প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 4 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 (চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী ) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 4 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022
Class 4 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2, February 2022
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি (Class – IV)
পূর্ণমান – ১৫
Class 4 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 Solution
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনাে বস্তুর যা মাপা হয় তা হলাে –
(ক) আকৃতি
(খ) ভর
(গ) দৈর্ঘ্য
(ঘ) আয়তন
উত্তর: দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনাে বস্তুর যা মাপা হয় তা হলাে (খ) ভর
১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে –
(ক) জল থেকে বরফ হওয়া
(খ) জল থেকে বাষ্প হওয়া
(গ) বাষ্প থেকে জল হওয়া
(ঘ) বরফ থেকে জল হওয়া
উত্তর: কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে (ঘ) বরফ থেকে জল হওয়া
১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলাে –
(ক) কাচ
(খ) লােহা
(গ) কাগজ
(ঘ) প্লাস্টিক
উত্তর: পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলাে (খ) লােহা
২. একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ চাল থেকে কাঁকর কীভাবে আলাদা করবে?
উত্তর: চাল থেকে কাঁকর আলাদা করার জন্য কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর গুলো বেছে ফেলে দিতে হবে ।
২.২ কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে?
উত্তর: কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে নিজস্ব আকার আছে ।
২.৩ “গ্যাস ছড়িয়ে পড়ে” – একটি উদাহরণ দাও।
উত্তর: মশা মারার জন্য ধোঁয়া দিলে সেটা ছড়িয়ে পড়ে । গ্যাস ছড়িয়ে পড়ার এটি একটি উদাহরণ ।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬
৩.১ নুনজল থেকে নুনকে আলাদা করবে কী করে?
উত্তর: থালায় করে নুনজল দুপুরের রোদে রেখে দিলে জলটা উবে যাবে আর নুনটা থালায় পড়ে থাকবে । এভাবে নুন জল থেকে নুন কে আলাদা করা যাবে ।
৩.২ “গ্যাসেরও ভর আছে” – একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
উত্তর: গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় এবং আগুন জ্বালালে পােড়ে। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। এরজন্যই যিনি গ্যাস সিলিন্ডার বাড়িতে দিয়ে যান তাঁর ওটা | আনতে কষ্ট হয়, কিন্তু নিয়ে যাবার সময় সহজেই নিয়ে যান। এর থেকেই বােঝা যায় যে গ্যাসেরও ভর আছে ।
৩.৩ পদার্থ বলতে কী বােঝাে?
উত্তর: যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। কঠিন, তরল আর গ্যাস হলাে পদার্থের তিনটি অবস্থা।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩x১=৩
৪.১ মেঘ কীভাবে তৈরি হয়?
উত্তর: ভূপৃষ্ঠের অবস্হিত বিভিন্ন জলাশয়, নদীনালা, পুকুর, সমুদ্র প্রভৃতির জল সূর্যের তাপে ওই জলগুলি জলীয়বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠে, এবং পরে ওই জল কনা গুলি একে অপরের সাথে মিশে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টি হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে ।
Read Also:
Class 4 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।