Class 11 Geography 1st Chapter MCQ Question Answer | পাঠ্য বিষয় হিসেবে ভূগোল | 1st Semester | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Geography 1st Chapter MCQ / Short Question Answer নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে 1st Semester Exam এর এগুলি খুবই গুরুত্বপূর্ণ।

MCQ Question Answers


Class 11 Geography 1st Chapter MCQ Question Answer

1. Geography শব্দের উৎপত্তি কোথা থেকে?
উত্তর:
গ্রিক শব্দ Geographia থেকে।

2. Geographia শব্দটির প্রথম ব্যবহার করেন?
উত্তর:
এরাটোস্থেনিস।

3. Geography শব্দের অর্থ কি?
উত্তর:
মানুষের বাসস্থান হিসেবে পৃথিবী পৃষ্ঠের বিবরণ।

4. আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
হাম্বোল্ট ও রিটার

5. Endkunde শব্দের লেখক কে?
উত্তর:
রিটার

6. প্রাচীন যুগে ভারতে ভূগোল শব্দটি প্রথম কোন গ্রন্থে ব্যবহার হয়?
উত্তর:
আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে।

7. প্রথম ভূগোল চর্চার সূচনা কোথায় ঘটে?
উত্তর:
1888 সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়

8. পৃথিবীর প্রথম ভূগোল বিভাগের প্রতিষ্ঠা কোথায় হয়?
উত্তর:
1899 সালে অক্সফোর্ড বিশবিদ্যালয়।

9. ভারতে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে কোথায়?
উত্তর:
1927 সালে আলিগর মুসলিম বিশ্ববিদ্যালয়ে।

10. ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়।
উত্তর:
ড: শিবপ্রসাদ চট্টোপাধ্যায়

11. ভূগোল স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:
এমরিস জোনস

12. ‘Mother of all natural Science’ কাকে বলা হয়?
উত্তর:
ভূগোলকে।

13. পৃথিবীর মানচিত্র প্রথম কে তৈরি করেন?
উত্তর:
অ্যানাক্সিমান্ডারকে

14. মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়?
উত্তর:
কার্টোগ্রাফি (Cartography)

15. প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে?
উত্তর:
আলেকজান্ডার ভন হাম্বোল্ট

16. মডেল শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর:
ফ্রেডরিক স্কিফার

17. মৃত্তিকা বিজ্ঞানের জনক কে?
উত্তর:
ডোকুচেভ

18. মানবীয় ভূগোলের জনক কে?
উত্তর:
পল ভিদাল দে লা ব্লাচে

19. সাংস্কৃতিক ভূগোলের জনক কে?
উত্তর:
কার্ল ও সাউয়ার

20. রাজনৈতিক ভূগোলের জনক কে?
উত্তর:
ফ্রেডরিক র‍্যাটজেল

21. ভূমিরূপ বিদ্যার জনক কে?
উত্তর:
ডেভিস।

22. G.P.S এর সম্পূর্ণ রূপ লেখ?
উত্তর:
Global Positioning System

23. G.I.S এর সম্পূর্ণ রূপ লেখ?
উত্তর:
Geographic Information System

24. ভূগোল বিষয়টির পরিধি হল #?
উত্তর:
গতিশীল / পরিবর্তনশীল

25. প্রাকৃতিক ভূগোলের যে শাখাটি ভূতত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটি হল #?
উত্তর:
ভুমিরুপ বিদ্যা।

26. নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় ?
উত্তর:
ভূমিরপ বিদা।

27. ভূগোল আলোচনার মূল দুটি উপাদান হলো?
উত্তর:
প্রকৃতি ও উপাদান।

28. ভূগোল আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করে #?
উত্তর:
প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক।

29. Kosmos গ্রন্থের লেখক কে?
উত্তর:
হাম্বোল্ট

30. বরাহমিহির কোন দেশের ভৌগলিক ছিলেন?
উত্তর:
ভারত

31. মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো #?
উত্তর:
পেডোলজি

32. জ্যোতিষ বিদ্যার জনক হলেন #?
উত্তর:
কোপারনিকাস।

33. নীচের কোনটি জীব ভূগোলের শাখা নয়?
উত্তর:
সাংস্কৃতিক ভূগোল

34. রাশিমাত্রি ভূগোলের জনক হলেন?
উত্তর:
ফ্রেডরিক স্কিফার

35. আঞ্চলিক ভূগোলের স্রস্টা হলেন #?
উত্তর:
কার্ল রিটার / ভ্যারানিয়াস

36. রিমোট সেনসিং পদ্ধতি যে কাজে সর্বাধিক ব্যবহৃত হয়?
উত্তর:
মানচিত্র নির্মাণে

37. কোপেন ছিলেন একজন?
উত্তর:
জলবায়ুবিদ

38. G.I.S হল একটি #?
উত্তর:
সফট ওয়ার

39. জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে মে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি?
উত্তর:
জীবভূগোল।

40. ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়?
উত্তর:
জনসংখ্যা ভূগোল

41. ভূগোলের জনক কে?
উত্তর:
অ্যারাটোস্থেনিস

42. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে পৃথিবীর মানচিত প্রথম কে তৈরি করেন?
উত্তর:
টলেমি

43. আঞ্চলিক ভুগোলের স্রস্টা কাকে বলা হয়?
উত্তর:
ভ্যারেনিয়াসকে।

Read Also

পাঠ্য বিষয় হিসেবে ভূগোল (Unit 1) MCQ Question Answer | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ

পৃথিবীর উৎপত্তি (Unit 2.1) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ

পৃথিবীর অভ্যন্তরভাগ (Unit 2.2) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!