প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 2 Ability to Communicate Model Activity Task Part 2 February 2022 ( দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 2 Ability to Communicate Model Activity Task Part 2 February 2022
Class 2 Ability to Communicate Model Activity Task Part 2 February 2022 এ মোট ১০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2 February 2022
সংযােগ স্থাপনে সক্ষমতা (পূর্ণমান – ১০)
দ্বিতীয় শ্রেণী
Class 2 Ability to Communicate Model Activity Task Part 2 February 2022
১. নীচের অংশটি পড়াে ও প্রশ্নের উত্তর লেখাে : ১x৩=৩
আজ আদ্যনাথ-বাবুর কন্যার বিয়ে — তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ ইস্কুলে।
(ক) শ্যামার বিয়ে কোথায় হচ্ছে?
উত্তর: শ্যামার বিয়ে শল্যপুরের বাড়িতে হচ্ছে।
(খ) বৈদ্যনাথের ভাইদের নাম?
উত্তর: বৈদ্যনাথের ভাইদের নাম হলো – সৌম্য, ধৌম্যনাথ, রম্যনাথ।
(গ) পাটের ব্যবসা কে?
উত্তর: সৌম্য পাটের ব্যবসা করেন।
সমন্বয় সাধনে সক্ষমতা
2. Match column A with column B : ১x৩=৩
A | B |
Hair | Yellow |
Yolk | Green |
Grass | Black |
উত্তর:
সমস্যা সমাধানে সক্ষমতা
৩. শূন্যস্থানে সংখ্যা বসাও : ১x২=২
৩ | < | ৫ | ৪ | ৮ |
উত্তর:
৩ | < | ৫ | > | ৪ | < | ৮ |
মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা
৪. নীচে দেওয়া ছবিটি রঙ করাে ও তার সম্পর্কে দুটি বাক্য লেখাে : ১x২=২
উত্তর: এটা তোমরা রঙ করবে।
১) এটি একটি কুঁড়ে ঘরের ছবি।
২) ঘরটি সবুজ গাছাপালায় ঘেরা রয়েছে।
Read Also:
Class 2 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 1 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 1 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।