Class 3 Mathematics Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon Is The New MCQ Adaption Package Given by Banglar Shiksha Portal and NAS (National Academic Survey). In This Article We Will Solve All Answers for Class 3 Math Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon.
Class 3 Mathematics Bahuvikalpa Vittik Prashna
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন হল NAS (National Academic Survey) প্রদত্ত বাংলার শিক্ষা পোর্টাল এর MCQ (Multiple Choice Question) যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ Adaptation Package) উত্তরসহ আলোচনা করা হয়েছে ।
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি উত্তরসহ
গণিত
তৃতীয় শ্রেণি
ঠিক উত্তর নির্বাচন করো :
১। ৯০৭ , ৭০৯ , ৯৭০ , ৭৯০ সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় ?
ক) ৯০৭
খ) ৭০৯
গ) ৯৭০
ঘ) ৭৯০
উত্তর: গ) ৯৭০
২| ১২ , ১০ , ১৩ , ১৬ , ১৮ , ২০ এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা ?
ক) ১০
খ) ১৩
গ) ২০
ঘ) ১৮
উত্তর: খ) ১৩
৩|
উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে ?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: ঘ) ৪
৪| ৩০৩ , ৩১৩ , ৩৩৩ , ১৩৩ এদের ঊর্দ্ধক্রমে সাজালে কোনটি ঠিক ?
ক ) ৩৩৩ , ৩১৩ , ৩০৩ , ১৩৩
খ ) ১৩৩,৩১৩,৩০৩,৩৩৩
গ ) ১৩৩ , ৩০৩ , ৩১৩ , ৩৩৩
ঘ ) ৩৩৩,৩১৩,৩০৩,১৩৩
উত্তর: গ ) ১৩৩ , ৩০৩ , ৩১৩ , ৩৩৩
৫)
আম , কলা আর পেয়ারার মোট দাম কত ?
ক ) ৫৪৬ টাকা
খ) ৪৫৬ টাকা
গ) ৬৪৫ টাকা
ঘ) ৬৫৪ টাকা
উত্তর: ক ) ৫৪৬ টাকা
৬) রীতা দোকান থেকে ২ প্যাকেট বিস্কুট কিনে আনল । ১ প্যাকেটে ১০ টি বিস্কুট আছে । সেখান থেকে ভাইকে ৪ টি বিস্কুট দিল । নীচের কোনটি ঠিক ?
ক ) ৪-২×১০
খ) ১০×৪-২
গ ) ১০-৪×২
ঘ) ২×১০-৪
উত্তর: ঘ) ২×১০-৪
৭)
কোন ঘড়িতে ৬ টা বাজে ?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: গ) ৩
৮)
কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ আছে ?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: ক) ১
৯। কোন সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য ?
২২ , ৪০ , ২১ , ২৩
ক) ২২
খ) ৪০
গ) ২১
ঘ) ২৩
উত্তর: গ) ২১
১০। ১ দিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে
ক) ১০
খ) ১২
গ) ২৪
ঘ) ২
উত্তর: গ) ২৪
Read Also:
Class 3 Bangla (বাংলা) MCQ Adaptation Package 2021
Class 3 Amader Poribesh (আমাদের পরিবেশ) MCQ Adaptation Package 2021
Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 8 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
Class 10 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021
১১। তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে । প্রতি বাক্সে ৫ টি করে সন্দেশ আছে । সেখান থেকে ২ টি সন্দেশ ভাইকে দিলে । তোমার কাছে কতগুলো সন্দেশ রইলো ?
ক ) ১৭
খ ) ১৩
গ) ৩
ঘ) ১
উত্তর: খ ) ১৩
১২|
তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন । তাহলে খরচ হল
ক ) ১৯৩২ টাকা
খ ) ১৮১২১২ টাকা
গ ) ১৮২২ টাকা
ঘ ) ১৯২২ টাকা
উত্তর: ক ) ১৯৩২ টাকা
১৩। ট্রেনের একটি কামরায় ১৩৩ জন যাত্রী আছে । যখন ট্রেনটি পরের স্টেশনে থামল , তখন ২৩ জন যাত্রী নেমে গেল । এখন ঐ কামরায় যাত্রী সংখ্যা
ক ) ১৫৬
খ ) ১১০
গ ) ১০০
ঘ ) ২৩
উত্তর: খ ) ১১০
১৪। তিন অংকের সবচেয়ে বড় সংখ্যাটি কত ?
ক ) ৯০০
খ ) ৯৮১
গ ) ৯৯৮
ঘ ) ৯৯৯
উত্তর: ঘ ) ৯৯৯
১৫। এ বছর মিতা ও তার বন্ধুরা স্কুলে ১৭১ টি গোলাপের চারা গাছ লাগিয়েছে । অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে ১২১ টি গোলাপের চারাগাছ লাগিয়েছে । কারা , কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে ?
ক ) মিতা ও তার বন্ধুরা ৫০ টি চারাগাছ বেশি লাগিয়েছে
খ ) অমল ও তার বন্ধুরা ৫০ টি চারাগাছ বেশি লাগিয়েছে
গ ) মিতা ও তার বন্ধুরা ১৫০ টি চারাগাছ বেশি লাগিয়েছে
ঘ ) মিতা ও তার বন্ধুরা ১০০ টি চারাগাছ বেশি লাগিয়েছে
উত্তর: ক ) মিতা ও তার বন্ধুরা ৫০ টি চারাগাছ বেশি লাগিয়েছে
১৬)
রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে ৩ টি করে বই দেওয়া হল । মোট ৪৫৬ টি বই দেওয়া হল । কতজন ছাত্র বই পেল ?
ক ) ১৫০ জন
খ ) ১৩৬৮ জন
গ ) ৪৫৯ জন
ঘ ) ১৫২ জন
উত্তর: ঘ ) ১৫২ জন
১৭)
পরেরটিতে কটি তারা হবে
ক ) ২
খ ) ৪
গ ) ১
ঘ ) ১০
উত্তর: গ ) ১
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।