Class 3 Health and Physical Education Model Activity Task Part 7 October 2021 Answer | তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট 7

মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021

CLASS – 3, তৃতীয় শ্রেণি

বিষয়ঃ স্বাস্থ্য ও শারীরশিক্ষা (HEALTH AND PHYSICAL EDUCATION)


 

বিশ্বজয়ী কন্যাশ্রী এবং সু-অভ্যাস

 

১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থানটি পূরণ করাে।

(ক) এই সমাজেতে মেয়েদেরও আছে স্থান,

কত দিন তারা সইবে গাে __________ ?

কত দিন তারা শুধু হবে __________ ?

নিপীড়িত তারা শিক্ষায় বঞ্চিত ।

উত্তর: এই সমাজেতে মেয়েদেরও আছে স্থান,

কত দিন তারা সইবে গাে অপমান  ?

কত দিন তারা শুধু হবে লাঞ্ছিত  ?

নিপীড়িত তারা শিক্ষায় বঞ্চিত ।

(খ) ধীরে ধীরে এই সমাজ যে বদলায়, 

মেয়ে আর নয় অভিশাপ, __________ দায় ।

মেয়েদের নিয়ে সচেতন সব হােক, 

এই নিয়ে বাড়ে সরকারি __________ ।

উত্তর: ধীরে ধীরে এই সমাজ যে বদলায়, 

মেয়ে আর নয় অভিশাপ, নয়  দায় ।

মেয়েদের নিয়ে সচেতন সব হােক, 

এই নিয়ে বাড়ে সরকারি উদ্যোগ

(গ) __________  প্রতি উপেক্ষা, অবহেলা, 

শহর ও গ্রামে চিরদিনই এক খেলা। 

নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার, 

মেয়েদেরও আছে __________  অধিকার।

উত্তর: মেয়েদের  প্রতি উপেক্ষা, অবহেলা, 

শহর ও গ্রামে চিরদিনই এক খেলা। 

নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার, 

মেয়েদেরও আছে শিক্ষার অধিকার।

(ঘ) লেখায় __________ আর নয় কোনাে ইতি,

সরকারে তাই কত যে আইন, নীতি। 

দিকে দিকে আজ দেখি তাই বােধােদয়,

__________  যে করেছে বিশ্বজয়।

উত্তর: লেখায় পড়ায় আর নয় কোনাে ইতি,

সরকারে তাই কত যে আইন, নীতি। 

দিকে দিকে আজ দেখি তাই বােধােদয়,

কন্যাশ্রী যে করেছে বিশ্বজয়।

 

শব্দঝুড়ি : মেয়েদের, শিক্ষার, অপমান, লাঞ্ছিত, নয়, উদ্যোগ, পড়ায়, কন্যাশ্রী

 

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(ক) শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন কী কী সু-অভ্যাস পালন করবে? 

উত্তর: শরীরটাকে সুস্থ রাখতে প্রতিদিন ভােরবেলা ঘুম থেকে ওঠার পর হাত – মুখ ধুয়ে ও দাঁত মেজে যােগাসন করব । এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পড়ব , নিয়মিত স্নান করব , বিশুদ্ধ জল পান করব এবং পরিমাণ মতাে খাবার , শাকসবজি , ফলমূল ইত্যাদি খাব ।

 

(খ) কী করলে দেহ মন সতেজ থাকে? 

উত্তর: নিয়মিত যােগাসন করলে দেহ মন সতেজ থাকে । 

 

(গ) স্কুলের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবে? 

উত্তর: স্কুলের শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার করতে হবে । যেখানে সেখানে থুথু বা ময়লা ফেলা যাবে না । ময়লা ফেলতে হলে ডাস্টবিনে ফেলতে হবে । এভাবেই স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে ।

 

(ঘ) ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কী করতে হবে?

উত্তর: শরীরে নিয়মিত তেল মেখে স্নান করতে হবে । মাঝে মাঝে গায়ে সাবান মাখতে হবে । এরপর ভালাে করে জল ঢাললে ময়লা সাফ হয়ে যাবে । 

 

(ঙ) কখন কখন দাঁত মাজতে হবে? 

উত্তর: সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শােয়ার আগে অবশ্যই দাঁত মাজতে হবে ।

 

৩। নীচের যােগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নীচে ফাঁকা ঘরে যােগাসনটির নাম লেখাে।

উত্তর:

 

 

 

Class 3 Bangla (বাংলা) Model Activity Task Part 7 (October)

 

Class 3 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 7 (October)

 

Class 3 Math (গণিত) Model Activity Task Part 7 (October)

 

Class 3 Poribesh (আমাদের পরিবেশ) Model Activity Task Part 7 (October)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment