প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 4 Bengali Model Activity Task Part 2 February 2022 Answer (চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 4 Bengali Model Activity Task Part 2 February 2022 Answer
Class 4 Bengali Model Activity Task Part 2 February 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2 February 2022
বাংলা (Bengali)
চতুর্থ শ্রেণী (Class – IV)
পূর্ণমান – ১৫
Class 4 Bengali Model Activity Task Part 2 February 2022 Answer
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
১.১ বনের ধারে আছে মস্ত –
(ক) নদী
(খ) পাহাড়
(গ) মাঠ
(ঘ) গর্ত
উত্তর: (খ) পাহাড়
১.২ ছাগলছানার দেখা প্রথম বড়ড়া জন্তুটি হলাে—
(ক) ভালুক
(খ) বাঘ
(গ) সিংহ
(ঘ) ষাঁড়
উত্তর: (ঘ) ষাঁড়
১.৩ শিয়াল রাক্ষস ভেবেছে—
(ক) বাঘকে
(খ) ছাগলছানাকে
(গ) ষাঁড়কে
(ঘ) ভালুককে
উত্তর: (খ) ছাগলছানাকে
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ ছাগলছানা কোথায় থাকত ?
উত্তর: যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেই খানে একটা গর্তের ভিতরে ছাগলছানা থাকতো ।
২.২ গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলত?
উত্তর: গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মাতা কে বলতো “যাসনে ! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে খেয়ে ফেলবে।
২.৩ ‘তুমি যাও, আমি কাল যাব।’ – ছাগলছানা কেন একথা বলেছিল?
উত্তর: বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভারি হয়ে পড়েছিল যে, সে আর চলতে পারছিল না তাই সে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল ।
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬
WBSHIKSHA.COM – West Bengal Best Online Education Website
৩.১ গর্তের ভিতর কে ও?’ – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল?
উত্তর: গর্তের ভেতর কে ও — এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল –
“লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নারী ।
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস ! “
৩,২ ‘শুনেই তাে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে।’ – বাঘ ভয় পেয়েছে কেন?
উত্তর: বাঘ শিয়াল কে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায় । তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে –
“দূর হতভাগা তোকে দিলাম দশ বাঘের কড়ি
এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি ! “
এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় । কারণ সে ভেবেছিল শিয়াল থাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে ।
৩.৩ বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন?
উত্তর: নরহরি দাসের (ছাগলছানার) কথা শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল । ফলে সে পঁচিশ হাত লম্বা এক লাফ দিয়ে তার লেজে বাধা শিয়াল কে নিয়ে দৌড়াতে থাকে । সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল । বাঘ মামার এই ব্যবহারের ফলে শেয়ালের যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল বলেই বাঘের উপর রাগ হয়েছিল ।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :
নরহরি দাস’ গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কীভাবে ফুটে উঠেছে?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা “নরহরি দাস” গল্পে দেখা যায় বনের ভিতর বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগলছানা টি আর চলতে না পারায় একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয় । গর্তের ভিতর থেকে সে শিয়াল কে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় । কোন চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যা ধরে ফেলত । তাই সে নরহরি দাস এর নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল। সেই সঙ্গে সে এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেতে পারে বলে শিয়ালের ভয় আরো বাড়িয়ে দিয়েছিল । এইভাবে বাঘের সামনে সে শিয়াল কে উদ্দেশ্য করে বলে যে তাকে দশ বাঘের কড়ি দিলেও সে মাত্র একটি বাঘ নিয়ে এসেছে । এই কথায় বাঘ ভয় পেয়ে পালায় । এইভাবে ছাগল ছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে গল্পে ।
Read Also:
Class 4 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 4 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।