Class 11 Semester 2 History Model Question Paper | একাদশ শ্রেণীর ইতিহাস সেমিস্টার 2 নমুনা প্রশ্নপত্র | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Semester 2 History Model Question Paper নিয়ে এসেছি। 03.03.2025 থেকে তোমাদের Class 11 এর 2nd Semester পরীক্ষা শুরু হচ্ছে। কাউন্সিলের তরফ থেকে যে Model Question Paper দেওয়া হয়েছে সেখান থেকে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস সেমিস্টার 2 নমুনা প্রশ্নপত্র দিয়ে দিলাম।

History (ইতিহাস)

Class – XI (একাদশ শ্রেনী)

Semester – II

Full Marks – 40 | Time – 2 Hours


Class 11 Semester 2 History Model Question Paper

Question Pattern

** প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা দেওয়া থাকবে।

3 মার্কের প্রশ্ন4 মার্কের প্রশ্ন8 মার্কের প্রশ্নমোট পূর্ণমান
চতুর্থ অধ্যায় – রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রচিন্তা ও প্রতিষ্ঠান1 x 3 = 31 x 4 = 41 x 8 = 83+4+8 = 15
পঞ্চম অধ্যায় – পরিবর্তনশীল ঐতিহ্য2 x 3 = 61 x 4 = 46+4 = 10
ষষ্ঠ অধ্যায় – বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত দিগন্ত1 x 3 = 31 x 4 = 41 x 8 = 83+4+8 = 15
মোট পূর্ণমান12121640

Model Question

(ক) কৌটিল্যের পরিচয় দাও ।
অথবা, প্রিভি কাউন্সিল কী?
অথবা, প্রাকৃতিক আইন কী ?

(খ) পেগানধর্ম কী ?
অথবা, পোপতন্ত্র কী ?

(গ) ভক্তিবাদ বলতে কী বোঝ?
অথবা,সন্ত কবির সম্পর্কে কী জানো?
অথবা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী সম্পর্কে কী জানো? 

(ঘ) অপরসায়ণবাদ কী?
অথবা,ভ্রান্ত জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝ ?

(ক) কৌটিল্যের মণ্ডলতত্ত্ব সম্বন্ধে কী জানো? 
অথবা, প্রাকৃতিক আইন ও রাষ্ট্রীয় আইন সম্পর্কে কী জানো?

(খ) প্রথম ক্রুসেডের কারণসমূহ আলোচনা করো। 
অথবা, ধর্মসংস্কার আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো।

(গ) ক্রিস্টোফার কলম্বাসের সামুদ্রিক অভিযান সম্পর্কে আলোচনা করো।
অথবা, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহারের ফলাফল আলোচনা করো।
অথবা, চিনির চাহিদা বৃদ্ধি কীভাবে নতুন অঞ্চল অন্বেষণে সাহায্য করেছিল?

(ক) বারনি তার রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্র ও সার্বভৌমত্ব সম্পর্কে কী বলেছেন?
অথবা, মনসবদারী প্রথার সীমাবদ্ধতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।

(খ) সামুদ্রিক অভিযানে পর্তুগালের সাফল্যের কারণ আলোচনা করো।
অথবা, ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য বা কারণ সম্বন্ধে আলোচনা করো।

Read Also

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment