Class 3 Mathematics Model Activity Task Part 8 Combined | তৃতীয় শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮

এই আর্টিকেলে আমরা Class 3 Mathematics Model Activity Task Part 8 Combined (তৃতীয় শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8, October 2021

গণিত (পূর্ণমান ৪০)

তৃতীয় শ্রেণী


Class 3 Mathematics Model Activity Task Part 8 Solution :

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : 

১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : (মান – ১ × ৭ = ৭)

১.১. নীচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হলাে 

(a) ০১২ 

(b) ১০২ 

(c) ০১ 

(d) ১০ 

উত্তর: (b) ১০২

১.২. ২,৩,৪ সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সবথেকে বড়ড়া সংখ্যাটি হলাে 

(a) ২৩৪ 

(b) ৩৪২ 

(c) ৪৩২ 

(d) ৪২৩

উত্তর: (c) ৪৩২

১.৩. ২৩৮ ÷ ৩ করলে আমরা পাবাে ২৩৮ = ৩ × ৭৯ + ১ এখানে ভাগফল হলাে

(a) ২৩৮ 

(b) ৩ 

(c) ৭৯ 

(d) ১

উত্তর: (c) ৭৯

১.৪. শচীনের রান ১২৮, সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান

(a) ১-এর স্থানীয় মান থেকে বেশি 

(b) ১-এর স্থানীয় মান থেকে কম 

(c) ২ 

(d) ২০০

উত্তর: (b) ১-এর স্থানীয় মান থেকে কম 

১.৫. ৫২ × ৩ = 

(a) ৫ × ৩ + ২ × ৩

(b) ৫০ × ৩ + ২ × ৩ 

(c) ২০ × ৩ + ৫ × ৩

(d) ৫ × ২ × ৩ 

উত্তর: (b) ৫০ × ৩ + ২ × ৩

১.৬. একটি জামার দাম ১০০ টাকা, এইরূপ ৪টি জামা কিনতে খরচ হবে 

(a) (১০০ + ৪) টাকা

(b) (১০০ × ৪) টাকা 

(c) (১০০ – ৪) টাকা

(d) (১০০ ÷ ৪) টাকা

উত্তর: (b) (১০০ × ৪) টাকা 

১.৭ ৩৬০ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি হলাে

(a) ০

(b) ৩

(c) ১

(d) ৬

উত্তর: (c) ১

২. সত্য / মিথ্যা (T/F) লেখাে : (মান – ১ × ৭ = ৭) 

২.১. ৯৯ -এর পরের সংখ্যাটি দুই অঙ্কের। 

উত্তর: মিথ্যা

২.২. ৩০২-কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবাে ৩০ + ০ + ২ । 

উত্তর: মিথ্যা

২.৩. ৫৫৫ + ৫ এই যােগফলে এককের ঘরের অঙ্কটি ০। 

উত্তর: সত্য 

২.৪. দ্রাবিড়ের রান ১১৯ এবং লক্ষ্মণের রান ১১১ হলে, লক্ষ্মণের রান দ্রাবিড়ের রান থেকে ৮ রান কম ।

উত্তর: সত্য 

২.৫ ভাগশেষ ভাজকের থেকে বড়াে হয়। 

উত্তর: মিথ্যা

২.৬ ৭৭ ÷ ৭ ভাগফলটি ৮০ ÷ ৮ ভাগফল থেকে ১ বেশি।

উত্তর: সত্য 

২.৭ জোড় সংখ্যার একটি জোড়া হলাে ১২, ১৩। 

উত্তর: মিথ্যা

৩. স্তম্ভ মেলাও (যে কোনাে ৩টি) : (মান – ৩)

প্রথম স্তম্ভদ্বিতীয় স্তম্ভ
দুইশত পাঁচ
পাঁচ শত দুই৫২০
দুইশত পঞ্চাশ২০৫
৫০০ থেকে ২০ বেশি৫০০ + ০ + ২

উত্তর:

প্রথম স্তম্ভদ্বিতীয় স্তম্ভ
দুইশত পাঁচ২০৫
পাঁচ শত দুই৫০০ + ০ + ২
দুইশত পঞ্চাশ
৫০০ থেকে ২০ বেশি৫২০

Read Also:

Class 3 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 3 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 3 আমাদের পরিবেশ Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

৪. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও (যে কোনাে ৩টি) : ৩

৫. ৫.১. ছােটো থেকে বড়াে সাজাও : ৪২৩, ২০৫, ২৩৬, ৫৮৬ (মান – ৪ × ৫ = ২০)

উত্তর: 

৫.২. সাজিয়ে বিয়ােগ করাে : ৫০১ – ২৯ 

উত্তর: 

৫.৩. আজ মাসুমের জালে ১৯৮ টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে ১৭৬টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? 

উত্তর:

৫.৪. গুণ করাে : ১৩৫ × ৬ 

উত্তর: 

৫.৫. ৬০৫ টি আপেল ৬টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলাে আপেল রাখা হলাে? বাক্সের বাইরে কতগুলাে রইলাে।

উত্তর:

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “Class 3 Mathematics Model Activity Task Part 8 Combined | তৃতীয় শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮”

  1. ১.৭=
    ৩|৩৬০|১২০

    ^^^^^
    ৬০
    ৬০
    ___
    ANS= (a) 0

    কিভাবে উত্তর ১ হয় উত্তর তো ০ হবে|

    Reply

Leave a Comment