Class 11 Semester 2 Geography Model Question Paper | একাদশ শ্রেণীর ভূগোল সেমিস্টার 2 নমুনা প্রশ্নপত্র | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Semester 2 Geography Model Question Paper নিয়ে এসেছি। 03.03.2025 থেকে তোমাদের Class 11 এর 2nd Semester পরীক্ষা শুরু হচ্ছে। কাউন্সিলের তরফ থেকে যে Model Question Paper দেওয়া হয়েছে সেখান থেকে আমরা একাদশ শ্রেণীর ভূগোল সেমিস্টার 2 নমুনা প্রশ্নপত্র দিয়ে দিলাম।

Geography (ভূগোল)

Class – XI (একাদশ শ্রেনী)

Semester – II

Full Marks – 35 | Time – 1 Hour 45 Minutes


Class 11 Semester 2 Geography Model Question With Answer

Part – A

(i) সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো।

(ii) বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো।

(iii) বায়ুমণ্ডলের উয়তার তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো।

(i) মৃত্তিকা সংরক্ষণের যে-কোনো ছয়টি গুরুত্ব উল্লেখ করো।

(ii) জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো।

(iii) জলচক্রের বিভিন্ন উপাদান কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত?

(iv) ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা দাও

(i) নগ্নীভবন বলতে কী বোঝো?

(ii) ইনসোলেশন কী ?

(iii) উপত্যকা বায়ু কাকে বলে ?

(iv) উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও।

Part – B

(i) বিশ্ব মানচিত্রে চিনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ করো।

(ii) সড়কপথ পরিবহণের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো।

(iii) গবেষণা ও উন্নয়নভিত্তিক অর্থনৈতিক কার্যাবলির তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

(iv) অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা কী?

(i) ‘পরিবহণের দোলক নীতি’ বলতে কী বোঝো ? 

(ii) কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো।

(iii) সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও।

(iv) Eco-tourism কী ?

(v) তথ্য পরিসেবা বলতে কী বোঝো?

(vi) নীতি নির্ধারক কাকে বলে ?

Part – C

(i) ভারতের মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো।

(ii) ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব  উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো ।

(iii) ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো।

(iv) বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো।

(i) মৌসুমি বায়ুর উপর এল নিনোর দুটি প্রভাব লেখো। 

(ii) পশ্চিবঙ্গের জলবায়ুগত দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো।

Read Also

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment