প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Geography 1st Chapter MCQ / Short Question Answer নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে 1st Semester Exam এর এগুলি খুবই গুরুত্বপূর্ণ।
Class 11 Geography – 1st Semester
পাঠ্য বিষয় হিসেবে ভূগোল (Unit 1) – প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
MCQ Question Answers
Class 11 Geography 1st Chapter MCQ Question Answer
1. Geography শব্দের উৎপত্তি কোথা থেকে?
উত্তর: গ্রিক শব্দ Geographia থেকে।
2. Geographia শব্দটির প্রথম ব্যবহার করেন?
উত্তর: এরাটোস্থেনিস।
3. Geography শব্দের অর্থ কি?
উত্তর: মানুষের বাসস্থান হিসেবে পৃথিবী পৃষ্ঠের বিবরণ।
4. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হাম্বোল্ট ও রিটার
5. Endkunde শব্দের লেখক কে?
উত্তর: রিটার
6. প্রাচীন যুগে ভারতে ভূগোল শব্দটি প্রথম কোন গ্রন্থে ব্যবহার হয়?
উত্তর: আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে।
7. প্রথম ভূগোল চর্চার সূচনা কোথায় ঘটে?
উত্তর: 1888 সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়
8. পৃথিবীর প্রথম ভূগোল বিভাগের প্রতিষ্ঠা কোথায় হয়?
উত্তর: 1899 সালে অক্সফোর্ড বিশবিদ্যালয়।
9. ভারতে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে কোথায়?
উত্তর: 1927 সালে আলিগর মুসলিম বিশ্ববিদ্যালয়ে।
10. ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়।
উত্তর: ড: শিবপ্রসাদ চট্টোপাধ্যায়
11. ভূগোল স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: এমরিস জোনস
12. ‘Mother of all natural Science’ কাকে বলা হয়?
উত্তর: ভূগোলকে।
13. পৃথিবীর মানচিত্র প্রথম কে তৈরি করেন?
উত্তর: অ্যানাক্সিমান্ডারকে
14. মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়?
উত্তর: কার্টোগ্রাফি (Cartography)
15. প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে?
উত্তর: আলেকজান্ডার ভন হাম্বোল্ট
16. মডেল শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ফ্রেডরিক স্কিফার
17. মৃত্তিকা বিজ্ঞানের জনক কে?
উত্তর: ডোকুচেভ
18. মানবীয় ভূগোলের জনক কে?
উত্তর: পল ভিদাল দে লা ব্লাচে
19. সাংস্কৃতিক ভূগোলের জনক কে?
উত্তর: কার্ল ও সাউয়ার
20. রাজনৈতিক ভূগোলের জনক কে?
উত্তর: ফ্রেডরিক র্যাটজেল
21. ভূমিরূপ বিদ্যার জনক কে?
উত্তর: ডেভিস।
22. G.P.S এর সম্পূর্ণ রূপ লেখ?
উত্তর: Global Positioning System
23. G.I.S এর সম্পূর্ণ রূপ লেখ?
উত্তর: Geographic Information System
24. ভূগোল বিষয়টির পরিধি হল #?
উত্তর: গতিশীল / পরিবর্তনশীল
25. প্রাকৃতিক ভূগোলের যে শাখাটি ভূতত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটি হল #?
উত্তর: ভুমিরুপ বিদ্যা।
26. নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় ?
উত্তর: ভূমিরপ বিদা।
27. ভূগোল আলোচনার মূল দুটি উপাদান হলো?
উত্তর: প্রকৃতি ও উপাদান।
28. ভূগোল আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করে #?
উত্তর: প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক।
29. Kosmos গ্রন্থের লেখক কে?
উত্তর: হাম্বোল্ট
30. বরাহমিহির কোন দেশের ভৌগলিক ছিলেন?
উত্তর: ভারত
31. মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো #?
উত্তর: পেডোলজি
32. জ্যোতিষ বিদ্যার জনক হলেন #?
উত্তর: কোপারনিকাস।
33. নীচের কোনটি জীব ভূগোলের শাখা নয়?
উত্তর: সাংস্কৃতিক ভূগোল
34. রাশিমাত্রি ভূগোলের জনক হলেন?
উত্তর: ফ্রেডরিক স্কিফার
35. আঞ্চলিক ভূগোলের স্রস্টা হলেন #?
উত্তর: কার্ল রিটার / ভ্যারানিয়াস
36. রিমোট সেনসিং পদ্ধতি যে কাজে সর্বাধিক ব্যবহৃত হয়?
উত্তর: মানচিত্র নির্মাণে
37. কোপেন ছিলেন একজন?
উত্তর: জলবায়ুবিদ
38. G.I.S হল একটি #?
উত্তর: সফট ওয়ার
39. জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে মে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি?
উত্তর: জীবভূগোল।
40. ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়?
উত্তর: জনসংখ্যা ভূগোল
41. ভূগোলের জনক কে?
উত্তর: অ্যারাটোস্থেনিস
42. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে পৃথিবীর মানচিত প্রথম কে তৈরি করেন?
উত্তর: টলেমি
43. আঞ্চলিক ভুগোলের স্রস্টা কাকে বলা হয়?
উত্তর: ভ্যারেনিয়াসকে।
Read Also
পাঠ্য বিষয় হিসেবে ভূগোল (Unit 1) MCQ Question Answer | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
পৃথিবীর উৎপত্তি (Unit 2.1) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
পৃথিবীর অভ্যন্তরভাগ (Unit 2.2) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।