans : (b) =IF(D2>=30, “Pass”, “Fail”)
2. “স্প্রেডশিট প্রোগ্রামে Conditional Formatting করার জন্য মৌমিতা Data ট্যাবের Data validation-এ ক্লিক করে দেখল সেখানে Conditional Formatting করার কোনো অপশন নেই।” কাজটি সঠিকভাবে করার জন্য তাকে নীচের কোন ধাপটি অনুসরণ করতে হবে?
(a) File → Conditional formatting.
(b) Insert → Conditional formatting
(c) Format → Conditional formatting
(d) Tools → Conditional formatting
Ans : (c) Format → Conditional formatting
F. সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহুবিকল্পভিত্তিক / MCQ ) : 1×5=5
1. নিম্নলিখিতগুলির মধ্যে কোটি Spreadsheet software-এর উদাহরণ?
(a) Open Office
(b) Google Sheets
(c) Excel
(d) এদের সবগুলি।
Ans : (d) এদের সবগুলি।
2. নিম্নলিখিতগুলির মধ্যে কোটি Google Sheets-এ মেনু হিসাবে পাওয়া যায়?
(a) Tools
(b) Data
(c) Insert
(d) এদের সবগুলি।
Ans : (d) এদের সবগুলি।
3. সেলের ডেটা সংশোধন করার জন্য Edit মোডে যাওয়ার ফাংশন কী হল-
(a) F2
(b) F3
(c) F1
(d) F12
Ans : (c) F1
4. সেলের মধ্যে লেখা ফর্মুলা বা ফাংশন-এর ত্রুটি নির্ধারণ করার ফাংশনটি হল-
(a) IFERROR
(b) COUNTIF
(c) SUMIF
(d) SUMIFS
Ans : (a) IFERROR
5. একটি শর্ত পূরণের মাধ্যমে average value নির্ণয় করার Logical function হল-
(a) AVERAGE
(b) SUM
(c) AVERAGEIF
(d) এদের কোনোটিই নয় ।
Ans : (c) AVERAGEIF
G. শূন্যস্থান পূরণ করো (বহুবিকল্পভিত্তিক) : 1×5=5
1. Worksheet-এর মধ্যে image add করার জন্য ব্যবহৃত মেনুটি হল, _________________ ।
(a) Insert
(b) File
(c) Edit
(d) Tools
Ans : (a) Insert
2. ওয়ার্কশিটের ডেটাগুলির বৈধ্যতা যাচাই করার পদ্ধতি হল _________________ ।
(a) Data Sorting
(b) Auto Filter
(c) Data Validation
(d) Text Formatting
Ans : (b) Auto Filter
3. সেল মধ্যস্থ ডেটাসমূহের ত্রুটিগুলিকে দূর করার পদ্ধতি হল _________________ ।
(a) Normalization
(b) Authorization
(c) Authentication
(d) কোনোটিই নয়।
Ans : (a) Normalization
4. Google Sheets ফাইলের extension name হল _________________ ।
(a) .html
(b) .ods
(c) .gsheet
(d) .xlsx
Ans : (c) .gsheet
5. Google শিট প্রোটেক্ট করার Protect sheets and ranges অপশনটি _________________ মেনুতে থাকে।
(a) File
(b) Tools
(c) Insert
(d) Data
Ans : (d) Data
Read Also
Class 11 Semester 1 English Model Question Paper With Answer
Class 11 Semester 1 Bengali (বাংলা) Model Question Paper With Answer
Class 11 Semester 1 History (ইতিহাস) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Geography (ভূগোল) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Political Science (রাষ্ট্রবিজ্ঞান) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Sociology (সমাজিবজ্ঞান) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Philosophy (দর্শন) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Computer Application (কম্পিউটার আপ্লিকেশন) Model Question Paper With Answer
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।