Class 11 Environmental Studies Model Question Paper 2024 | 1st Semester | একাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা নমুনা প্রশ্নপত্র উত্তরসহ | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Environmental Studies Model Question Paper 2024 | 1st Semester নিয়ে এসেছি। 13.09.24 তারিখ থেকে তোমাদের Class 11 এর 1st Semester পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য Model Question Paper দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমরা এখানে Class 11 Semester 1 Environmental Studies Model Question With Answer দিয়ে দিলাম।

Class XI – Environmental Studies (পরিবেশ বিদ্যা)

Semester – 1

পূর্ণমান ১×৪০=৪০ | সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


Class 11 Environmental Studies Model Question Paper 2024 | একাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা নমুনা প্রশ্নপত্র উত্তরসহ

1. পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা—

(A) 120 কোটি

(B) 140 কোটি

(C) 100 কোটি

(D) 80 কোটি
Ans : (B) 140 কোটি

2. ‘ভার্মিকম্পোষ্ট’ তৈরিতে লাগে—

(A) ব্যকটিরিয়া

(B) কচুরীপানা

(C) ছত্রাক

(D) কেঁচো
Ans : (D) কেঁচো

3. নীচের কোটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ –

(A) হাম

(B) হেপাটাইটিস

(C) কলেরা

(D) টাইফয়েড
Ans : (C) কলেরা

4. নীচের কোন্ বাক্যটি সত্য বল –

(A) পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম 239

(B) পারমাণবিক বোমা তৈরিতে লাগে রেডিয়াম 29

(C) পারমাণবিক বোমা তৈরিতে লাগে কোবাল্ট 40

(D) পারমাণবিক বোমা তৈরিতে লাগে ইউরোনিয়াম 292
Ans : (A) পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম 239

5. সবুজ বিপ্লবের জনক হলেন –

(A) এম. এস. স্বামীনাথন

(B) স্বামী রঙ্গনাথন

(C) নরম্যান বরলগ

(D) সবগুলি
Ans : (C) নরম্যান বরলগ

6. মিথ্যা বাক্যটি চিহ্নিত করো –

(A) ডিডিটি রাসায়নিক কীট নাশক

(B) সবুজ সার মাটির উর্বরতা কমায়

(C) ‘ওজন হোল’ সৃষ্টি করে CFC

(D) অ্যামিবা জলের প্রাণী
Ans : (B) সবুজ সার মাটির উর্বরতা কমায়

7. একটি পূনর্নবীকরণ সম্পদ হল

(A) লোহা

(B) সূর্যালোক

(C) বনজসম্পদ

(D) বৃষ্টি
Ans : (B) সূর্যালোক

৪. ভারতে সর্বাধিক কয়লা ব্যবহার হয়

(A) তাপবিদ্যুৎ কেন্দ্রে

(B) সিমেন্ট শিল্পে

(C) সার শিল্পে

(D) ইস্পাত শিল্পে
Ans : (A) তাপবিদ্যুৎ কেন্দ্রে

9. কোন্ জোড়াটি সঠিক

(A) ব্র্যান্ডটল্যান্ড রিপোর্ট – সুস্থায়ী উন্নয়ন

(B) আমাদের সাধারণ ভবিষ্যত – IUCN

(C) রামসার সম্মেলন – দূষণ প্রতিরোধ

(D) পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ – সৌর মন্ডল
Ans : (A) ব্র্যান্ডটল্যান্ড রিপোর্ট – সুস্থায়ী উন্নয়ন

10. তোমার মতে কোন্ যুক্তিটি সঠিক –

(A) জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে

(B) জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে

(C) জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে

(D) জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে।
Ans : (B) জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে

11. গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গলে যাচ্ছে?

(A) 33 মিটার

(B) 23 মিটার

(C) 13 মিটার

(D) 3 মিটার
Ans : (B) 23 মিটার

12. মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে

(A) প্রথম বিশ্বযুদ্ধের পর

(B) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর

(C) নগর সভ্যতা স্থাপনের পর

(D) কোনোটাই নয়
Ans : (C) নগর সভ্যতা স্থাপনের পর

13. ‘NEAC’ গঠিত হয় –

(A) 1986 সালে

(B) 1946 সালে

(C) 1968 সালে

(D) 1964 সালে
Ans : (A) 1986 সালে

14. নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হল-

(A) মানুষের গড় আয়

(B) মানুষের গড় বয়স

(C) মানুষের চাহিদা

(D) কোনোটাই নয়
Ans : (B) মানুষের গড় বয়স

15. ‘বেসিল কনভেনসন’ যে বিষয়ে তথ্য প্রদান করে।

(A) ভারতে দূষণ পরিমাপ ও প্রতিরোধের নিয়মাবলী

(B) ভারতে পৌরসভার এবং শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা

(C) বর্জ্যজল বায়ুমন্ডলে উপস্থিত দূষক পদার্থের শ্রেণিবিন্যাসের মাপক

(D) বিপজ্জনক বর্জ্যের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা।
Ans : (B) ভারতে পৌরসভার এবং শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা

16. ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোস না করে বর্তমানের চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হল,

(A) পরিবেশ সংরক্ষণ

(B) টেকসই উন্নয়ন

(C) পরিবেশগত পুনরুদ্ধার

(D) সম্পদের অবক্ষয়
Ans : (B) টেকসই উন্নয়ন

17. আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী—

(A) গ্রীণহাউস গ্যাস

(B) বিশ্ব উষ্ণায়ন

(C) বনভূমি হ্রাস

(D) সব কয়টি
Ans : (D) সব কয়টি

18. ‘অ্যাজেন্ডা 21’-এর দ্বারা কি নির্দেশ করা হয় –

(A) 21 শতাব্দী

(B) 21 টি লক্ষ্য

(C) পরিবেশ সম্পর্কিত 21টি আশঙ্কার বিষয়

(D) 21 টি স্বাক্ষরকারী দেশ
Ans : (A) 21 শতাব্দী

19. CFC ও অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিক-এর ব্যবহার নিষিদ্ধ করে।

(A) ভিয়েনা কনভেনশন

(B) কিয়োটো প্রটোকল

(C) প্যারিস চুক্তি

(D) মন্ট্রিল প্রটোকল
Ans : (D) মন্ট্রিল প্রটোকল

20. UNICEF-এর মতে বাল্যবিবাহের মূল কারণ হল –

(A) শিশু শ্রম

(B) অপুষ্টি

(C) দারিদ্র্য

(D) কুসংস্কার
Ans : (C) দারিদ্র্য

1. বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা (Reduce), প্রত্যাখান করা (Refuse), পুনরায় কাজে লাগানো (Reuse), পুনরাবর্তন (Recycle) এই চার পদ্ধতিকে _________________ বলে?

(A) 3R

(B) 2R

(C) 4R

(D) 5R
Ans : (C) 4R

2. কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে _______________ বলে

(A) জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি

(B) স্থিতিশীল জনসংখ্যা

(C) জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি

(D) জন বিস্ফোরণ
Ans : (C) জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি

3. পৃথিবীর আবহাওয়ার গুণমান বাজায় রাখতে শিল্প ক্ষেত্রে প্রয়োজন _____________ |

(A) গ্রিন টেকনোলজি

(B) ব্লু টেকনোলজি

(C) ব্ল্যাক টেকনোলজি

(D) রেড টেকনোলজি
Ans : (A) গ্রিন টেকনোলজি

4. ‘মিনামাটা’ রোগ সৃষ্টিকারী ধাতুটি হল ______________ ।

(A) তামা

(B) লোহা

(C) সীসা

(D) পারদ
Ans : (D) পারদ

5. ভারতে প্রতিবছর ___________________ মরুভূমি 0.8 KM ধেয়ে আসছে

(A) গোবি

(B) থর

(C) মরক্কো

(D) লিবিয়া
Ans : (B) থর

1. (i) বিশ্বে সবধরনের মোটরযান থেকে প্রতিবছর 90 কোটি মেট্রিকটন CO, নির্গত হয়।

(ii) জনসংখ্যা বাড়লে প্রতিবছর মোটরযান থেকে CO, নির্গমনের পরিমাণ কমবে।

(ii) জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর CO, উৎপন্ন হচ্ছে এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে।

(iv) শিল্পক্ষেত্রে CO, নিঃসারণ পুরোপুরি বন্ধ করা সম্ভব।

(A) i মিথ্যা ii মিথ্যা iii সত্য iv মিথ্যা

(B) i সত্য ii মিথ্যা iii সত্য iv মিথ্যা

(C) i মিথ্যা ii সত্য iii মিথ্যা iv মিথ্যা

(D) i সত্য ii সত্য iii সত্য iv মিথ্যা
Ans : (A) i মিথ্যা ii মিথ্যা iii সত্য iv মিথ্যা

2. (i) 1972 সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে UNEP কর্মসূচী গ্রহণ করে।

(ii) 1988 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃ সরকারি কমিটি IPCC গঠিত হয়।

(iii) দূষণকারী রাষ্ট্রের নীতিগতভাবে দূষণ ব্যয় বহন করা উচিত।

(iv) যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয়।

(A) i সত্য ii সত্য iii সত্য iv মিথ্যা

(B) i মিথ্যা ii সত্য iii সত্য iv মিথ্যা

(C) i সত্য ii সত্য iii মিথ্যা iv মিথ্যা

(D) i মিথ্যা ii মিথ্যা iii সত্য iv সত্য
Ans : (A) i সত্য ii সত্য iii সত্য iv মিথ্যা

3. (i) ডিজিটাল পরিসেবা মানবসম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ।

(ii) শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হল মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার।

(iii) পানীয় জলে pH হল 6.5 – 8.5 ।

(iv) ‘ওজন সেল’ এ বাটখারা থাকে।

(A) i সত্য ii সত্য iii সত্য iv মিথ্যা

(B) i সত্য ii মিথ্যা iii সত্য iv সত্য

(C) i মিথ্যা ii সত্য iii সত্য iv মিথ্যা

(D) i মিথ্যা ii মিথ্যা iii সত্য iv মিথ্যা
Ans : (A) i সত্য ii সত্য iii সত্য iv মিথ্যা

4. (i) বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ওজোনস্তরের অবস্থান।

(ii) স্ট্র্যাটোস্ফিয়ারে ‘ওজোন স্তর অবস্থান করে।

(iii) হ্যারিকেন একটি ঝড়ের নাম।

(iv) সুনামী বায়ুমণ্ডলে ঘটে।

(A) i সত্য ii মিথ্যা iii সত্য iv মিথ্যা

(B) i মিথ্যা ii সত্য iii সত্য iv মিথ্যা

(C) i সত্য ii মিথ্যা iii মিথ্যা iv সত্য

(D) i মিথ্যা ii সত্য iii সত্য iv সত্য
Ans : (B) i মিথ্যা ii সত্য iii সত্য iv মিথ্যা

5. (i) সুস্থায়ী পরিবেশ উন্নয়ণ গড়ে তুলতে কৃষি উৎপাদন, অরণ্য রক্ষণ, শিল্প উন্নয়ণ ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন ।

(ii) জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস্ ক্যাম্পেন গড়ে তোলা হয়।

(iii) ভারতে শতকরা 90 ভাগ মানুষ গ্রামে বাস করে।

(iv) বৈদিক যুগে তপোবনগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য।

(A) i সত্য ii সত্য iii মিথ্যা iv সত্য

(B) i সত্য ii মিথ্যা iii মিথ্যা iv সত্য

(C) i মিথ্যা ii সত্য iii মিথ্যা iv মিথ্যা

(D) i সত্য ii মিথ্যা iii সত্য iv সত্য
Ans : (A) i সত্য ii সত্য iii মিথ্যা iv সত্য

1. (A) মন্ট্রিল প্রোটোকল – রামসার কনভেনশন – স্টকহোম কনফারেন্স – কিয়োটো প্রোটোকল
(B) স্টকহোম কনফারেন্স – মন্ট্রিল প্রোটোকল – কিয়োটো প্রোটোকল – রামসার কনভেনশন
(C) কিয়োটো প্রোটোকল – মন্ট্রিল প্রোটোকল – রামসার কনভেনশন – স্টকহোম কনফারেন্স
(D) রামসার কনভেনশন – কিয়োটো প্রোটোকল – স্টকহোম কনফারেন্স – মন্ট্রিল প্রোটোকল

Ans : প্রশ্নপত্রে সঠিক পর্যায়ক্রম অনুযায়ী কোনো বিকল্প দেওয়া নেই। সঠিক পর্যায়ক্রম হবে –
রামসার কনভেনশন – স্টকহোম কনফারেন্স – মন্ট্রিল প্রোটোকল – কিয়োটো প্রোটোকল

2. (A) স্ট্র্যাটোস্ফিয়ার – আবহমণ্ডলের পরিবর্তন – জলের অম্লতা বৃদ্ধি – জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস
(B) আবহমণ্ডলের পরিবর্তন – স্ট্র্যাটোস্ফিয়ার – জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস – জলের অম্লতা বৃদ্ধি
(C) জলের অম্লতা বৃদ্ধি – স্ট্র্যাটোস্ফিয়ার – জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস – আবহমণ্ডলের পরিবর্তন
(D) জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস – আবহমণ্ডলের পরিবর্তন – জলের অম্লতা বৃদ্ধি – স্ট্র্যাটোস্ফিয়ার

Ans: (A) স্ট্র্যাটোস্ফিয়ার – আবহমণ্ডলের পরিবর্তন – জলের অম্লতা বৃদ্ধি – জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস

1.

1. সামুদ্রিক বাস্তুতন্ত্রA. বৃক্ষ
2. বনভূমির বাস্তুতন্ত্রB. ঘাস
3. মরুভুমির বাস্তুতন্ত্রC. সিলমাছ
4. তৃণভূমির বাস্তুতন্ত্রD. উট

(A) 1 – A, 2 – C, 3 – D, 4 – B
(B) 1 – D, 2 – A, 3 – D, 4 – B
(C) 1 – A, 2 – B, 3 – C, 4 – D
(D) 1 – D, 2 – C, 3 – D, 4 – B

Ans : প্রশ্নপত্রে সঠিক বিকল্প দেওয়া নেই। সঠিক হবে –
(A) 1 – C, 2 – A, 3 – D, 4 – B

2.

1. N2A. 0.03%
2. O2B. 0.93%
3. CO2C. 20.60%
4. ArgonD. 77.16%

(A) 1 – D, 2 – C, 3 – A, 4 – B
(B) 1 – A, 2 – B, 3 – C, 4 – D
(C) 1 – C, 2 – A, 3 – D, 4 – B
(D) 1 – C, 2 – D, 3 – A, 4 – A

Ans : (A) 1 – D, 2 – C, 3 – A, 4 – B

3.

1. IUCNA. 1961
2. WWFB. 1948
3. UNEPC. 1992
4. UNCEDD. 1972

(A) 1 – D, 2 – C, 3 – A, 4 – B
(B) 1 – B, 2 – A, 3 – D, 4 – C
(C) 1 – A, 2 – B, 3 – C, 4 – D
(D) 1 – C, 2 – D, 3 – A, 4 – B

Ans : (B) 1 – B, 2 – A, 3 – D, 4 – C

1 . বিবৃতি – কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক National Museum of Natural History (NMNH) গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূতভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য।
যুক্তি – এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্পন্ধে সচেতন হয়ে উঠবে।
(A) বিবৃতি এবং যুক্তি সঠিক
(B) বিবৃতি সঠিক হলেও যুক্তি আংশিক সঠিক
(C) বিবৃতি ভুল হলেও যুক্তি সঠিক
(D) বিবৃতি ও যুক্তি উভয়ই বেঠিক
Ans : (A) বিবৃতি এবং যুক্তি সঠিক

2. বিবৃতি – প্যরিস চুক্তির মূল লক্ষ্য বিশ্বউয়ায়ন সমস্যার সমাধান করা এবং শিল্পযুগের পূর্বের তুলনায় 2° সেন্ট্রিগ্রেড-এর নীচে রাখা।
যুক্তি – এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত CO, গ্যাসের উদ্গিরণের মাত্রা কমে গেছে।
(A) বিবৃতি আংশিক সঠিক যুক্তি সঠিক
(B) বিবৃতি সঠিক যুক্তি বেঠিক
(C) বিবৃতি সঠিক হলেও যুক্তি তাকে সমর্থন করে না।
(D) বিবৃতি বেঠিক, যুক্তি সঠিক
Ans : (B) বিবৃতি সঠিক যুক্তি বেঠিক

3. বিবৃতি – সংস্কৃতি হল মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যাহা মানুষের সুক্ষ জীবনবোধ এবং উৎকর্মের পরিচায়ক।

যুক্তি – সংস্কৃতি মানুষেকে কুসংস্কার মনস্ক করে তোলে।

(A) বিবৃতি সঠিক এবং যুক্তি সমর্থন যোগ্য

(B) বিবৃতি বেঠিক যুক্তি সমর্থন যোগ্য নয়

(C) বিবৃতি সঠিক এবং যুক্তির সংগে সম্পর্কহীন

(D) বিবৃতি বেঠিক কিন্তু যুক্তি সমর্থন যোগ্য
Ans : (C) বিবৃতি সঠিক এবং যুক্তির সংগে সম্পর্কহীন

1. ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন্ লেখচিত্রটি গ্রহণযোগ্য

Ans : (A)

2. অক্সিজেন চক্রের কোন শব্দচিত্রটি সঠিক-

Ans : (A)

Read Also

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!