প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 (তৃতীয় শ্রেণি বাংলা আমাদের পরিবেশ অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী ) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022
Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2, February 2022
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি (Class – III)
পূর্ণমান – ১৫
Class 3 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 Solution
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও : ১x৩=৩
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
১.১ পেঁয়াজ | (ক) কুঁড়ি |
১.২ কাঁচকলা | (খ) কাণ্ড |
১.৩ ফুলকপি | (গ) রক্তাল্পতা |
(ঘ) বীজ |
উত্তর:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
১.১ পেঁয়াজ | (খ) কাণ্ড |
১.২ কাঁচকলা | (গ) রক্তাল্পতা |
১.৩ ফুলকপি | (ক) কুঁড়ি |
(ঘ) বীজ |
২. একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ লালার প্রধান কাজ কী?
উত্তর: লালা খাবার হজম করার কাজে লাগে।
২.২ খাদ্য কাকে বলে?
উত্তর: যা খেয়ে হজম করা যায় তা-ই হলো খাদ্য ।
২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখাে।
উত্তর: কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজ হল – শসা / গাজর।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬
৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন?
উত্তর: অনেক সময় আমরা খাবার হজম করতে পারিনা দুটো কারণে এমন হতে পারে –
১) বেশি খেলে ।
২) খারাপ হয়ে যাওয়া খাবার খেলে ।
৩.২ এমন দুটি আনাজের নাম লেখাে যা মাটির নীচে হয়।
উত্তর: মাটির নিচে হয় এমন দুটি আনাজ হলো – আলু ও গাজর।
৩.৩ নিমপাতা ও মােচা খাওয়ার উপকারিতা কী কী?
উত্তর: নিম পাতা খাওয়ার উপকারিতা হলো – নিমপাতা খোস পাঁচড়া হতে দেয় না ।
এবং মোচা খাওয়ার উপকারিতা হলো – মোচা রক্তাল্পতার সমস্যা কমায় ।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩x১=৩
“ফল শরীরের জন্য খুব দরকারী।” – এ বিষয়ে তােমার মতামত লেখাে।
উত্তর:ফলের শাঁসে ও রসে অনেক দরকারি জিনিস থাকে যেগুলাে অন্য কোনাে খাবার থেকে পাওয়া যায় না, তাই নানারকম ফল শরীরের দরকার। এছাড়া অসুখ-বিসুখে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলাে খুব। নিস্তেজ হয়ে পড়লে ফল খেলে দুর্বল শরীরে উপকার হয়। আবার রােগ আটকাতে ও মােটা হওয়ার সম্ভাবনা কমাতে ফল দরকারি। এমনকি যারা জল খেতে চায় না, ফল খেলে তাদের শরীর জলও পেয়ে যায়।
Read Also:
Class 3 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।