প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Semester 1 History Model Question With Answer নিয়ে এসেছি। 13.09.24 তারিখ থেকে তোমাদের Class 11 এর 1st Semester পরীক্ষা শুরু হচ্ছে। কাউন্সিলের তরফ থেকে যে Model Question Paper দেওয়া হয়েছে সেখান থেকে আমরা একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার ইতিহাস নমুনা প্রশ্ন উত্তর দিয়ে দিলাম।
Higher Secondary Model Questions
History (ইতিহাস)
Class – XI (একাদশ শ্রেনী)
Semester – I
Full Marks – 40 | Time – 1 Hour 30 Minutes
Class 11 Semester 1 History Model Question With Answer
1. ইংরেজিতে প্রি-হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন—
a) পল তুর্নাল,
b) ড্যানিয়েল উইলসন
c) র্যাক্সে
d) লর্ড অ্যাক্টন
Ans: b) ড্যানিয়েল উইলসন
2. ইতিহাসকে মুক্ত বলা হয় কারণ –
a) ইতিহাস মানুষকে শিক্ষা দান করে
b) ধারাবাহিক কাহিনির বর্ণনা দেয়
c) অতীতকে তুলে ধরে
d) বর্তমান বিষয়ে আলোকপাত করে
Ans: d) বর্তমান বিষয়ে আলোকপাত করে
3. ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ____________________ সময়কালকে।
a) ৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
b) ৬৫০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত
c) ৭০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
d) ৭৫০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত
Ans: b) ৬৫০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত
4. পুরানের সংখ্যা হল ____________ |
a) ১০টি
b) ১৫টি
c) ১৮টি
d) ২০টি
Ans: c) ১৮টি
5.
স্তম্ভ – ১ | স্তম্ভ-২ |
i) আলতামিরা গুহাচিত্র ii) ভীমবেটকা iii) মাজে গুহাচিত্র iv) কায় গুহাচিত্র | a) ভারত b) ফ্রান্স c) পর্তুগাল d) স্পেন |
(a) (i) – a, (ii) – d, (iii) – c, (iv) – b
(b) (i) – d, (ii) – a, (iii ) – b (iv) – d
(c) (i) – c, (ii) – b, (iii) – a, (iv) – d
(d) (i) – b, (ii) – c, (iii) – d, (iv) – a
** নমুনা প্রশ্নপত্রে স্তম্ভ টি ভুল দেওয়া রয়েছে। c) পর্তুগাল এর সাথে স্তম্ভ – ১ এ কারো মিল নেই
Ans: (b) (i) – d, (ii) – a, (iii ) – b (iv) – d
6. ইন্দো-গ্রিক রাজাদের নাম জানার উপাদান হল-
a) শিলালিপি
b) মুদ্রা
c) গ্রন্থ
d) বিবরণী
Ans: b) মুদ্রা
7. What is History’ গ্রন্থটির লেখক হলেন-
a) রাঙ্কে
b) ক্লোচে
c) ই এইচ কার
d) স্কট
Ans: c) ই এইচ কার
8. ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় —
a) ঐতিহাসিক ঘটনাগুলির সুক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য —
b) বিশ্বস্ততার অভাবের জন্য
c) কিংবদন্তীর আধিক্যের জন্য
d) প্রক্ষিপ্ত তথ্যের জন্য
Ans: a) ঐতিহাসিক ঘটনাগুলির সুক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য —
9. ভারতে ইন্দো-পারশিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ছিলেন—
a) ভিনসেন্ট স্মিথ
b) প্লিনি
c) বরনি
d) মেগাস্থিনিস
Ans: c) বরনি
10. ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হল—
a) রৈখিক
c) যুগবিভাজন
d) ত্রিভুজ
b) চক্রাকার
Ans: a) রৈখিক
11. পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল –
a) হুন
b) মোঙ্গল
c) তুর্কী
d) পার্সি
Ans: a) হুন
12. এটিলা যিনি পঞ্চম খ্রিষ্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন, তিনি ছিলেন _____________ সাম্রাজ্যের সম্রাট
a) মোঙ্গল সম্রাট
b) অটোমান
c) হুন
d) রোমান সম্রাট
Ans: c) হুন
13. কোন্ সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আর্বিভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য অধিপত্য বিস্তার করেছিল—
a) রোমান সাম্রাজ্য
b) মিশরীয় সাম্রাজ্য
c) মঙ্গোল সাম্রাজ্য
d) ইলবারী তুর্কী সাম্রাজ্য
Ans: a) রোমান সাম্রাজ্য
14. কোন্ রোমান সম্রাট খ্রিষ্টধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত—
a) জুলিয়াস সিজার
b) অগাস্টাস
c) কনস্টানটাইন
d) নিরো
Ans: c) কনস্টানটাইন
15. বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল-
a) কনস্ট্যান্টিনোপল
b) এথেন্স
c) রোম
d) আলেকজান্দ্রিয়া
Ans: a) কনস্ট্যান্টিনোপল
16. কোন্ সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়-
a) কাস্পিয়ান সাগর
b) লোহিত সাগর
c) ভূমধ্য সাগর
d) বাল্টিক সাগর
Ans: c) ভূমধ্য সাগর
17. রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল-
a) ল্যাটিন ভাষা
c) ইহুদি ভাষা
d) ফরানীভাষা
b) পেগান ভাষা
Ans: a) ল্যাটিন ভাষা
18. তৈমুরলঙ্ প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল-
a) কামরখন্ড
b) ইস্তাম্বুল
c) বুরসা
d) বাগদাদ
Ans: a) কামরখন্ড
19. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন—
a) কুবলাই খাঁ
b) চেঙ্গিস খান
c) হলাগু খান
d) তৈমুর লঙ্
Ans: b) চেঙ্গিস খান
20. মোঘল সাম্রাজ্যের চরম প্রসার ঘটছিল _________________ নেতৃত্বে
a) কুবলাই খাঁ
b) চেঙ্গিস খান
c) হলাগু খান
d) তৈমুর লঙ্
Ans: a) কুবলাই খাঁ
21. তৈমুর ছিলেন _________________ বংশের
a) চাঘতাই
b) জেচি
c) ওগেডেই
d) শুঙ্গ
Ans: a) চাঘতাই
22. রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হত-
a) ভার্নি
b) গ্ল্যাডিয়েটর
c) প্যাট্রিসিয়ান
d) ম্যানুমিসিয়ো
Ans: d) ম্যানুমিসিয়ো
23. স্পার্টাকাস ছিলেন এথেন্সের —
b) গ্ল্যাডিয়েটর
b) ছায়ামালিক
c) রাজা
d) সেনাপতি
Ans: b) গ্ল্যাডিয়েটর
24. প্রথম দাসবিদ্রোহ হয়—
a) ফ্লোরেন্স
b) সিসিলি
c) নেপলস্
d) মিশরে
Ans: c) নেপলস্
25. রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে—
a) অর্থ পেত
b) জমির মালিক হত
c) দাসত্ব থেকে মুক্তি পেত
d) গ্ল্যাডিয়েটার
Ans: c) দাসত্ব থেকে মুক্তি পেত
26. গ্রিকের প্রধান পলিসগুলি হল-
a) এথেন্স
b) গেরুসিয়া
c) ক্রীট
d) হিলিয়া
(i) ক – খ ঠিক ও গ – ঘ ভুল
(i) গ – ঘ ঠিক ও ক – খ ভুল
(i) ক – খ ঠিক ও খ – গ ভুল
(i) খ – গ ঠিক ও ক – ঘ ভুল
Ans: (i) ক – খ ঠিক ও গ – ঘ ভুল
27. পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে—
a) ইংল্যান্ডে
b) আমেরিকায়
c) গ্রিসে
d) রোমে
Ans: c) গ্রিসে
28. রাউলি বা পরিষদ ছিল ___________ এর প্রতিনিধি সভা
a) এথেন্স
b) স্পার্টা
c) রোম
d) ম্যাসিডন
Ans: a) এথেন্স
29.
স্তম্ভ – ১ | স্তম্ভ-২ |
i) স্পার্টা ii) এথেনা ii) চোরা iv) অ্যাগোরা | ক) অভিজাত তন্ত্র খ) এথেন্সের প্রধান দেবী গ) গ্রামীণ অঞ্চল ঘ) পলিসের বাজার |
a) – i – ক, ii – খ, iii- গ, iv – ঘ
b) – i – খ, ii – ক, iii – ঘ, iv – গ
c) – i, – গ, ii – গ, iii – ক, iv – খ
d) – i – ক, ii – গ, iii – খ, iv – ঘ
Ans: a) – i – ক, ii – খ, iii- গ, iv – ঘ
30. পেরিক্লিস ছিলেন _____________ এর নেতা
a) এথেন্স
b) স্পার্টা
c) ফ্লোরেন্স
d) ম্যাসিডন
Ans: a) এথেন্স
31. দক্ষিণ ভারতের একমাত্র মহানপদ হল-
a) বৃজি
b) ম্যাধ
c) অস্মক
d) মৎস
Ans: c) অস্মক
32. রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন—
a) প্লেটো
b) সক্রেটিস
c) সিসেরো
d) অ্যারিস্টটল
Ans: a) প্লেটো
33. পাটলিপুত্র ছিল ____________ এর রাজধানী
a) অবন্তী
b) কোশল
c) মগধ
d) বৃজি
Ans: c) মগধ
34. মানচিত্রে দেওয়া জায়গাটি হল-
a) পাটলিপুত্র
b) তাম্রলিপ্ত
b) তাম্রলিপ্ত
d) উজ্জয়িনী
** নমুনা প্রশ্নপত্রে ভুলবশত মানচিত্র নেই
35. সেলজুকরা কোন্ জাতির লোক ছিল—
a) হূন
b) শক
c) তুর্কি
d) মোঙ্গল
Ans: c) তুর্কি
36. খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল—
a) ১২ টি
b) ১৬ টি
c) ১৮ টি
d) ২০ টি
Ans: b) ১৬ টি
37. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন-
a) বিম্বিসার
b) চন্দ্রগুপ্ত মৌর্য
c) অজাতশত্রু
d) অশোক
Ans: b) চন্দ্রগুপ্ত মৌর্য
38. রাজ্যের সম্প্রসারিত রূপটি হল-
a) সাম্রাজ্য
b) ভুক্তি
c) অঞ্চল
d) প্রদেশ
Ans: a) সাম্রাজ্য
39. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ______________ খ্রিষ্টপূর্বাব্দে
a) ৩২৩
b) ৩২৭
c) ৩৩১
d) ৩৩৩
Ans: b) ৩২৭
40. ‘দ্যা ম্যাগনিফিসেন্ট’ নামে পরিচিত অটোমান সুলতান-
a) সুলতান ও সমান
b) সুলতান সালাদিন
c) সুলতান সুলেমান
d) সুলতান মহম্মদ (২য়)
Ans: c) সুলতান সুলেমান
Read Also
Class 11 Semester 1 English Model Question Paper With Answer
Class 11 Semester 1 Bengali (বাংলা) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Environmental Studies (পরিবেশ বিদ্যা) Model Question Paper With Answer
Class 11 Semester 1 History (ইতিহাস) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Geography (ভূগোল) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Political Science (রাষ্ট্রবিজ্ঞান) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Sociology (সমাজিবজ্ঞান) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Philosophy (দর্শন) Model Question Paper With Answer
Class 11 Semester 1 Computer Application (কম্পিউটার আপ্লিকেশন) Model Question Paper With Answer
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।