বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ Adaptation Package) হল বাংলার শিক্ষা পোর্টাল এর New Task যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ Class 3 বাংলা বিষয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন উত্তরসহ আলোচনা করা হয়েছে ।
Class 3 Bangla MCQ Adaptation :
MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) Is The New Task Given by Banglar Shiksha Portal for NAS (National Achievement Survey). In This Article We Will Discuss About Class 3 Bengali MCQ Adaptation Package With Answers.
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি
বাংলা
প্রথম শ্রেণি
Class 3 Bangla MCQ Adaptation Package Solution
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও ।
1. সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে
A ) চোখের ধুলো
B ) তালপাতার সেপাই
C ) চারদিকের গণ্ডি
D ) বাঘের থাবা
উত্তর: B ) তালপাতার সেপাই
2. জলে স্থলে আকাশে ইচ্ছেমতো ভেসে ছুটে উড়ে যেতে পারে
A ) পাখি
B ) বাঘ
C ) সিংহ
D ) মানুষ
উত্তর: D ) মানুষ
3. বলবান বাঘের ভরসা
A ) দূরবীন
B ) বন্দুক
C ) নিজের হাত পা
D ) নিজের মাংসপেশি
উত্তর: D ) নিজের মাংসপেশি
4 . গায়ের জোরে থাকে কাবু করা যায় না
A ) গণ্ডার
B ) বাঘ
C ) মানুষ
D ) সিংহ
উত্তর: C ) মানুষ
5. ‘ হার ’ – এর বিপরীতার্থক শব্দটি হলো
A ) জয়
B ) জিত
C ) পরাজয়
D ) জয়ী ভাগ
উত্তর: B ) জিত
২ – নীচে দেওয়া ছবিগুলি দ্যাখো :
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও ।
6. ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হলো
A ) মানুষ
B ) ছাগল
C ) ভেড়া
D ) নেকড়ে
উত্তর: D ) নেকড়ে
7. ছবিগুলিতে ক’জনের হাতে লাঠি দেখা যাচ্ছে ?
A ) একজন
B ) দু’জন
C ) তিনজন
D ) চারজন
উত্তর: C ) তিনজন
৪. রাখাল গবাদি পশু চরাচ্ছিল
A ) পাহাড়ের কোলে
B ) নদীর ধারে
C ) গাছের তলায়
D ) ঘন জঙ্গলে
উত্তর: A ) পাহাড়ের কোলে
9) নেকড়ে আক্রমণ করেছিল
A ) রাখালকে
B ) ভেড়াকে
C ) ছাগলকে
D ) গোরুকে
উত্তর: B ) ভেড়াকে
10. ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা
A ) দুইটি
B ) তিনটি
C ) চারটি
D ) আটটি
উত্তর: C ) চারটি
Read Also:
Class 3 Amader Poribesh (আমাদের পরিবেশ) MCQ Adaptation Package 2021
Class 3 গণিত (Math) MCQ Adaptation Package 2021
Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 8 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 10 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
11. ক্যাঙারু প্রধানত পাওয়া যায়
A ) ভারতে
B ) বাংলাদেশে
C ) অস্ট্রেলিয়ায়
D ) আমেরিকায়
উত্তর: C ) অস্ট্রেলিয়ায়
12. ক্যাঙারু বিস্ময়কর প্রাণী , কারণ
A ) সেজোরে লাফাতে পারে
B ) তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়ো
C ) তার বাচ্চা বহন করার থলি আছে
D ) সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে
উত্তর: C ) তার বাচ্চা বহন করার থলি আছে
13. বাচ্চা ক্যাঙারুর গায়ের রং
A ) সাদা
B ) খয়েরি
C ) গোলাপি
D ) সবুজ
উত্তর: C ) গোলাপি
14. প্রাপ্তবয়স্ক ক্যাঙারু লম্বা হয়
A ) প্রায় দু – মিটার
B ) প্রায় দু – ফুট
C ) দু – মিটারের বেশি ।
D ) তিন – চার দশমিক পাঁচ মিটার
উত্তর: A ) প্রায় দু – মিটার
15. ‘ লালনপালন ’ শব্দের অর্থ
A ) বহন করা
B ) বড়ো করা
C ) খাওয়ানো
D ) সাবধান করা
উত্তর: B ) বড়ো করা
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।