এই আর্টিকেলে আমরা Class 3 Amader Poribesh Model Activity Task Part 8 Combined (কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ পূর্ণমান ৪০) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Combined Activity Task (কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক) হল ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত তোমাদের যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন । ২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে ৪০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8, October 2021
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণী
Class 3 Amader Poribesh Model Activity Task Part 8 Solution :
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ × ৬ = ৬
১.১ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলাে –
(ক) চামড়া
(খ) চোখ
(গ) কান
(ঘ) জিভ
উত্তর: (ঘ) জিভ
১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলাে –
(ক) মাছ
(খ) ডিম
(গ) সবজি
(ঘ) চিপস
উত্তর: (ঘ) চিপস
১.৩ মাটির নীচের একটি আনাজ হলাে –
(ক) তেঁড়শ
(খ) ঝিঙে
(গ) আলু
(ঘ) কুমড়াে
উত্তর: (গ) আলু
১.৪ আগেকার দিনের মানুষ পােশাক তৈরির জন্য ব্যবহার করতাে –
ক) সুতাে
খ) পশম
গ) সিন্থেটিক উল
ঘ) গাছের ছাল
উত্তর: ঘ) গাছের ছাল
১.৫ তােমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলাে—
ক) পুরুলিয়া
খ) পূর্ব মেদিনীপুর
গ) কালিম্পং
ঘ) উত্তর ২৪ পরগনা
উত্তর: গ) কালিম্পং
১.৬ পিনকোড হলাে—
ক) বাড়ির নম্বর
খ) রাস্তার নম্বর
গ) টেলিফোন নম্বর
ঘ) পােস্ট অফিসের নম্বর
উত্তর: ঘ) পােস্ট অফিসের নম্বর
২. শূন্যস্থান পূরণ করাে : ১ × ৩ = ৩
২.১ শােধন করা ____________ তেল থেকে কোনাে কোনাে সুতাে তৈরির উপাদান পাওয়া যায় ।
উত্তর: খনিজ ।
২.২ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানাে যায় এমন একটি জিনিস হলাে ____________ ।
উত্তর: বাঁশ ।
২.৩ তােমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তােমার ____________ হন ।
উত্তর: জেঠিমা ।
৩. ঠিক বাক্যের পাশে ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও : ১ × ৪ = ৪
৩.১ স্কিপিং-এ হাতের কবজির কোনাে কাজ হয় না।
উত্তর: ‘x’
৩.২ পেঁয়াজ হলাে গাছের মূল।
উত্তর: ‘x’
৩.৩ সয়াবিন একটি প্রাণীজ খাবার।
উত্তর: ‘x’
৩.৪ শীতকালে পায়ের গােড়ালি ফেটে যায়।
উত্তর: ✓
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে : ১ × ৩ = ৩
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
৪.১ পালকির বেহারা | (ক) বাড়ি-ঘর তৈরি |
৪.২ ডাক্তার | (খ) লুপ্ত জীবিকা |
৪.৩ রাজমিস্ত্রি | (গ) অ্যাপন |
(ঘ) খাকি রঙের পােশাক |
উত্তর:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
৪.১ পালকির বেহারা | (খ) লুপ্ত জীবিকা |
৪.২ ডাক্তার | (গ) অ্যাপন |
৪.৩ রাজমিস্ত্রি | (ক) বাড়ি-ঘর তৈরি |
(ঘ) খাকি রঙের পােশাক |
৫. একটি বাক্যে উত্তর দাও: ১ × ৩ = ৩
৫.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে?
উত্তর: শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে ।
৫.২ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখাে।
উত্তর: পাকা বাড়ির দেয়াল তৈরির কাজে লাগে এমন একটি উপাদানের নাম হলো — ইট ।
৫.৩ পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখাে।
উত্তর: পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কর্মকার / কুম্ভকার / কৃষক ।
Read Also:
Class 3 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 3 Math (গণিত) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
Class 3 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৬ =১২
৬.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়ােজন?
উত্তর:চোখ আমাদের সবকিছু দেখতে শেখায় , চিনতে শেখায় , শিখতে সাহায্য করে । তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন ৷
৬.২ এমন দুটি ফলের নাম লেখাে যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য।
উত্তর: আম এবং কাঁঠাল হলো এমন দুটি ফল যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য ।
৬.৩ মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন?
উত্তর: মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পড়েন । এর কারণ হলো এই শাড়ি তাড়াতাড়ি শুকোয় এবং কাচলে কোঁচকায় না ।
৬.৪ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে?
উত্তর: নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে । যেমন :
( i ) জীবিকা নির্বাহের কোনো ভালো উপায়ের সন্ধানে ।
( ii ) চাকরির সূত্রে ।
( iii ) যেখানে বন্যা , ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে ।
৬.৫ পােষা গােরুদের চটের জামা কেন পরানাে হয়?
উত্তর: পোষা গোরুদের চটের জামা পরানো হয় যাতে তাদের শীত না লাগে । শীত ছাড়াও মশা আছে । গোরু লেজ দিয়ে মশা তাড়ালেও সারা শরীরে লেজ পৌঁছোয় না । তাই চটের জামা পড়ালে তেমন মশা কামড়াতে পারে না ।
৬.৬ “ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালাে”—এ বিষয়ে তােমার মতামত লেখাে।
উত্তর: ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট – সিমেন্টের বাড়ি থাকলে ভূমিকম্পে সেই বাড়ি ফেটে যায় এবং নষ্ট হয়ে যায় । তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয় । চালটা টিনের হলে ভালো । সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায় ।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ × ৩ = ৯
৭.১ কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লাে ?
উত্তর: আগে স্থলভাগে শুধু বন ছিল । বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝত লোকেরা । নানা জায়গার লোক নানা রকম খাদ্য চিনেছিল । দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না । মাঝে ছিল সাগর । অথই জল । অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ । তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারল এবং সেইসঙ্গে নানা রকম খাবার ও ছড়িয়ে পড়ল দেশে – বিদেশে ।
৭.২ বড়াে রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে?
উত্তর: বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা হতে পারে । যেমন :
( ১ ) যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে ।
( ২ ) ঘরবাড়ি ধুলো – বালিতে ভরে যায় ।
( ৩ ) ভারী যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে ।
( ৪ ) বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে ।
৭.৩ বাড়ির বিভিন্ন কাজে তােমার পরিবারের অন্য সদস্যদের তুমি কীভাবে সাহায্য করাে?
উত্তর: বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্য সদস্যদের সাহায্য করি । যেমন : কেউ খাবার জল চাইলে দিই । কিছু আনার দরকার হলে দোকানে যাই । কেউ বাড়ির বাইরে গেলে দরজায় ছিটকিনি আটকে দিই । কেউ এলে দরজা খুলে দিই । বাগানের একদিকের গাছে জল দিই । কারো অসুখ হলে মাথায় জলপটি দিয়ে দিই ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।