প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 3 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 (তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 3 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022
Class 3 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2, February 2022
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
তৃতীয় শ্রেণি Class – (III)
পূর্ণমান : ১৫
Class 3 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022
১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৩x১=১৩
(ক) প্রতিদিন সু-অভ্যাস পালন করলে কী কী সুবিধা হয় ?
উত্তর: প্রতিদিন সু-অভ্যাস পালন করলে দেহ ও মন ভালো থাকে ।
(খ) প্রতিদিন বাড়িতে তুমি কী কী কাজ করাে তার তালিকা তৈরি করাে।
উত্তর: প্রতিদিন বাড়িতে আমি বই গোছানো, নিজের জামা কাপড় ধোয়া, জুতো সাফাই ইত্যাদি করে থাকি ।
(গ) প্রতিদিন কী অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে?
উত্তর: প্রতিদিন যোগাসন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে ।
(ঘ) তুমি নিজে অনুশীলন করাে এমন যেকোনাে দুটি যােগাসনের নাম লেখাে।
উত্তর: আমার অনুশীলন করা দুটি যোগাসনের নাম হল – পদ্মাসন ও শবাসন ।
(ঙ) স্কুলে কী কী শেখা যায়?
উত্তর: স্কুলে পড়াশোনা, যোগাসন ইত্যাদী শেখা যায় ।
(চ) কারা কারা তােমার গুরুজন তা লেখাে।
উত্তর: শিক্ষক-শিক্ষিকা, পিতামাতা, এবং আমার থেকে বড় সকলেই আমার গুরুজন ।
(ছ) কোন কোন কাজ তােমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করাে।
উত্তর: স্নান করা, দাঁত মাজা, নিজের জামা কাপড় ধোয়া, নিজের ঘর গোছানো ইত্যাদি ।
(জ) কেন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করাে তা লেখাে।
উত্তর: কারণ জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবে না ।
(ঝ) খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখাে।
উত্তর: যাতে সেখানে কোন মশা মাছি বসতে না পারে ।
(ঞ) থুথু অতি নােংরা জিনিস – ব্যাখ্যা করাে।
উত্তর: থুতু অতি নোংরা জিনিস রোগজীবাণু ভরা যেথায় সেথায় ফেলা মানে সবার ক্ষতি করা ।
(ট) প্রতিদিন শােয়ার আগে আমাদের কী কী করতে হবে?
উত্তর: প্রতিদিন শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে এবং মশারি টাঙাতে হবে, বিছানা পরিষ্কার করে নিতে হবে ।
(ঠ) খেলাধুলাে করলে আমাদের কী কী উপকার হয় তা লেখাে। ২
উত্তর: খেলাধুলা করলে দেহ মন ও স্বাস্থ্য ভালো থাকে ।
(ণ) আমাদের কী কী খাওয়া অত্যন্ত প্রয়ােজনীয় তা তালিকাভুক্ত করাে। ২
উত্তর: ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার ।
Read Also:
Class 3 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 3 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।